Tuesday, September 20, 2011

থ্রিডি মডেলিং এর নানা বিষয়

থ্রিডি মডেল তৈরীর সময় আপনি ভারটেক্স, এজ, ফেস, পলিগন ইত্যাদি বেশকিছু শব্দ ব্যবহার করেন। এগুলি ঠিক কি প্রকাশ করে যদি না জানা থাকে তাহলে জেনে নিন।

থ্রিডি মডেল
থ্রিডির জগতে আপনি যাকিছু তৈরী করেন সেটাই মডেল। সেটা একজন মানুষ হতে পারে কিংবা একটি চেয়ার, কোনকিছুর প্যাকেট, আকাশের মেঘ ইত্যাদি যে কোনকিছুই হতে পারে। থ্রিডি মডেলগুলি তৈরী হয় ভার্টিক্স (ভার্টিসেজ), এজ এবং ফেস দিয়ে।


ভারটেক্স (Vertex)
মডেলের সবচেয়ে ছোট অংশ। একে থ্রিডি যায়গার মধ্যে একটি বিন্দু হিসেবে কল্পনা করতে পারেন। এর নির্দিষ্ট অবস্থান (এক্স, ওয়াই এবং জেড এক্সিস)  থাকে। একাধিক ভারটেক্স এর বহুবচন ভার্টিক্স (vertices)

এজ (Edge)
দুটি ভারটেক্সকে সংযুক্ত করা লাইন। এছাড়া দুটি পলিগনকে পৃথক করে যে রেখা তাকেও এজ বলা হয়।

ফেস (Face)
তিনটি ভারটেক্স একসাথে যে ত্রিকোনাকার তল তৈরী করে তার নাম ফেস। ফেসের চারিদিকে তিনটি লাইন (এজ) থাকে।

পলিগন (Polygon)
দুই বা ততোধিক ফেস পাশাপাশি থেকে যে তল তৈরী করে তাকে বলা হয় পলিগন। অন্যকথায় ফেসের সমষ্টি। ফেস যত বেশি পলিগন তত মসৃন। থ্রিডি গেমে সহজে ব্যবহারের জন্য খুব মসৃন ক্যারেকটার তৈরী করা হয় না, এদেরকে বলে লো-পলিগনঅ অন্যদিকে মুভিতে খুব উচুমানের মসৃন মডেলের জন্য বেশি ফেস ব্যবহার করা হয়। ফেস যত বেশি সেটা ব্যবহারে তত শক্তিশালী কম্পিউটার প্রয়োজন হয়।

পলিগন মেস (Polygon mesh)
থ্রিডি মডেল শুধুমাত্র সমতল ব্যবহার করে না, বরং নানাধরনের পলিগন ব্যবহার করা হয়। যেমন ক্যারেকটারের মুখ তৈরীর সময় এমনভাবে পলিগন ব্যবহার করা হয় যা দেখে মনে হয় জালের মত। একে বলা হয় পলিগন মেস।

No comments:

Post a Comment