কোন ফ্রিল্যান্সিং সাইট থেকে গ্রাফিক ডিজাইন বা অন্য কোন কাজ পাওয়ার সাধারন নিয়ম বিড করা। কাজের বর্ননা দেখে আপনি নিজের যোগ্যতা তুলে ধরবেন এবং কত টাকায় করতে চান জানাবেন। টাকার বিষয়ে হয়ত আপনি ছাড় দিতে পারেন কিন্তু নিজেকে যোগ্য হিসেবে প্রকাশ করা নতুন ফ্রিল্যান্সারের জন্য খুবই কঠিন। যার নামের পামের পাশে অনেকগুলি কাজের অভিজ্ঞতা জমা রয়েছে তিনি অগ্রাধিকার পাবেন এটাই স্বাভাবিক।
প্রতিযোগিতা সে তুলনায় নতুনদের জন্য ভাল ব্যবস্থা। এখানে ক্লায়েন্টের অনুমতির জন্য অপেক্ষা করতে হয় না। বর্ননা দেখে কাজ করে নমুনা পাঠিয়ে দিন। সবাইকে সমানভাবে দেখা হবে এবং যার কাজ ভাল তার কাজ গ্রহন করা হবে। কাজ করার সময় অন্যদের কাজের নমুনা দেখার সুযোগ থাকে, ক্লায়েন্ট নানারকম পরিবর্তনের দিক নির্দেশনা দেন। কাজেই আপনি যদি সত্যিকারের কাজে দক্ষ হন তাহলে অভিজ্ঞতার সমস্যা কাটিয়ে ওঠা যায় খুব সহজে।
ফ্রিল্যান্সার সাইটে প্রতিযোগিতার মাধ্যমে লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ইত্যাদি যোগ করা হয়েছে কয়েকমাস আগে। আরেক ফ্রিল্যান্সিং সাইট স্ক্রিপ্টল্যান্স এই ব্যবস্থা আনতে যাচ্ছে। আপাতত পরীক্ষামুলকভাবে তাদের সাইটের মাসকট (প্রতিক) তৈরীর একটি প্রতিযোগিতা আহ্বান করা হয়েছে যার পুরস্কার ৫০০ ডলার।
তাদের মাসকটের গাইডলাইনে বলা হয়েছে সেটা কোন প্রানীর কার্টুন চরিত্র হতে হবে (ফ্রিল্যান্সারে হামিংবার্ড ব্যবহার করা হয়)। তার বৈশিষ্ট হবে গতিশীল, বন্ধুসুলভ, গতিসম্পন্ন, সহজলভ্য, সৃষ্টিশীল, আগ্রহি, পেশাদার ইত্যাদি। স্বাভাবিকভাবেই একজন ফ্রিল্যান্সারের বৈশিষ্ট।
সেখানে প্রানী হিসেবে হেজহগ উল্লেখ করা হয়েছে, নমুনা ছবি দেয়া হয়েছে। তবে নির্দিষ্টভাবে এই প্রানীই হতে হবে এমন কথা নেই, আপনি অন্য কোন প্রানীকে উপস্থাপন করতে পারেন। যেমন নমুনা হিসেবে ফায়ারফক্সের শেয়ালের এবং একটি অক্টোপাসের ছবিও দেয়া হয়েছে। এখানে ইতিমধ্যে জমা দেয়া একটি ডিজাইন দেখানো হল।
পুরস্কার হিসেবে ৫০০ ডলার ছাড়াও একটি ব্লগপোষ্ট লেখা হবে। ফ্রিল্যান্সারের পরিচিতির জন্য যা বিশাল সম্পদ। কাজেই যদি গ্রাফিক ডাজাইনার হন তাহলে অংশ নিতে পারেন এতে। অংশ নেয়ার সময় ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত।
অংশ নেয়ার জন্য আপনাকে অবশ্যই তাদের সদস্য হতে হবে। যেকোন সময় বিনামুল্যে সদস্য হতে পারেন। তাদের ঠিকানা :
No comments:
Post a Comment