Tuesday, August 16, 2011

ফ্রিল্যান্সারের ৫ ক্ষতিকর মানসিকতা

জীবনে কেউ সফল হন কেউ ব্যর্থ হন। কথাটা কতটুকু ঠিক সেনিয়ে একমত হওয়া কঠিন। সহজ উদাহরন দেখুন, কেউ নিজের সন্মান বিক্রি করে অর্থ সম্পদের মালিক হতে চান। তারকাছে অর্থ জীবনের সবকিছু, সেটাই সাফল্য। কেউ নিজের অর্থ খরচ করে, এমনকি সর্বস্ব হারিয়ে শুধুমাত্র সন্মান নিয়ে বাচতে পছন্দ করেন।  তারকাছে সেটাই সাফল্য।
সমাজ যখন অর্থনির্ভর তখন আপনি সমস্ত অর্থ ত্যাগ করতে পারেন না। আপনার অন্ন-বস্ত্র-বাসস্থান এগুলির জন্য অর্থ প্রয়োজন। এগুলির মান উন্নত করার জন্য বেশি অর্থ প্রয়োজন। আর কথা যখন ফ্রিল্যান্সিং পেশা নিয়ে তখন আপনার উদ্দেশ্যই হচ্ছে অর্থ উপার্জন করা, নিজের দক্ষতা ব্যবহার করে এবং নিজের সন্মান ঠিক রেখে।
যে কোন বিষয়কেই আপনি দুভাবে দেখতে পারেন, ভাল এবং মন্দ। এটা পরিক্ষিত সত্য যে আপনি যদি ভাল দৃষ্টিতে দেখেন তাহলে আপনার কাজের উতসাহ, কর্মউদ্দিপনা ইত্যাদি বৃদ্ধি পায়। ইংরেজিতে একে বলা হয় পজিটিভ মাইন্ডসেট, বাংলায় আশাবাদ। আপনি যখন আশাবাদী তখন চেষ্টা করবেন, নতুন পথ বের করবেন। এভাবেই সভ্যতা গড়ে উঠেছে।
এর ঠিক অবস্থা হতে পারে নিরাশ হলে। আপনি যদি আগেই ধরে নেন কাজটি ঠিকমত হবে না তাহলে সেকাজ করা কষ্টকর হয়ে দাড়ায়। ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে বিষয়টি অন্যান্য ক্ষেত্রের চেয়ে বেশি গুরুত্বপুর্ন। এখানে আপনার সিদ্ধান্ত আপনি নিজেই নেবেন।
আরো নির্দিষ্ট করে ফ্রিল্যান্সিং কাজে যে বিষয়গুলিতে মানুষ হতাস হন এবং তার প্রভাব কি একবার জেনে নিন।

.          আমি একাজের যথেষ্ট উপযুক্ত না
আপনি ক্লায়েন্টের কাছে কাজ পাচ্ছেন না, কাজ দেখে ক্লায়েন্ট খুশি হচ্ছে না। একসময় আপনার মনে হল একাজ আপনার জন্য না। এমন পরিস্থিতি তৈরী হলে জেনে রাখুন, এটা আপনার একার সমস্যা না, প্রত্যেক ফ্রিল্যান্সারকে এই সমস্যাগুলির সম্মুখিন হতে হয়। সবসময় ফ্রিল্যান্সারের কারনে এটা ধরে নেয়ারও কারন নেই। অনেক সময় ক্লায়েন্টের কারনেও এটা ঘটে।
যদি ক্রমাগত এই অবস্থা চলতেই থাকে তাহলে তুলনামুলক সহজ কাজ করুন।
.          যার ভাগ্য ভাল সে ভাল করে
ভাগ্য মানুষের কতটা উপকার করে এনিয়ে বিতর্ক চীরদিনের। কেউ বলেন ভাগ্য সহায় না থাকলে ভালকিছু হয় না, কেউ বলেন নিজের ভাগ্য নিজেকেই গড়ে নিতে হয়। আরেকজনকে ভাল করতে দেখে যদি ধরে নেন সে ভাগ্যের কারনে ভাল করছে সেটা নিজের ক্ষতিই ডেকে আনতে পারে। তাকে ভাগ্যের হাতে ছেড়ি দিন, নিজে ভাগ্য নিজে গড়ার চেষ্টা করুন।
.          অর্থ অনর্থের মুল
ফ্রিল্যান্সারের কাছে কাজ মানে অর্থ। কখনো কখনো এই কাজের চাপ এতটাই বেশি হতে পারে যে মনে হতে পারে কি প্রয়োজন এত পরিশ্রম করার। অর্থের কারনে এসব করে জীবনটা মাটি হচ্ছে।
কথাটা ঠিক। অর্থের প্রয়োজন না থাকলে বহু কাজই হোত না। আপনি ইচ্ছে করলেই এর বাইরে যেতে পারেন না। বরং বিষয়টি এভাবে দেখুন, আজ কিছু অতিরিক্ত অর্থ উপার্জণ করলে আগামীকাল অর্থের ভাবনা থাকবে না। অন্তত নিজের প্রয়োজনীয় অর্থ উপার্জণ নিজেকেই উপার্জন করতে হবে।
.          সাফল্যের জন্য নিজের পছন্দের বিষয় ছেড়ে দিতে হয়
ক্লায়েন্টের সাথে মতের মিল না হলে এমন মনে হতেই পারে। আপনি আপনার বিষয়ে পড়াশোনা করে, অভিজ্ঞতা থেকে জেনেছেন এই কাজ নিয়ম বিরোধী, অথচ ক্লায়েন্ট বলছেন সেটাই তার পছন্দ।
কি করবেন। ক্লায়েন্ট যদি নিতান্ত না বুঝতে চায় যে বোঝে তার কাজ করুন। কখনো কখনো চোখকান বন্ধ করে কাজ করতে হয় বৈকি।
.          এখানে আমার দোষ নেই
সমস্যা হলে খোজ করা হয় সেখানে দোষ কার। সমস্যা আপনি অনায়াসে বলতে পারেন দিনে কয়েকবার লোড সেডিং হয়, ইন্টারনেটের গতি কম, সরকার অনলাইনে লেনদেন করতে দেয় না, শেখার কোন নির্ভরযোগ্য যায়গা নেই, আশেপাশের লোকজন সবসময় বিরোধীতা করে, সবসময় ল্যাং মারতে চেষ্টা করে। সেখানে আমি কি করতে পারি।
এসব অভিযোগ মেনে নিয়েই বলতে হচ্ছে,  বিরুপ পরিবেশে থেকে ভাল করার দায়িত্ব আপনার নিজের। চারিদিকে নানারকম সমস্যা যেমন আছে তারই মধ্যে কিছু ভাল বিষয় আছে। যে সমাজে ভাল বিষয় যত বেশি সে সমাজ তত উন্নত। তারপরও সবচেয়ে ভাল সমাজেরও খারাপ দিক আছে।
ভাল বিষয়গুলি দেখার চেষ্টা করুন, খারাপ বিষয়গুলি এড়িয়ে যান। আপনি যেমন আরেকজনের ক্ষতিকর বৈশিষ্ট দেখছেন আরেকজন যেন আপনার মধ্যে ক্ষতিকর বিষয় না দেখে সেবিষয়ে শতর্ক থাকুন। একসময় সঠিক মুল্যায়ন পাবেন।


