Monday, August 1, 2011

ব্লগার ব্লগের ঠিকানা পরিবর্তন

আপনি হয়ত ব্লগারে ব্লগ তৈরী করেছেন। দীর্ঘদিন ধরে উচুমানের আর্টিকেল লিখে এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পদ্ধতি ব্যবহার করে যথেষ্ট সংখ্যক ভিজিটর পেয়েছে। নিজস্ব হোষ্টিং ব্যবহার, অন্য ব্লগিং সফটায়্যার ব্যবহার বা অন্যকোন কারনে আপনার সাইটের ঠিকানা পরিবর্তন করা প্রয়োজন। তখন কি করবেন ?
স্বাভাবিকভাবেই আপনি নতুন ঠিকানা ব্যবহার করলে সার্চ ইঞ্জিনের অন্তর্ভুক্তি, বিভিন্ন যে লিংকগুলি তৈরী হয়েছে সেগুলি কাজ করবে আগের ঠিকানায়। ফল হিসেবে আপনাকে আবার নতুনভাবে লিংক তৈরীর কাজ শুরু করতে হবে। আপনি ইচ্ছে করলে আগের লিংকগুলিকে ব্যবহার করতে পারেন।
এজন্য আপনার ব্লগটি ঠিক রেখে সেখানে এক লাইন কোড যোগ করে দেবেন। যখনই কোন ভিজিটর সেখানে যাবেন তিনি একটি মেসেজ পাবেন, ব্লগটি বর্তমানে অমুক ঠিকানায়, সেখাতে যেতে চান কি না ? ক্লিক করলেই তিনি নতুন ঠিকানায় যাওয়ার সুযোগ পাবেন।
এজন্য যা করবেন;
.          ব্লগারের ড্যাসবোর্ডে যান।
.          ডিজাইন ট্যাবে ক্লিক করুন।
.          এডিট এইচটিএমএল ট্যাবে যান।
.          </head> ট্যাগের মধ্যে (টেম্পলেটের শুরুতে পাবেন) একলাইন কোড যোগ করুন।
<meta http-equiv=”refresh” content=”0;url=http://example.com”/>
আপনার কোডটি দেখতে হবে এমন
<head>
<meta http-equiv=”refresh” content=”0;url=http://example.com”/>
</head>


http://example.com লেখার বদলে আপনার সাইটের নতুন ঠিকানা ব্যবহার করুন।


এধরনের পরিবর্তন করার আগে অবশ্যই  ব্লগের ব্যাকআপ নেবেন। যদি আগের অবস্থায় ফিরতে চান তাহলে সেটা প্রয়োজন হবে।

No comments:

Post a Comment