Sunday, October 2, 2011

গুগল যে কারনে এডসেন্স বাতিল করতে পারে

ব্লগারদের কাছে সবচেয়ে লোভনীয় আয়ের বিষয় গুগল এডসেন্স বিজ্ঞাপন। তাদের কাছে নাম লেখাবেন, তাদের কোড নিজের সাইটে যোগ করবেন। আপনার কাজ এটুকুই। আপনার সাইটের বিষয়ের সাথে মিল রেখে বিজ্ঞাপন দেখা যাবে ব্লগে।  সেখানে ভিজিটর ক্লিক করলে আপনার একাউন্টে টাকা জমা হবে।
বিষয়টি একেবারে সহজ এমন না। আপনাকে প্রথমে এডসেন্স এর জন্য আবেদন করতে হবে, সেখানে অনুমোদনের বিষয় রয়েছে। সাধারন নিয়ম হচ্ছে আপনার সাইটে সত্যিকারের উপকারী বিষয় থাকতে হবে, পর্নোগ্রাফি বা আপত্তিকর কিছু থাকতে পারবে না ইত্যাদি ইত্যাদি। বাংলা ব্লগারদের জন্য অতিরিক্ত সমস্যা হচ্ছে বাংলা ব্লগে এডসেন্স ব্যবহার করা যায় না। এডসেন্স ব্যবহারের নিয়ম নিয়ে অনেকগুলি পোষ্ট দেয়া আছে এই সাইটে।
আপনাকে এডসেন্স ব্যবহারের অনুমতি দেয়ার পরও কিছু কারনে সেটা বাতিল করা হতে পারে। যদি এডসেন্স ব্যবহার করেন তাহলে এই বিষয়গুলি সম্পর্কে সাবধান থাকুন।
.          একাধিক এডসেন্স একাউন্টের জন্য (একাধিক সাইটে) আবেদন করবেন না। গুগল জানলে সবগুলি একাউন্ট বাতিল করে দেবে। যদি নিতান্তই করতে চান এমনভাবে দুজনের নাম-পরিচয় ব্যবহার করুন যেন কোনভাবেই দুটি এক না হয়।
.          এডসেন্সে বিজ্ঞাপনের গা ঘেসে অন্য বিজ্ঞাপন, ছবি ইত্যাদি ব্যবহার করবেন না। একই ধরনের কোন বক্তব্যও রাখবেন না।
.          আপত্তিকর কোনকিছু (পর্নোগ্রাফি, পাইরেটেড কিছু) রাখবেন না।
.          যেখানে এডসেন্স বিজ্ঞাপন থাকবে সেখানে অবশ্যই ভিজিটরের কাজে লাগে এমত তথ্য থাকতে হবে। কোন ফরম বা এধরনের পেজে বিজ্ঞাপন যোগ করবেন না।
.          ভিজিটর উপকৃত হন এমন বিষয় রাখুন। শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য পেজ ব্যবহার করলে সেটা বাতিল করা হতে পারে।
.          যে কোন সাইটের সাথে লিংক আদান-প্রদান করবেন না। যে সাইটের সাথে লিংক আদান-প্রদান করবেন (আপনার লিংক অন্য সাইটে রাখা বা অন্য সাইটের লিংক আপনার সাইটে রাখা) তাদের একজনের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিলে সেটা আরেকজনের জন্যও নেয়া হয়।
.          এডসেন্স ব্যবহারের জন্য গুগলের বেশকিছু নিয়ম মেনে চলতে হয়। এই সাইটে নিয়মগুলি দেয়া আছে বেশ কয়েকটি পোষ্টে। সেগুলি ভালভাবে পড়ে নিন এবং মেনে চলুন।
.          মাঝেমাঝে গুগলের সাইট থেকে নিয়মগুলি (টার্মস এন্ড কন্ডিশন) পড়ে নিন। প্রায়ই এতে পরিবর্তণ আনা হয়।

সাধারনভাবে এডসেন্স থেকে ভাল ফল পাওয়ার নিয়ম হচ্ছে;
ভাল একটি বিষয় বেছে নিন, সত্যিকারের প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে সাইট তৈরী করুন, নিয়মিত সেটা আপডেট করুন, বেশি ভিজিটর যেন যথেষ্ট সময় সাইটে কাটান সেটা নিশ্চিত করুন। সাথেসাথে ফল আশা করবেন না। ধৈর্য্য ধরে কয়েক মাস কাজ করে যান, একসময় সাফল্য পাবেন।
যদি এডসেন্স ব্যবহারের সুযোগ না পান তাহলে একই ধরনের বিজ্ঞাপন নেটওয়ার্ক চিতিকা ব্যবহারের চেষ্টা করুন। কিংবা এফিলিয়েশন নিয়ে অন্যদের বিজ্ঞাপন রাখুন। এডসেন্স ব্যবহারের সুযোগ দেয়া না দেয়া গুগলের সিদ্ধান্ত। নানারকম কারনে তাতে সমস্যা গতে পারে। এজন্য বিকল্প ব্যবস্থার দিকেও দৃষ্টি রাখুন।

No comments:

Post a Comment