ভিডিও টিউটোরিয়ালের পক্ষে-বিপক্ষে যত মতই থাকুক, ভিডিও টিউটোরিয়াল জনপ্রিয় এতে সন্দেহ নেই। বিশেষ করে কম্পিউটারের কোন সফটঅয়্যার ব্যবহারের ক্ষেত্রে। মাইক্রোসফট ওয়ার্ডের মত সহজ বিষয়ই হোক আর থ্রিডি এনিমেশনের মত জটিল বিষয়ই হোক, ব্যবহারকারী এতে স্বাচ্ছন্দবোধ করেন।
আপনি নিজে কোন সফটঅয়্যার ব্যবহারের ভিডিও টিউটোরিয়াল তৈরী করতে পারেন। একাজ করার জন্য আপনি যা শেখাতে চান সেকাজটি নিজের কম্পিউটারে করবেন, সাথে বর্ননা করে কথা বলবেন। স্ক্রীনে যা হচ্ছে তারসাথে আপনার কথা যোগ হয়ে রেকর্ড হবে ভিডিও ফাইল হিসেবে।
একাজ করার জন্য প্রয়োজন এমন সফটঅয়্যার যা স্ত্রীনের বকিছু রেকর্ড করতে পারে, আপনার কথা সহ। এধরনের একটি জনপ্রিয় সফটঅয়্যার স্ন্যাগইট। এর ব্যবহার অত্যন্ত সহজ। সফটঅয়্যারটি আকারে ছোট। ইনষ্টলারের সাইজ ৩০ মেগাবাইট।
আপনি যাকিছু ক্যাপচার করতে পারেন তা হচ্ছে;
. ইমেজ : ডিসপ্লেতে যা রয়েছে তার পুরোটা অথবা নির্দিষ্ট অংশ।
. টেক্সট : ডিসপ্লেতে যে টেক্সট রয়েছে, পুরো স্ক্রিন থেকে অথবা ডায়ালগ বক্স থেকে।
. ভিডিও : স্ক্রিনে যা কাজ হচ্ছে সেগুলি। সেভ হবে ভিডিও ফাইল হিসেবে। পুরো স্ক্রিন, নির্দিষ্ট অংশ, স্ক্রলিং উইন্ডো কিংবা একাধিক মনিটর ব্যবহার করলে তাদের সবগুলি ক্যাপচার করা যাবে। রেকর্ড করার সময় বিভিন্ন ইফেক্ট ব্যবহার করা যায়।
. ডস স্ক্রিন ক্যাপচার করা যাবে এর মাধ্যমে।
. ডিরেক্ট এক্স ক্যাপচার ব্যবহার করে থ্রিডি গেম ক্যাপচার করা যাবে।
. রেকর্ড করা যে কোনকিছু সেভ, কপি-পেষ্ট, প্রিন্ট বা ইন্টারনেটে আপলোড করা যাবে।
. রেকর্ড করার পর এডিট করার জন্য এডিটর রয়েছে।
ক্যাপচার সেটিং এবং রেকর্ড
বর্তমানে অনেকেই বড় আকারের হাই রেজ্যুলুশন মনিটর ব্যবহার করেন। এধরনের পুরো স্ক্রীন রেকর্ড করার সময় বিপুল পরিমান তথ্য কের্ড করতে হয়, ফলে শক্তিশালী কম্পিউটারের ব্যবহার করলেও রেকর্ড করার সময় কম্পিউটারে গতি কমে যেতে পারে। সাধারন নিয়ম হচ্ছে, ডিসপ্লে রেজুলুশন কমিয়ে এমনভাবে ব্যবহার করুন যেন রেকর্ড হবে ঠিকমত অথচ সবকিছু ঠিকভাবে বোঝা যাবে। ধরে নেয়া হচ্ছে আপনি সহজে পুরো স্ক্রীন ক্যাপচার করতে চান ভিডিও ফাইল হিসেবে।
. ডিসপ্লে সেটিং ঠিক করে নিন।
. স্ন্যাগইট চালু করুন।
. ক্যাপচার অংশে ফুলস্ক্রিন সিলেক্ট করুন।
. প্রোফাইল সেটিং Input অংশে ইনপুট হিসেবে উইন্ডো সিলেক্ট করুন। সাথে অডিও রেকর্ড করতে চাইলে কিংবা মাউস পয়েন্টার রেকর্ড করতে চাইলে সেগুলিতে টিক চিহ্ন দিন।
. প্রোফাইল সেটিং Output অংশে আউটপুট হিসেবে ড্রপডাউন লিষ্ট থেকে Preview in Editor সিলেক্ট করুন।
. ক্যাপচার অংশে ড্রপডাউন লিষ্ট থেকে ভিডিও সিলেক্ট করুন।
. ক্যাপচার বাটনে ক্লিক করুন (কিবোর্ডে Ctrl+Shift+P)। ভিডিও ক্যাপচার ডায়ালগ বক্স পাওয়া যাবে।
(হট-কি হিসেবে কিবোর্ডের প্রিন্টস্ক্রীন কি ব্যবহার করতে পারেন)।
(হট-কি হিসেবে কিবোর্ডের প্রিন্টস্ক্রীন কি ব্যবহার করতে পারেন)।
. ষ্টার্ট বাটনে ক্লিক করুন। রেকর্ড শুরু হবে।
. ক্যাপচার শেষ করার জন্য (Ctrl+Shift+P) চাপ দিন। রেকর্ড করা ভিডিও এডিটরে ওপেন হবে। সেটিং পরিবর্তন করে সরাসরি ফাইল হিসেবে সেভ করতে পারেন।
প্রিয় বন্ধু, আপনি খুবই সুন্দরভাবে গুছিয়ে রেন্ডারিং সম্বন্ধে লিখেছেন........ কিন্তু ঐ লিঙ্ক কোথায়..........স্নাগিত..........ডাউনলোড না করলে কাজ করবো কিভাবে বন্ধু........শেয়ার করার জন্ন ধন্নবাদ...
ReplyDeleteতাদের ওয়েবসাইটে ট্রায়াল ভার্শন ডাউনলোড করা যায়, মুল ভার্শন কিছু টাকা দিয়ে কিনতে হয়। এই সাইটে পাইরেসি বিষয়ে পরার্ম দেয়া হয়না বলে পাইরেটেড কপি ডাউনলোডের লিংক দেয়া হয়নি। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন পাইরেট বে এর মত সাইটে সব সফটঅয়্যারই ডাউনলোড করা যায়।
ReplyDelete