প্রতিটি ভিডিওর শুরুতে এবং শেষে টাইটেল প্রয়োজন হয়। ভিডিও অনুষ্ঠানের নাম, নির্মাতা এবং কলাকুশলীদর নাম দেখানো হয়। যারা অভিনয় করেছেন তাদের নাম দেখানো হয়। কখনো কখনো ভিডিওর ওপরের নাম বা তথ্য দেখানো প্রয়োজন হয়।
আপনি যদি এডবি আফটার ইফেক্টর এর মত এনিমেশন সফটঅয়্যার জানেন তাহলে এরথেকেও ভাল এনিমেটেড টাইটেল তৈরী করতে পারেন। অথবা ফটোশপে টাইটেল পেজ তৈরী করে তাকে ষ্ট্যাটিক টাইটেল হিসেবে ব্যবহার করতে পারেন। আরেকটি পথ হচ্ছে প্রিমিয়ারে ভিডিও এডিট করার সময় প্রিমিয়ারের ভেতর থেকেই টাইটেল তৈরী করে নেয়া। এখানেও এনিমেশন ব্যবহার করে ডায়নামিক টাইটেল তৈরী করা যায় সহজে। প্রিমিয়ারের টাইটেল তৈরীর ব্যবস্থা অত্যন্ত উন্নত অথচ ব্যবহার সহজ।
. টাইটেল তৈরীর জন্য মেনু থেকে File – New - Title কমান্ড দিন।
অথবা প্রোজেক্ট প্যানেলে নিউ আইকনে ক্লিক করে টাইটেল সিলেক্ট করুন।
অথবা কিবোর্ডে Ctrl + T চাপ দিন
অথবা প্রোজেক্ট প্যানেলে নিউ আইকনে ক্লিক করে টাইটেল সিলেক্ট করুন।
অথবা কিবোর্ডে Ctrl + T চাপ দিন
. নতুন টাইটেলের একটি নাম টাইপ করে দিন।
টাইটলার নামে প্রিমিয়ারের বিশেষ স্ক্রিন পাওয়া যাবে।
টাইটলার নামে প্রিমিয়ারের বিশেষ স্ক্রিন পাওয়া যাবে।
টাইটেল তৈরী করা
. টুলবক্স থেকে টেক্সট টুল সিলেক্ট করুন।
. স্ক্রিনে ড্রাগ করে টেক্সট বক্স তৈরী করুন
টেক্সটবক্সে সুবিধে হচ্ছে ইলাষ্ট্রেটর কিংবা ফটোশপের মত লেখার পর লেখাগুলি বক্সের মধ্যে থাকবে।
টেক্সটবক্সে সুবিধে হচ্ছে ইলাষ্ট্রেটর কিংবা ফটোশপের মত লেখার পর লেখাগুলি বক্সের মধ্যে থাকবে।
. সিলেকশন টুল সিলেক্ট করে লেখার বাইরে ক্লিক করুন (লেখা শেষ করার জন্য)।
প্রোপার্টি পরিবর্তন
. ডানদিকের প্রোপার্টি প্যানেল ওপেন করুন।
. টেক্সট এর ফন্ট, সাইজ, কালার, পজিশন, রোটেশন, ষ্ট্রোক, স্যাডো ইত্যাদি সবকিছু পরিবর্তন করা যাবে এখান থেকে।
. টেক্সট প্রিভিউয়ের ওপরে মাইক্রোসফট ওয়ার্ডের মত এলাইনমেন্ট টুল রয়েছে।
. টুলবক্সে বিভিন্ন জিওমেট্রিক সেপ তৈরীর টুল রয়েছে। এগুলি ব্যবহার করে বিভিন্ন অবজেক্ট তৈরী করে নেয়া যাবে। এদের প্রতিটির রং, ষ্টাইল ইত্যাদি পরিবর্তন করা যাবে প্রোপার্টি প্যানেল থেকে।
. নিচের অংশ অনেকগুলি টাইটেল ষ্টাইল প্রিসেট দেয়া আছে। টেক্সট সিলেক্ট করে এদের যে কোনটিতে ডাবল ক্লিক করে সেটা ব্যবহার করা যাবে।
. পছন্দমত টাইটেল তৈরীর পর টাইটলার ক্লোজ করুন। সেটা নিজে থেকেই সেভ হবে এবং বিন-এ পাওয়া যাবে।
টাইটেল তৈরীর পর তাকে এক্সপোর্ট করে অন্য প্রোজেক্টে ব্যবহার করা যায়।
. মেনু থেকে File – Export - Title কমান্ড দিন।
. একটি নাম টাইপ করে দিন।
প্রিসেট থেকে টাইটেল ব্যবহার
প্রিমিয়ারের সাথে অনেকগুলি তৈরী টাইটেল ষ্টাইল দেয়া হয়। এগুলি ওপেন করে টেক্সট পরিবর্তন করে ব্যবহার করতে পারেন।
. বিন এ ডাবলক্লিক করে অবজেক্ট ওপেন কমান্ড দিন।
. প্রিমিয়ার ফোল্ডারে অধীনে প্রিসেট ফোল্ডারে টেম্পলেট ফোল্ডারের মধ্যে অনেকগুলি তৈরী টাইটেল পাওয়া যাবে। যে কোনটি ওপেন করুন।
. ডাবল-ক্লিক করে ওপেন করুন এবং প্রয়োজনীয় পরিবর্তন করে নিন।
টাইটেল ব্যবহার এবং পরিবর্তন করা
অন্যান্য ক্লিপের মত তৈরী টাইটেলকে ড্রাগ করে টাইমলাইনে এনে ব্যবহার করতে হবে।
. ভিডিও ক্লিপের ওপরের কোন ট্রাকে টাইটেলটি ড্রাগ করে রাখুন। নিজে থেকেই ট্রান্সপারেন্সি ব্যবহৃত হবে।
. ডাবল-ক্লিক করলে অন্যান্য ক্লিপের মত সোর্স মনিটরে ওপেন হওয়ার বদলে টাইটলারে ওপেন হবে যেখানে টাইটেলের পরিবর্তন করা যাবে।
টাইটেল এনিমেট করা
এখন পর্যন্ত টাইটেল তৈরী এবং ব্যবহারের যে পদ্ধতি উল্লেখ করা হয়েছে তাতে টাইটেলকে স্থির অবস্থায় পাওয়া যাবে। বাস্তবে টাইটেল এনিমেট করা হয়। যেমন নিচ থেকে উঠে ওপরের দিকে যায়। একে বলা হয় রোল। পাশের দিকে যাওয়াকে বলা হয় ক্রল।
. টাইটেলটি ডাবল-ক্লিক করে টাইটলারে ওপেন করুন।
. রোল/ক্রল অপশন টুলে (টাইটেল প্রিভিউ উইন্ডোর ওপরে বামদিকে) ক্লিক করুন।
. রোল করার জন্য রোল সিলেক্ট করুন।
. Start off screen এবং End off screen টিক চিহ্ন দিন। এরফলে স্ক্রীনের নিচে থেকে রোল শুরু হবে এবং উপরের দিকে বাইরে গিয়ে শেষ হবে।
. টাইটলার ক্লোজ করে বিনে টাইটেলের আইকন লক্ষ্য করুন। সাধান ফাইল আইকনের পরিবর্তে মুভি আইকন দেখা যাবে।
. টাইটেলকে ড্রাগ করে টাইমলাইনে ব্যবহার করুন।
. টাইটেলের সময় কমবেশি করে এনিমেশনের গতি কমবেশি করা যাবে।
No comments:
Post a Comment