বিল গেটস বিশ্বকে পাল্টে দিয়েছেন এতে দ্বিমত করার কোন সুযোগ নেই। এবং এই পাল্টে দেয়ার কাজ করেছেন কম্পিউটার ব্যবহার করে। যদি ভিন্নভাবে দেখেন তাহলে বিষয়টি হচ্ছে, তিনি বিশ্বের মানুষকে সহজে কম্পিউটার ব্যবহারের সুযোগ এনে দিয়েছেন, সেকারনেই বিশ্ব পাল্টে গেছে।
ব্যক্তিগতভাবে আপনি কম্পিউটার ব্যবহার করে নিজের জীবন পাল্টাতে পারেন। শুধুমাত্র সফলভাবে কম্পিউটার ব্যবহার করে বিশ্বখ্যাতি লাভ করেছেন এমন উদাহরনের অভাব নেই। সবাই সমানভাবে সাফল্যলাভ করেন না। এমনকি বেশি অভিজ্ঞতা, বেশি শ্রম ব্যয, বেশি অর্থ ব্যয করেও পিছিয়ে থাকেন অনেকেই।
. যা করবেন সেটা করে ফেলুন
এমন ব্যক্তি রয়েছেন যিনি বলছেন আমি ফটোশপ শিখব। যখন বলছেন তখন ফটোশপের ভার্শন ৩ বাজারে। বুঝতেই পারেন সেটা বছর ১৫ আগের কথা। এখনও তিনি বলছেন তিনি ফটোশপ শিখবেন। হয়তো আরো ১৫ বছর পরও বলবেন।
আসলে ফটোশপ শিখতে ১৫ বছল লাগে না। ১৫ দিনে শেখা যায়, ১৫ মাসে দক্ষ হিসেবে পরিচিতি লাভ করা যায়। সাথে যদি ১৫ বছরের অভিজ্ঞতা যোগ হয় তাহলে খ্যাতিমান হওয়া যায়।
এখান থেকে শিক্ষালাভ, কি শিখবেন সেকথা বলে সময় কাটাবেন না। হাত লাগান অথবা তাকে মাথা থেকে বিদেয় করুন।
এমন ব্যক্তি রয়েছেন যিনি বলছেন আমি ফটোশপ শিখব। যখন বলছেন তখন ফটোশপের ভার্শন ৩ বাজারে। বুঝতেই পারেন সেটা বছর ১৫ আগের কথা। এখনও তিনি বলছেন তিনি ফটোশপ শিখবেন। হয়তো আরো ১৫ বছর পরও বলবেন।
আসলে ফটোশপ শিখতে ১৫ বছল লাগে না। ১৫ দিনে শেখা যায়, ১৫ মাসে দক্ষ হিসেবে পরিচিতি লাভ করা যায়। সাথে যদি ১৫ বছরের অভিজ্ঞতা যোগ হয় তাহলে খ্যাতিমান হওয়া যায়।
এখান থেকে শিক্ষালাভ, কি শিখবেন সেকথা বলে সময় কাটাবেন না। হাত লাগান অথবা তাকে মাথা থেকে বিদেয় করুন।
. যা আছে সেটা কাজে লাগান
ভাল মানের এনিমেশন করতে শক্তিশালী কম্পিউটার প্রয়োজন, আমার সেটা নেই। সেকারনে কাজ করতে পারছি না। এই অভিযোগের সাথেও আপনি হয়ত ভালভাবেই পরিচিত। হয়ত নিজেও কোনভাবে এধরনের কথা বলেন।
ভাল কাজ করতে ভাল যন্ত্রপাতি প্রয়োজন হয়, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আজ ধেকে ২০ বছর আগে, যখন উইন্ডোজ ছিল না তখনও মানুষ ডস ভিত্তিক সফটঅয়্যার ব্যবহার করে সব কাজ করত। টার্মিনেটর ২ আলোড়ন তুলেছিল থ্রিডি এনিমেশনের দক্ষতা দেখিয়ে, অথচ তখন কম্পিউটারের সর্বোচ্চ গতি ছিল ৩৩ মেগাহার্টজ। তারা যদি সেই কম্পিউটারে বিশ্ব কাপাতে পারেন তাহলে তারথেকে শতগুন শক্তিশালী কম্পিউটার নিয়ে আপনি সাফল্য দেখাতে পারছেন না কেন।
