Wednesday, July 27, 2011

এডবি এক্রোব্যাট ছাড়াই পিডিএফ ফাইল তৈরী

আপনি ইবুক তৈরী করতে চান পিডিএফ ফরম্যাটে। এজন্য সবচেয়ে জনপ্রিয় সফটঅয়্যার এডবি এক্রোব্যাট প্রো (আগের এক্রোব্যাট রাইটার)। এক্রোব্যাট রিডার বিনামুল্যের হলেও এটা কিনতে হয় টাকা দিয়ে ফলে আপনার নাগালের বাইরে থাকতেই পারে।
এক্রোব্যাট প্রো ব্যবহার না করেই কিছু পদ্ধতি ব্যবহার করে বিনামুল্যে পিডিএফ ফাইল তৈরী করতে পারেন।
.          ওপেনঅফিস ব্যবহার করে
ওপেন অফিস মাইক্রোসফট অফিসের মত একটি সফটঅয়্যার। পার্থক্য এই সফটঅয়্যার বিনামুল্যের। ডাউনলোড করে ব্যবহার করা যায়। আপনি সেখানে ডকুমেন্ট তৈরী করুন এবং
File > Export to PDF কমান্ড ব্যবহার করে পিডিএফ তৈরী করুন।
.          বিনামুল্যের ইন্টারনেট সেবা ব্যবহার করে
www.doc2pdf.net  নামে একটি ওয়েবসাইট বিনামুল্যে ওয়ার্ড ডকুমেন্টকে বা অন্য ডকুমেন্টকে পিডিএফ ফরম্যাটে পরিনত করার সেবা দেয়। তাদের সাইটে যান এবং পিডিএফ বানিয়ে নিন। অনলাইন ভার্শন বিনামুল্যের, এছাড়া ডাউনলোড ভার্শন কেনা যায়।
অথবা
 
http://www.pdfonline.com/convert-pdf/  ব্যবহার করুন। এখানেও বিনামুল্যে ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফ ডকুমেন্টে করার সেবা পাবেন। ২ মেগাবাইট পর্যন্ত বিনামুল্যে, ১০ মেগাবাইট পর্যন্ত বিশেষ ব্যবস্থায়।

No comments:

Post a Comment