আপনি হয়ত এডসেন্স থেকে আয়ের কথা মাথায় রেখে ওয়েবসাইট তৈরী করছেন। এডসেন্স ব্যবহারের জন্য গুগলের কাছে সাইটের নামে আবেদন করতে হয়। গুগল নিছু নিয়ম মেনে চলে। আপনার সাইটে যদি সেই নিয়মের ব্যতিক্রম থাকে তাহলে আপনাকে এডসেন্স ব্যবহারের সুযোগ দেয়া হবে না। নিয়মগুলি জেনে নিন।
. ডিজাইন এবং কন্টেন্ট গাইডলাইন।
. টেকনিক্যাল গাইডলাইন, এবং
ডিজাইন গাইডলাইন
. বিভিন্ন টেক্সট এবং লিংক ব্যবহার করে সাইটের নির্দিষ্ট কাঠামো ঠিক রাখুন। অন্তত একটি ষ্ট্যাটিক টেক্সট লিংক থেকে যেন যে কোন পেজে পাওয়া যায়।
. সাইটের একটি ম্যাপ রাখার ব্যবস্থা করুন। বিজিটর যেন সহজে জানতে পারেন সাইটের কোথায় কি আছে।
. একটি পেজে অসংখ্য লিংক ব্যবহার না করে তাকে ব্যবহারযোগ্য সংখ্যার মধ্যে রাখুন।
. সাইটে উপকারী তথ্য রাখুন। এমন তথ্য রাখুন যা পরিস্কারভাবে এবং নিখুতভাবে সঠিক বক্তব্য প্রকাশ করে।
. ভিজিটর কোন শব্দ ব্যবহার করে সার্চ করতে পারে সেটা মাথায় রাখুন এবং সেগুলি ব্যবহার করুন।
. গুরুত্বপুর্ন কিছুর নাম প্রকাশের জন্য ছবির বদলে টেক্সট ব্যবহার করুন। সার্চ ইঞ্জিন ইমেজের চেয়ে টেক্সট সহজে খুজে পায়। ছবির সাথে বিকল্প নাম ব্যবহার করুন।
. টাইটেল এবং ছবির নাম বিষয়ের সাথে মিল রেখে ব্যবহার করুন।
. সবগুলি লিংক কাজ করছে কিনা যাচাই করুন।
কোয়ালিটি গাইডলাইন
. ওয়েবসাইটকে মুলক ব্যবহারকারীদের জন্য তৈরী করুন, সার্চ ইঞ্জিনকে টার্গেট করে তৈরী করবেন না।
. সার্চ ইঞ্জিনে র্যাংকিং বাড়ানোর জন্য বিকল্প পথে যাবেন না। সাচর্চ ইঞ্জিন না থাকলে সাইটটি কেমন হত এভাবে চিন্তা করে সাইট তৈরী করুন।
. লিংক বিতরনের ব্যবস্থা ব্যবহার করবেন না।
. সার্চ ইঞ্জিনে সাবমিট করার জন্য বা র্যাংকিং জানার জন্য অননুমোদিত সফটঅয়্যার ব্যবহার করবেন না
এই নির্দেশগুলি ওয়েব সাইটের প্রচার বাড়ানোর জন্য সে সফটঅয়্যার বা সেবা রয়েছে সেগুলি ব্যবহার করতে নিষেধ করা। গুগল ধরে নেয় স্বাভাবিক পদ্ধতি অনুযায়ী তাদের সার্চ ইঞ্জিন র্যাংকং ঠিক করবে।
নির্দিষ্টভাবে কিছু নির্দেশ মান্য করতে হবে। যেমন;
. হিডেন টেক্সট, হিডেন লিংক ব্যবহার করা যাবে না। অনেকে জনপ্রিয় কিছু কিওয়ার্ড এমনভাবে ব্যবহার করেন যা মুল পেজে দেখা যায় না এবং এরসাথে মুল সাইটের কোন সম্পর্ক নেই। এটা করা যাবে না।
. এক সাইট থেকে আরেক সাইটে ট্রাফিক পাঠানো যাবে না।
. গুগলে অটোমেটেড কোন নির্দেশ পাঠানো করা যাবে না।
. মুল বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কিওয়ার্ড ব্যবহার করবেন না।
. একই তথ্য ব্যবহার করে (কপি করে) একাধিক পেজ, ডোমেন, সাবডোমেন ব্যবহার করবেন না।
. যথেষ্ট তথ্য ছাড়া শুধুমাত্র বিজ্ঞাপন বা এধরনের কাজে পেজ তৈরী করবেন না।
. এফিলিয়েশন ব্যবহার করলে তারসাথে মানানসই পর্যাপ্ত তথ্য রাখুন যেন তার কারনে ভিজিটর সাইটে যায়।
টেকনিক্যাল গাইডলাইন মুলত ওয়েবসাইট অভিজ্ঞ ডিজাইনারদের বলে এখানে উল্লেখ করা হল না। তাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।
thnx apnar post er jonno.... amra taka j income korbo... bt takata hate pabo kivabe???
