Monday, September 19, 2011

ফ্রিল্যান্সিং এর সাধারন কিছু ভুল এড়িয়ে চলুন

হঠাত করেই কেউ ফ্রিল্যান্সার হয়। অন্যভাবে বললে, অভিজ্ঞতা ছাড়া। স্বাভাবিকভাবেই সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং প্রায় সবাইকেই কোনভাবে তার মাশুল দিতে হয়। যারা দির্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং কাজ করছেন তারা যে ভুলগুলি করেছেন সেখান থেকে শিখে আপনি সাবধান থাকতে পারেন।
এধরনের কিছু বিষয় তুলে ধরা হচ্ছে এখানে।
.          সঠিক ক্লায়েন্ট বেছে নিন
কোন কোম্পানী বা ব্যক্তির কাজ করার সময় তার সম্পর্কে যতটা সম্ভব জেনে নিন। বিশেষ করে দীর্ঘকালীন কাজ নিয়মিতভাবে করার জন্য। একথা ঠিক আপনার জানার সুযোগ কম। র্দীকালিন কাজ হলে দুএকবার কাজ করে তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করুন, পেমেন্ট বিষয়ে কোন সমস্যা আছে কিনা নিশ্চিত হোন। যদি শুরুতেই সমস্যা পান জানবেন সেটা ক্রমশ বাড়তে থাকবে। সেক্ষেত্রে অন্য ক্লায়েন্ট খোজ করুন।
.          আগেই প্রাপ্য ঠিক করে নিন
অধিকাংশ ফ্রিল্যান্সারের ক্ষেত্রে শুরুতে এই সমস্যা দেখা দেয়। আগে পেমেন্ট নির্দিস্ট করে নেন না। বিষয়টা জরুরী। আপনি একধরনের আশা করছেন, ক্লারেয়ন্ট আরেক ধরনের আশা করছেন, একসময় সঘর্ষ অনিবার্য।
.          সামর্থের মধ্যে কাজ নিন
ফ্রিল্যান্সারের কাছে বেশি কাজ মানেই বেশি আয়। কখনো এত পরিমান কাজ হাতে নেবেন না যারফলে কোনটি সময়মত দেয়ার সমস্যা হতে পারে কিংবা কাজের মানে প্রভাব পড়ে। বরং উচু মানে অল্প কাজ করে বেশি আয়ের চেষ্টা করুন।
.          নিজের প্রচার করুন
ফ্রিল্যান্সারকে নিজের প্রচার নিজেকেই করতে হয়। যেখানে সুযোগ পাবেন সেখানেই প্রচারের চেষ্টা করুন। নিজের ব্লগে, অন্যের ব্লগে, ইমেইলের মাধ্যমে। শংকোচ আপনাকে কোনভাবেই সহযোগিতা করছে না।
.          নিজের কাজে যায়গা ঠিক করে নিন
কাজের জন্য নির্দিষ্ট যায়গা ঠিক করে নিন। একদিন এখানে আরেকদিন ওখানে এভাবে কাজ করলে কাজে তার প্রভাব পরে। ফ্রিল্যান্সারের সুবিধে হচ্ছে নিজের বাড়িতেই কাজ করা সম্ভব। কাজের জন্য যায়গা ঠিক করে তাকে অন্য সবকিছু থেকে পৃথক করার চেষ্টা করুন। অন্তত কাজের সময় নিজেকে এবং পরিবারের অন্যদের বলে দিন সেটা আসলে অফিস। কাজের সময় বিরক্ত করা যাবে না।
ফ্রিল্যান্সিং এমন পেশা যেখানে সম্ভাবনা অফুরন্ত। সেখানে দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি। আগে থেকে নিজের কাজের পরিধি, ধরন, লক্ষ্য ইত্যাদি ঠিক করে নিন। প্রয়োজনে নিয়মগুলি লিখে রাখুন এবং মাঝেমাঝে দেখে নিন।
আপনার অভিজ্ঞতার কথা জানাতে পারেন অন্যদের।

ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়

No comments:

Post a Comment