Saturday, July 23, 2011

সাফল্যের জন্য ফ্রিল্যান্সিং কাজের ৫ ধরন

আপনি যে কাজই করুন না কেন আপনার দক্ষতার সত্যিকারের প্রকাশের জন্য প্রয়োজন হয় নিজের বৈশিষ্টের সাথে মিল থাকা। একে ব্যক্তির দক্ষতা একেকদিকে। কেউ অন্যদের সাথে কথা বলতে ভালবাসেন কেউ একা থাকতে পছন্দ করেন। কাজের ক্ষেত্রে বিষয়গুলি বড় ধরনের ভুমিকা রাখে। এর ওপরই নির্ভর করে আপনি কোন ধরনের কাজে ভাল করবেন।
ফ্রিল্যান্সিং কাজে আপনি নিজ দায়িত্বে কাজ করছেন। সেখানে নিজের কাজ সম্পর্কে জানা এবং তারসাথে মিল রেখে কাজ বেছে নেয়া আরো বেশি গুরুত্বপুর্ন। কিছুটা সময় নিয়ে, পর্যবেক্ষন করে আপনি নিজেই ঠিক করে নিতে পারেন আপনার জন্য কোনটি বেশি উপযোগি।
.          ম্যানেজমেন্ট
আপনার কি মনে হয় আপনি ম্যানেজার হিসেবে ভাল করবেন ? অন্যের সাথে যোগাযোগ, সমঝতা ইত্যাদি বিষয়ে যদি আপনার দক্ষতা বেশি হয় তাহলে একে ফ্রিল্যান্সার হিসেবে কাজে লাগাতে পারেন। আউটসোসিং কাজে ক্লায়েন্ট এবং কর্মীর মধ্যে থেকে মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে কল্পনা করুন। নিজেকে একজন ব্যক্তি হিসেবে না ধরে একটি প্রতিস্ঠান হিসেবে কল্পনা করুন। কর্মীরা আপনার অধিনে কাজ করছে এবং আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ এনে দিচ্ছেন। একই সঙ্গে অনেক কাজ করা সম্ভব, কাজেই ফ্রিল্যান্সিং পেশায় সবচেয়ে বেশি আয় করতে পারেন এভাবে।
.          দক্ষ কর্মী
আপনি কি আপনার দক্ষতার ওপর বেশি নির্ভর করেন ? সেক্ষেত্রে ম্যানেজার হওয়ার থেকে নিজের দক্ষতা তুলে ধরাই আপনার জন্য সুবিধেজনক। আপনার বক্তব্য হতে পারে, আমি একাজ করব কারন আমি অন্যদের থেকে বেশি জানি, বেশি কাজ করেছি, অন্যদের থেকে ভালভাবে করতে পারি। এই মনোবল যদি থাকে আপনি অবশ্যই দক্ষতার বিচারে ভাল করবেন। আপনার মুল লক্ষ্যই হবে নিজের দক্ষতা বাড়ানো।
.          শিক্ষকতা
আপনি কি অন্যকে বুঝাতে পছন্দ করেন ? নিজের মত করে বক্তব্য তুলে ধরতে চান ? সেক্ষেত্রে আপনি এদিকে জোর দিতে পারেন। টিউটোরিয়াল সাইট তৈরী, ইবুক তৈরী ইত্যাদি আপনার জন্য ভাল কাজ হতে পারে।
.          প্রোডাক্ট ডেভেলপমেন্ট
ফ্রিল্যান্সার হিসেবে এটা হতে পারে অত্যন্ত বড় ধরনের কাজ। নিজে কিংবা অন্যদের সহযোগিতা নিয়ে তৈরী করতে পারেন নানাধরনের পন্য। সফটঅয়্যার হোক আর বাস্তবের কাজে লাগানো কোন জিনিষই হোক। এমন কিছু তৈরী করবেন যা নতুন, অন্যদের আকৃষ্ট করবেন নতুনত্ব দিয়ে। বড় ধরনের প্রতিস্ঠানের সুচনা হতে পারে এভাবেই।
.          স্বল্পকালীন কাজ
অনেকসময়ই বিভিন্ন প্রতিস্ঠানে স্বল্পকালিন কাজের জন্য নিয়োগ দেয়া হয়। এধরনের কাজ করার জন্য বিশেষ মানষিকতা প্রয়োজন হয়। কেউ একই চাকরী সারাজীবন করে যেতে আগ্রহি, কেউ কিছুদিন পরই সেখানে হাফিয়ে ওঠেন, নতুনত্ব খোজেন, চাকরী বদল করেন। এধরনের বৈশিষ্ট থাকলে আপনি এদিকে চেষ্টা করতে পারেন। সবসময়ই এধরনের কিছু কাজের সুযোগ পাওয়া যায়।
এখানে মাত্র ৫টি দিক উল্লেখ করা হল। এর বাইরে আরো নানাবিধ পথ থাকতে পারে। বিষয়টি যেহেতু ব্যক্তির, ব্যক্তি হিসেবে আপনি ঠিক করে নিন আপনার জন্য কোনটি উপযোগি।
মুল কথা হচ্ছে, যে কাজই করুন সেটা ভাল লাগে এই মনোভাব নিয়ে করুন। সাফল্য পাওয়ার সম্ভাবনা তাতেই সবচেয়ে বেশি।

No comments:

Post a Comment