Sunday, August 7, 2011

ইমেইল মার্কেটিং থেকে আয়ের সময় যে বিষয়ে সাবধান থাকবেন

ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে আয়ের পথগুলির মধ্যে ইমেইল মার্কেটিং একটি জনপ্রিয় পদ্ধতি। আপনি বিভিন্ন ব্যক্তির কাছে ইমেইল পাঠাবেন। সেই মেইলের সাথে থাকবে বিজ্ঞাপন বা এফিলিয়েশন লিংক। সেই লিংকে ক্লিক করলে আপনি অর্থ পাবেন।
যেহেতু বেশি ইমেইল অর্থ বেশি আয়ের সম্ভাবনা সেহেতু এজন্য নানাধরনের পদ্ধতি ব্যবহার করেন অনেকে। বিশেষ করে ইমেইল এড্রেস সংগ্রহের ক্ষেত্রে। এবিষয়ে কিছু শতর্কতা অবলম্বন না করলে একদিকে যেমন লাভ হাতছাড়া হতে পারে অন্যদিকে জেলে যেতেও হতে পারে। বিষয়গুলি জেনে নিন।
.          স্প্যাম মেইল পাঠাবেন না
স্প্যাম হচ্ছে অনাকাংখিত মেইল। আপনি এমন ব্যক্তির কাছে মেইল পাঠালেন যিনি সেই মেইল পেতে পছন্দ করেন না। শুধুমাত্র এমন ইমেইল এড্রেসে মেইল পাঠাবেন যারা সেটা পেতে ইচ্ছুক। বিনামুল্যের নিউজলেটার বা ত্য দিয়ে কোনভাবে অন্যদের আকৃষ্ট করে জিজ্ঞেস করুন তারা মেইল পেতে আগ্রহি কি-না। তাদের ইমেইল ব্যবহার করুন।
.          অপরিচিত কারো কাছে ইমেইল এড্রেস কিনবেন না
ইমেইল এড্রেস বিক্রি করা অনেকের পেশা। এই তালিকায় রয়েছে হ্যাকারদের নাম। আবার এই পেশায় অনেকে রয়েছে যাদের জন্য এই পেশা বৈধ। যেমন ইন্টারনেটে সেবাদানকারী প্রতিস্ঠান অনেকসময় ইমেইল এড্রেস বিক্রি করেন অন্য সেবাদানকারী প্রতিস্ঠানের কাছে। যদি ইমেইল এড্রেস কিনতেই হয় বৈধ প্রতিস্ঠান থেকে কিনুন।
.          কারো ইমেইল এড্রেস অন্যকাজে ব্যবহার করবেন না
আপনি বৈধভাবে কারো কাছে ইমেইল পাঠানোর অনুমতি পেলেন। এই এড্রেস গোপন রাখা, অন্য কারো হাতে না যাওয়া ইত্যাদি দায়িত্ব আপনার।
.          ইমেইল মার্কেটিং এর সাথে জরিত কারো কাছে এড্রেস দেবেন না
অনেক ব্যবসায়ই সহযোগিতার মাধ্যমে ভাল ফল পাওয়া যায়। ইমেইল মার্কেটিং এর সময় একাজ করবেন না। তারা অবৈধ ব্যবহার করলে তার দায় আপনার কাধে আসতে পারে।
ইমেইল মার্কেটিং পদ্ধতিতে আয়ের মুল সুত্র হচ্ছে প্রচার বাড়ানো, অন্যদের আগ্রহি করা। কোন বিশেষ বিষয়ে পরামর্শ, উপদেশ থেকে শুরু করে টিউটোরিয়াল কিংবা নিউজলেটার দেয়ার জন্য ইমেইল ব্যবহার করতে পারেন। এফিলিয়েশন নিতে পারেন বিভিন্ন কোম্পানীর। ইমেইল ম্যানেজমেন্টের জন্য অটোরেসপন্ডার নামে একধরনের সেবা প্রয়োজন হয়। সেখানে ঠিক করা হয় কখন কোন মেইল পাঠানো হবে।
অটোরেসপন্ডার সম্পর্কে লেখা রয়েছে এখানে

No comments:

Post a Comment