Wednesday, May 18, 2011

উইন্ডোজ লাইভ মেসেঞ্জার ব্যবহার

উইন্ডোজ লাইভ মেসেঞ্জার ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত রয়েছেন এমন কারো সাথে সরাসরি মেসেজ আদান প্রদান করতে পারেন। আপনি টাইপ করলে অপরদিকে ব্যক্তি দেখা দেখতে পাবে এবং সে টাইপ করে আপনাকে উত্তর দেবে। এই ব্যবস্থা চ্যাটিং (কথোপকথন) নামে পরিচিত।
.          উইন্ডোজ লাইভ মেসেঞ্জার উইন্ডোজের সাথেই ইনষ্টল হওয়ার কথা। না হলে ইনষ্টল করে নিন।
.          উইন্ডোজের অন্যান্য সফটঅয়্যারের মতই ওপেন করুন।
.          আগেই যদি একাউন্ট থাকে তাহলে Sign-in মেসেজ পাবেন। সেখানে ক্লিক করে সাইন-ইন করুন।
.          যদি একাউন্ট না থাকে তাহলে Sign-up ক্লিক করুন। যেখানে ইমেইল এড্রেসপাশওয়ার্ডসহ যে তথ্যগুলি দিতে বলেছে সেগুলি দিন।
.          আপনার নিজস্ব একাউন্ট তৈরী হবে।



নতুন কন্ট্যাক্ট যোগ করা
.          মেসেঞ্জার ওপেন করা না থাকলে ওপেন করুন।
.          প্রথমবার চালু করলে আপনাকে ফেসবুক, এমএসএন ইত্যাদিতে কানেক্ট হবে কিনা জিজ্ঞেস করতে পারে। সাইড প্যানেলে সোস্যাল নেটওয়ার্ক এর খবর দেখতে চাইলে ফেসবুক, মাইস্পেস ইত্যাদি পছন্দ করার সুযোগ পাবেন।
.          Add a Contact বাটনে ক্লিক করুন
.          Add a Favorite ক্লিক করে কন্ট্যাক্ট লিষ্ট ওপেন করুন। Search Contacts টেক্সট বক্সে ক্লিক করে নাম টাইপ করুন।

মেসেঞ্জার ব্যবহার
.          উইন্ডোজ মেসেঞ্জার ব্যবহার খুবই সহজ। কে কে অনলাইনে রয়েছে লিষ্টে দেখা যাবে। তার নামের ওপর ডাবল-ক্লিক করুন। কনভারশেসন উইন্ডো ওপেন হবে।
.          যে বক্তব্য জানাতে চান সেটা নিচের দিকে টাইপ করার যায়গায় টাইপ করুন। এন্টার চাপ দিলে লেখাটি অপর প্রান্তে দেখা যাবে।
.          অপর প্রান্ত থেকে একই পদ্ধতিতে আপনার কাছে মেসেজ আসবে।
.          অপর প্রান্ত থেকে আপত্তিকর কথা বললে সেটা বন্ধ করতে Close বাটনে ক্লিক করুন।

দ্রুতগতির ইন্টারনেট থাকলে কথা বলা এবং ওয়েব ক্যামেরা থাকলে ভিডিও ব্যবহার করে কথা বলা যাবে।

No comments:

Post a Comment