Thursday, December 22, 2011

ফ্রিল্যান্সিং সাইট স্ক্রিপ্টল্যান্স কেন ব্যবহার করবেন

ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার সময় আপনি সুবিধেমত সাইট খুজবেন এটাই স্বাভাবিক। কোন সাইটের একদিকে সুবিধে পেলে অন্যদিকে সমস্যা দেখা যায়। কোথাও কাজ কম, কোথাও প্রতিযোগিতা বেশি, কোথাও নতুন হিসেবে কাজ পাওয়া কষ্টকর কোথাও বা অর্থ লেনদেনের পদ্ধতি জটিল। সবকিছুর বিচারে স্ক্রিপ্টল্যান্স আপনার পছন্দের সাইট হতে পারে।
স্ক্রিপ্টল্যান্স কাজ করছে ২০০১ সাল থেকে। প্রতিদিন এখানে শতাধিক নতুন কাজ জমা হয়। আপনি প্রোগ্রামার, গ্রাফিক ডিজাইনার, ওয়েবডিজাইনার যাই হোন না কেন, এখানে পছন্দমত কাজ পাবেন। এছাড়া নতুনদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
স্ক্রিপ্টল্যান্স এর বিশেষ সুবিধে হচ্ছে এরা ক্রেডিট কার্ড, পেপল এর পাশাপাশি মানিবুকারস ব্যবহার করে যা বাংলাদেশ থেকে ব্যবহার করা যায়। এছাড়া ইচ্ছে করলে ব্যাংক চেকও নিতে পারেন (ডাক অথবা কুরিয়ার মাধ্যমে)। উল্লেখ করা যেতে পারে জনপ্রিয় ফ্রিল্যান্স সাইট ওডেস্কে মানিবুকারন বা ব্যাংক চেক ব্যবহার করা যায় না।
অন্যান্য ফ্রিল্যান্স সাইটের মত এখানেও সদস্য হওয়ার কোন খরচ নেই। বরং সদস্য হলে সাথেসাথে আপনি ১ ডলার পাবেন। কাজ করার পর প্রতি কাজের জন্য আপনার কাছে ৫ ডলার ফি নেবে (অথবা কাজের মুল্যের ৫ ভাগ, যেটা বেশি হয়)। এই ফি দেয়ার জন্য ৩০ দিন সময় পাবেন, ফলে কাজ করে সেই টাকায় ফি দিতে পারেন।

এফিলিয়েট থেকে আয়
আপনি নিজে কাজ করে যেমন আয় করতে পারেন তেমনি তাদের প্রচারে সহায়তা করেও আয় করতে পারেন। এই আয়ও খুব কম না। আপনার মাধ্যমে যিনি সদস্য হবেন তিনি কাজের জন্য যে ফি দেবেন তার ১০% আপনাকে দেয়া হবে। এমনকি আপনার মাধ্যমে কেউ যদি এফিলিয়েট হয় তাহলে তার আয়ের ভাগও পাবেন। আপনার প্রচার থেকে কেউ যদি তাদের কাছে কাজ জমা দেন তাহলে আপনি তার ফি থেকে ৪০ শতাংশ পাবেন। কাজেই শুধুমাত্র এফিলিয়েশন থেকেও ভাল আয় করা সম্ভব।

সদস্য হওয়া খুবই সহজ। তাদের সাইটে গিয়ে সাইন-আপ ক্লিক করুন এবং আপনার ইমেইল এড্রস দিন। আপনার ইমেইল ভেরিফাই করা হবে। এরপর যে লগিন নেম, পাশওয়ার্ড ব্যবহার করতে চান এবং সেইসাথে আপনার নাম-ঠিকানা ইত্যাদি তথ্য দিন।

সদস্য হবেন এখান থেকে : http://www.scriptlance.com/?ref=koel

No comments:

Post a Comment