Tuesday, September 20, 2011

ফটোশপে থ্রিডি : টুডি ইমেজ থেকে থ্রিডি

থ্রিডি স্পেসের সাধারন বৈশিষ্ট হচ্ছে সেখানে তিনটি এক্সিস থাকে এক্স, ওয়াই এবং জেড। আপনি একটি টুডি লেয়ারকে পারস্পেকটিভ ট্রান্সফরম করে থ্রিডি ইফেক্ট দেখাতে পারেন। অথবা ফটোশপের থ্রিডি ফিচার ব্যবহার করে তাকে পুরোপুরি থ্রিডি লেয়ারে পরিনত করতে পারেন। থ্রিডি পরিনত করার পর তাকে যে কোন এক্সিসে রোটেট করা, সামনে-পেছনে, ডানে-বামে সরানো সম্ভব।
কোন টুডি ইমেজকে থ্রিডি অবজেক্টে পরিনত করলে সেই ইমেজটি টেক্সচার হিসেবে কাজ করবে। অন্যকথায় থ্রিডি কাগজের গায়ে ছবিটি প্রিন্ট করা মনে হবে।
.          কোন ছবিকে থ্রিডি কাগজে (পোষ্টকার্ড) পরিনত করার জন্য তাকে ওপেন করুন।
.          লেয়ারটি সিলেক্ট করুন এবং মেনু থেকে 3D – New 3D Postcard from layer কমান্ড দিন।
.          অবজেক্ট রোটেট অথবা ক্যামেরা রোটেট টুল সিলেক্ট করুন এবং লেয়ারটি রোটেট করুন।

অন্যান্য থ্রিডি মডেলিং সফটঅয়্যারের মত ফটোশপে থ্রিডি সেপ তৈরীর জন্য কোন, কিউব, সিলিন্ডার, স্ফেয়ার ইত্যাদি ছাড়াও হ্যাট, সোডাক্যান ইত্যাদি সেপ দেয়া আছে। আপনি যদি কোকাকোলার ছবি আটা কোকাকোলা ক্যান তৈরী করতে চান সেটাও করতে পারেন সরাসরি। উদাহরনের ছবিতে একটি লেবেলের ছবি থেকে এধরনের ক্যান তৈরী করা হয়েছে।
এজন্য যা করবেন;
.          ছবিটি একটি লেয়ারে রাখুন।
.          লেয়ারটি সিলেক্ট করুন।
.          মেনু থেকে 3D – New Shape from Layer – Soda Can কমান্ড দিন।

তৈরী হওয়া অবজেক্টকে থ্রিডি স্পেসে রোটেট, স্কেল, মুভ ইত্যাদি করা যাবে।

No comments:

Post a Comment