এথেকে শিক্ষা, যন্ত্র কাজের সহায়ক কিন্তু কাজ করতে হয় ব্যক্তিকে। আপনার যা আছে সেটার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুন। হয়ত এরথেকে উন্নতকিছু আপনার প্রয়োজন নেই।
ভাল মানের এনিমেশন করতে শক্তিশালী কম্পিউটার প্রয়োজন, আমার সেটা নেই। সেকারনে কাজ করতে পারছি না। এই অভিযোগের সাথেও আপনি হয়ত ভালভাবেই পরিচিত। হয়ত নিজেও কোনভাবে এধরনের কথা বলেন।
ভাল কাজ করতে ভাল যন্ত্রপাতি প্রয়োজন হয়, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আজ ধেকে ২০ বছর আগে, যখন উইন্ডোজ ছিল না তখনও মানুষ ডস ভিত্তিক সফটঅয়্যার ব্যবহার করে সব কাজ করত। টার্মিনেটর ২ আলোড়ন তুলেছিল থ্রিডি এনিমেশনের দক্ষতা দেখিয়ে, অথচ তখন কম্পিউটারের সর্বোচ্চ গতি ছিল ৩৩ মেগাহার্টজ। তারা যদি সেই কম্পিউটারে বিশ্ব কাপাতে পারেন তাহলে তারথেকে শতগুন শক্তিশালী কম্পিউটার নিয়ে আপনি সাফল্য দেখাতে পারছেন না কেন।
এথেকে শিক্ষা, যন্ত্র কাজের সহায়ক কিন্তু কাজ করতে হয় ব্যক্তিকে। আপনার যা আছে সেটার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুন। হয়ত এরথেকে উন্নতকিছু আপনার প্রয়োজন নেই।
. একটিমাত্র সিদ্ধান্ত নিন, লেগে থাকুন
অমুকে প্রোগ্রামিং শিখে খ্যাতি পেয়েছে একথা শুনে আপনার মনে হল আপনিও তারমত প্রোগ্রামার হবে। পরদিন একটা চমতকার এনিমেশন দেখে আমি এনিমেটর ছাড়া অন্যকিছু হব না। ইন্টারনেটে কে কোটিপতি হয়েছে শুনে নিজেকে বললেন, ওটাই আমার পথ। শেষফল, আপনি কোনটিই হলেন না।
এথেকে শিক্ষা, কি করবেন বলার আগে একবার যাচাই করে নিন সেটা আপনার জন্য কি-না। একটামাত্র বিষয়ই বেছে নিন, তারপর সেটা নিয়ে লেগে থাকুন।
অমুকে প্রোগ্রামিং শিখে খ্যাতি পেয়েছে একথা শুনে আপনার মনে হল আপনিও তারমত প্রোগ্রামার হবে। পরদিন একটা চমতকার এনিমেশন দেখে আমি এনিমেটর ছাড়া অন্যকিছু হব না। ইন্টারনেটে কে কোটিপতি হয়েছে শুনে নিজেকে বললেন, ওটাই আমার পথ। শেষফল, আপনি কোনটিই হলেন না।
এথেকে শিক্ষা, কি করবেন বলার আগে একবার যাচাই করে নিন সেটা আপনার জন্য কি-না। একটামাত্র বিষয়ই বেছে নিন, তারপর সেটা নিয়ে লেগে থাকুন।
কম্পিউটার ব্যবহার করে সাফল্যলাভ অনেকটা কচ্ছপ আর খরগোসের দৌড়ের মত। আপনি খরগোসের মত দ্রুত সামনে যেতে পারেন ঠিকই, শেষ বিচারে জয় হবে কচ্ছপের। এই নীতি মেনে চলুন, সাফল্য আসবেই।
No comments:
Post a Comment