  কিভাবে ইন্টারনেটে অর্থ উপার্জন করবেন
  টাকা কিভাবে হাতে পাবেন
কিভাবে বেশি কাজ পাবেন
গুগল এডসেন্স থেকে আয় করার পদ্ধতি
ফাইল আপলোড করে উপার্জন
ডাটা এন্ট্রি করে উপার্জন
গুগল এডসেন্সর এর অজানা তথ্য
গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ২
গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ৩
পেইড টু ক্লিক, পিটিসি
রিভিউ লিখে আয়
এফিলিয়েট মার্কেটিং
এডসেন্স ব্যবহারের নিয়ম-কানুন
অন্যের সাইট থেকে উপার্জন
ই-বুক বিক্রি করে আয়
ফ্রিল্যান্সিং কাজ কোথায় পাবেন
গুগল কাষ্টম সার্চ (এডসেন্স ফর সার্চ) থেকে আয়
এডসেন্স ব্যবহারের নিয়ম, যে ভুলগুলি করবেন না
ইমেইল মার্কেটিং
বই বিক্রি করুন গুগলের সাহায্যে
ইন্টারনেটে আয় সম্পর্কে ১০টি ভুল ধারনা
ইন্টারনেটে আয়ের ৫টি সেরা পথ
ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন
ফটোশপ ডিজাইন বিক্রি করে আয়
ফেসবুক থেকে আয়
যে কারনে এডসেন্স ব্যবহারের সুযোগ পাবেন না
ফ্রিল্যান্সিং কাজে সবচেয়ে বড় ভুল
ফ্রিল্যান্সিং কাজে সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে বেশি আয়
পিটিসি এর অজানা তথ্য
ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার ৫ কারন
সময় বাচানোর সেরা উপায়
ক্লায়েন্ট ধরে রাখার জন্য কি করবেন
এডসেন্স এর বিকল্প বিজ্ঞাপন ব্যবস্থা চিতিকা
ওয়ার্ডপ্রেস টেম্পলেট বিক্রি করে আয়
ফ্রিল্যান্সিং কাজে ভাল করার উপায়
আস্থা অর্জনের ৩ উপায়
কম সময়ে বেশি কাজ করা
ফাইলসার্ভে ফাইল আপলোড করে আয়
ইন্টারনেটে অর্থ আদান-প্রদানের বিভিন্ন পদ্ধতি
আয় করুন ই-বে থেকে
ভার্চুয়াল এসিষ্টেন্ট ব্যবহার করে বেশি কাজ করা
ফ্রিল্যান্সার হিসেবে আপনি কখন ব্যর্থ
কিভাবে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করবেন
ফ্রিল্যান্সিং কাজের ভাল দিক-মন্দ দিক
ফ্রিলান্সিং পরিকল্পনার ৩ ধাপ
ফ্রিল্যান্সিং কাজে নিজেকে প্রফেশনাল হিসেবে তুলে ধরা
ফ্রিল্যান্সার হতে চান ? নিজেকে প্রশ্ন করুন
সাফল্যের ৪ সুত্র
টাকা আয় করুন রিভিউ-মি তে রিভিউ লিখে
ফ্রিল্যান্সারের প্রধান ৫ সমস্যা এবং সমাধান
ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
টাকা আয় করুন আমাজন থেকে
আউটসোর্সিং-ক্রাউসসোর্সিং-ফ্রিল্যান্সিং বলতে কি বুঝায়
ইমেইল মার্কেটিং এ কুশলী হোন 
অনলাইন আয়ের জন্য অফলাইন প্রচার 
ফ্রিল্যান্সিং : গুপ্তধন খুজুন

No comments:

Post a Comment