সারা বিশ্বেরই ফ্রিল্যান্সিং এর জন্য ফ্রিল্যান্সার এবং ওডেস্ক বেশি পরিচিত। তাদের কাছে সবসময় এত কাজ থাকে যে অন্য সাইট খোজ করা প্রয়োজন বোধ করেন না অনেকেই। বাংলাদেশের বাস্তবতা কিছুটা ভিন্ন। শুধুমাত্র কাজ নিয়ে ব্যস্থ থাকলে চলে না, অনেক উটকো বিষয় নিয়েও মাথা ঘামাতে হয়। তেমনই একটি বিষয় টাকা হাতে পাওয়া। সবচেয়ে বেশি প্রচলিত পেপল ব্যবহারের সুযোগ নেই। ফলে অনেকেই খোজ করেন আরো সহজ কোন পদ্ধতিতে টাকা পাওয়া যায় কি-না। সেক্ষেত্রে আপনার সমাধান হতে পারে গুরু নামের ফ্রিল্যান্সিং সাইট।
অন্যদের থেকে প্রধান সুবিধে যেহেতু টাকা হাতে পাওয়া সেহেতু সেই বিষয়টি আগে দেখা যাক। অন্যান্য সব পদ্ধতির সাথে চেক দেয়ার ব্যবস্থা আছে তাদের। আপনার যা পাওনা সেটা আপনার নামে চেক লিখে পাঠানো হবে, আপনি ব্যাংকে জমা দিয়ে টাকা উঠাবেন। উল্লেখ করা যেতে পারে গুগল তাদের এডসেন্স বিজ্ঞাপন নেটওয়ার্কের জন্য টাকা দেয় এভাবে।
আমেরিকার বাইরে চেক হাতে পেতে সর্বোচ্চ ৩ সপ্তাহ সময় লাগতে পারে। প্রতি চেকের জন্য ৩ ডলার কেটে নেয়া হয়। চেক হারিয়ে গেলে নতুনভাবে লেখার জন্য ৩০ ডলার নেয়া হয়। চেক এবং অয়্যার ট্রান্সফারের জন্য ফি দিতে হলেও অন্যান্য পদ্ধতির জন্য কোন ফি নেই।
কাজের অন্যান্য পদ্ধতি অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটের মত। তাদের কাছে নাম-ঠিকানা তথ্য দিয়ে সদস্য হবেন, প্রোফাইলে আপনার পরিচিতি তুলে ধরবেন, কাজের জন্য বিড করবেন।
গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং সব ধরনের যথেস্ট পরিমান কাজ রয়েছে তাদের সাইটে।
তাদের ঠিকানা : www.guru.com
ইন্টারনেট থেকে টাকা আয়ের আরো কিছু তথ্য আপনি এখান থেকে পেতে পারবেন:
ReplyDeletewww.allsforu.blogspot.com
Excellent
ReplyDeleteEarn from online using following link http://www.AWSurveys.com?R=sri_ind
ReplyDelete