ReplyDeleteগুগল ব্যাংক চেক এর মাধ্যমে টাকা পাঠায়।
Deletevisitor amar blogg porlei ki amar earn hobe/?
ReplyDeleteভিজিটর ভিজিট করলে নিজে থেকে আয় হয় না, তাকে লাভজনক কোন লিংকে ক্লিক করতে হয়। মুলত এগুলি বিজ্ঞাপন। টাকা দেয়া বিজ্ঞাপনদাতা। গুগলের এডসেন্স এধরনের বিজ্ঞাপন। বাংলা সাইটে এডসেন্স ব্যবহারের অনুমতি দেয়া হয় না। এর পরিবর্তে চিতিকা ব্যবহার করা যেতে পারে। ক্লিক্সসেন্স এর মত সাইটের সদস্য হয়েও তাদের লিংক রেখে আয় করা যায়।
Deleteএসব বিষয়ে অনেকগুলি লেখা রয়েছে এই সাইটে।
এক সাইট থেকে আরেক সাইটে ট্রাফিক পাঠানো যাবে না।
ReplyDeleteline ta buzte parlam na.
অনেকে অনেকগুলি সাইট তৈরী করেন যেগুলির মুল কাজ যে সাইটে এডসেন্স আছে সেখানে ভিজিটর পাঠানো। শুধুমাত্র ট্রাফিক পাঠানোর জন্য তৈরী সাইট ব্যবহার করা যাবে না।
DeleteI HAVE A PERSONAL BLOG SITE.RECENTLY I HAVE REGISTER GOOGLE ADSENSE.BUT MY STE WAS REJECTED BY ADSENSE TEAM.I COULD NOT UNDERSTAND WHAT CAN I DO NOW?
ReplyDeleteগুগল সাধারনত কারন জানিয়ে দেয়। সম্ভব হলে সেগুলি ঠিক করে আবারো চেষ্টা করুন।
Deleteবিভিন্ন কারনে তারা এডসেন্স ব্যবহারের অনুমতি না দিতে পারে, দেয়ার পর বাতিল করতে পারে। সেক্ষেত্রে অন্য আয়ের পদ্ধতিগুলি চেষ্টা করুন।
ভাই, আমি ব্লগার টিউটোরিয়াল বিষয়ে (blogger) এ একটি ব্লগ তৈরি করছি। আমি কি গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে পারব?
ReplyDeleteএডসেন্স অনুমোদ দেয়ার সময় কিছু বিষয় যাচাই করা হয়। যেমন ব্লগের বিষয়বস্তু কতটা উন্নত (মৌলিক), ভিজিটরের সংখ্যা কত ইত্যাদি। বাংলাদেশীদের জন্য সবচেয়ে বড় সমস্যা তারা বাংলা ব্লগে এডসেন্স অনুমোদন দেয় না। এডসেন্স সাইটে ভাষার তালিকা এবং অন্যান্য শর্তগুলি দেয়া আছে।
Deleteএডসেন্স এর শর্ত পুরন হলে অবশ্যই আবেদন করবেন।
ভাই, আমার ব্লগ ইংরেজিতে।
ReplyDeleteআমি শুনছি যে ব্লগার বিষয় নিয়ে পোস্ট করলে এডসেন্স এ আবেদন করা যায় না। এটা কি সঠিক?
এধরনের কোন নিয়ম কোথাও চোখে পড়েনি। বরং ব্লগিং বিষয়ে বহু ব্লগ রয়েছে এডসেন্স সহ।
Deleteএডসেন্স ফরম পুরন করুন এবং ভিজিটর বাড়াতে চেষ্টা করুন। চেষ্টা করতে দোষের কিছু নেই।
ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ReplyDeleteVia google copy paste accept koray na. kintu onekay ei copy paste koray blog create koray. kivaby copy paste korlay google approved korbay.
ReplyDeleteগুগল অটোমেটেড সফটঅয়্যার দিয়ে ব্লগ যাচাই করে। কপি-পেষ্ট ধরা পড়লে সাইট বন্ধ করার মত ব্যবস্থা নেয় না, সার্চ রেজাল্টে গুরুত্ব কম দেয়, এডসেন্স এর সুবিধে কমিয়ে দেয় কিংবা এডসেন্স লাইসেন্স বাতিল করে।
Deleteযদি এধরনের কাজ করতেই হয় তাহলে সরাসরি কপি-পেষ্ট না করে লেখায় কিছু পরিবর্তন আনুন।