Sunday, October 2, 2011

ভিডিও এডিটিং টিউটোরিয়াল : এডবি প্রিমিয়ারে ভিডিও ক্লিপকে বিপরীত প্লে করা

কোন ভিডিও ক্লিপকে যদি রিভার্স প্লে বা বিপরীত দিকে ব্যবহার করা প্রয়োজন হয় প্রিমিয়ারে খুব সহজে সেকাজ করতে পারেন। অর্থাত বোতল থেকে পানি নিচে পড়ার বদলে নিচ থেকে পানি উঠে বোতলে ঢুকল। এমন ভিডিও নিশ্চয়ই দেখেছেন।
প্রিমিয়ারে একটি ক্লিপকে বিপরীতভাবে টাইমলাইনে যেমন ব্যবহার করতে পারেন তেমনি ক্লিপের নির্দিষ্ট অংশকে বিপরীত দিকে ব্যবহার করতে পারেন।
পুরো ভিডিও ক্লিপকে বিপরীত দিক থেকে প্লে করার কাজটি খুব সহজ।
.          ভিডিও ক্লিপটি টাইমলাইনে আনুন।
.          ক্লিপের ওপর রাইট-ক্লিক করে Clip Speed/Duration সিলেক্ট করুন।
.          ডায়ালগ বক্সে Reverse Speed টিক চিহ্ন দিন।

সবসময় পুরো ক্লিপকে বিপরীত থেকে প্লে করা হয়ত আপনার প্রয়োজন না। বরং ক্লিপের বিশেষ অংশ বিপরীত দিক থেকে প্লে করতে চান। টাইম রিম্যাপিং ব্যবহার করে আপনি একাজ করতে পারেন। এজন্য যা করবেন;
.          ক্লিপটি টাইপলাইনে আনুন।
.          ক্লিপের হলুদ রাবারব্যান্ডের ওপর রাইটক্লিক করে Time Remapping – Speed সিলেক্ট করুন।
.          যেখান থেকে বিপরীত দিকে প্লে করতে চান সেখানে Ctrl+Click করে কিফ্রেম তৈরী করুন।
.          কিফ্রেম তৈরীর পর Ctrl চেপে ধরে কিফ্রেমকে ডানদিকে সরিয়ে নিন। এর অর্থ আপনি এখান থেকে ক্লিপটি বিপরীত দিকে প্লে করতে চান। কিফ্রেমটি সরানোর সাথেসাথে প্রোগ্রাম মনিটরে (প্রিভিউ) তে দেখা যাবে ঠিক কতদুর পর্যন্ত আপনি বিপরীত দিকে প্লে করতে চান।
ভিডিওটি প্লে করে দেখুন।

লক্ষনীয় টাইম রিম্যাপিং ব্যবহার করলে ক্লিপের দৈর্ঘ্য বেড়ে যায় ফলে আগের অডিওর সাথে মিল থাকে না। অডিও মিল করার কাজটি পৃথকভাবে করে নিতে হয়।

1 comment:

  1. Hello sir ami Rabi India theke ami ekti video er pariculler area "blur" korte chai (jemon ekti video er modhhe shudhu manusher mukhti blur korte hole) kibhabe korbo ?

    ReplyDelete