ইলাষ্ট্রেটরে একটি ফুল আকার জন্য আপনি একটি একটি করে পাপড়ি আকতে পারেন আবার একটি পাপড়ি একে তাকে কপি করে বাকিগুলি বানাতে পারেন। ইলাষ্ট্রেটরে সেপ ড্রইং না বলে সেপ বিল্ডিং শব্দ ব্যবহার করা হয় কারন খুব ছোট একটি অংশ তৈরী করে তাকে ব্যবহার করেই বড় কিছু বানাতে পারেন। রিপিট এধরনের একটি ব্যবস্থা যেখানে কপি করার পাশাপাশি তাকে নির্দিষ্টভাবে সাজানো সম্ভব হয়। এর সুবিধে হচ্ছে একেবারে নিখুতভাবে যায়গামত বসানো যায় খুব সহজে।
একটি পাপড়ি থেকে ফুল তৈরীর উদাহরন দেখা যাক। আপনি পাপড়িগুলিকে নিখুতভাবে বৃত্তাকারে সাজাতে চান। মাউস ব্যবহার করে আপনি একেবারে নিখুত হতে পারেন না, রিপিট কমান্ড ব্যবহার করে নিখুত, সহজ এবং দ্রুত সব সুবিধেই পেতে পারেন।
উদাহরনে একটি সেপকে ৬টি কপি করে বৃত্তের মত সাজানো দেখানো হচ্ছে।
. সেপটি তৈরী করে নিন। সিলেক্ট করুন।
. রোটেট টুল সিলেক্ট করুন (কিবোর্ডে R) সেপের একটি এ্যাংকর পয়েন্ট দেখতে পাবেন যাকে কেন্দ্র করে সেপটি ঘুরবে। এই এ্যাংকর পয়েন্টকে যে কাল্পনিক বৃত্তের চারিদিকে সেপকে রাখতে চান তার কেন্দ্রে নিয়ে যান। রোটেট টুল সিলেক্ট করার পর যেখানে ক্লিক করবেন সেখানেই একে পাওয়া যাবে, তবে ড্রাগ করবেন না।
. কিবোর্ডে ALT চেপে ধরে ক্লিক করুন। রোটেট ডায়ালগ বক্স পাওয়া যাবে।
. যেহেতু ৬টি কপি ব্যবহার করা হবে সেহেতু কোন হিসেবে ৬০ টাইপ করুন। হিসেব হচ্ছে, ৩৬০ ডিগ্রীতে পুরো একটি বৃত্ত হয়। তার ৬ ভাগের ১ ভাগ ৬০ ডিগ্রী।
. OK বাটনের বদলে Copy বাটনে ক্লিক করুন। সেপের একটি কপি তৈরী হবে এবং সেটা ৬০ ডিগ্রী কৌনিক অবস্থানে পাওয়া যাবে।
. এই কাজটি রিপিট করার জন্য Transform Again কমান্ড দিন (মেনু থেকে Object – Transform – Transform Again অথবা কিবোর্ডে Ctrl + D
. প্রতিবার রিপিট করার জন্য একটি করে নতুন সেপ তৈরী হবে এবং ৬০ ডিগ্রী করে সরে একসময় পুরো বৃত্ত তৈরী করবে।
এখানে ট্রান্সফরম কমান্ডের জন্য রিপিট ব্যবহার করা হয়েছে। লক্ষ্য করেছেন নিশ্চয়ই বিষয়টি আসলে যে ট্রান্সফরম করা হয়েছে সেটারই পুনরাবৃত্তি। ঘুরানোর বদলে পাশের দিকে কপি করা বা বড়-ছোট করা ইত্যাদি যে কোন ট্রান্সফরম কাজকেই এই কমান্ডের মাধ্যমে বারবার ব্যবহার করা যাবে।
No comments:
Post a Comment