ফ্রিল্যান্সিং কাজ সম্পর্কে কয়েকশত আর্টিকেল দেয়া হয়েছে বাংলা-টিউটর সাইটে। কিভাবে পরিকল্পনা করতে হবে, কাজ কিভাবে শুরু করতে হবে, কোথায় সদস্য হতে হবে, কিভাবে টাকা পেতে হবে, কিভাবে বিড করতে হবে, কাজের দক্ষতা কিভাবে বাড়াতে হবে সবকিছু নিয়েই লেখা হয়েছে। আশ্চর্য্যজনকভাবে অনেকে প্রশ্ন করেন, আমি ইন্টারনেটে টাকা আয় করতে চাই, কিভাবে করব ?
এর উত্তরে মনে হওয়া স্বাভাবিক এই লেখাগুলো বৃথাই লেখা হয়েছে। যে তথ্য এখানে দেয়া হয়েছে সেগুলি সংগ্রহ করা, বিশ্লেষন করা, অভিজ্ঞতার এবং বাংলাদেশের বাস্তবতার সাথে মিল রাখা কাজটি খুব সহজ না নিশ্চয়ই। বরং উত্তরটা এমন হতে পারে, যদি এটুকু পড়ার আগ্রহ না থাকে তাহলে ইন্টারনেটে আয় আপনার জন্য না। কেউ আপনাকে টাকা দেয়ার জন্য বসে নেই। টাকা পাওয়ার বিনিময়ে কিছু দিতে হয়। ইন্টারনেটের ক্ষেত্রে সেটা মেধা, শ্রম, দক্ষতা, সময় ইত্যাদি।
অন্য লেখাগুলি না পড়ে একেবারে এককথায় যদি ধারনা পেতে চান ইন্টারনেটে আয় কিভাবে শুরু করা যাবে, কি কাজ করা সম্ভব, কিভাবে সেটা করা যায়, সেটা উল্লেখ করা হচ্ছে এখানে। এরপর সিদ্ধান্ত নিতে পারেন বাকিগুলি পড়া প্রয়োজন আছে কি-না।
. কাজ না করে আয় করতে চাই
একেবারে কিছু না করে আয় করা যায় না। ইন্টারনেট ব্যবহার করাও একটা কাজ। একে যদি কাজ মনে না করেন তাহলে ক্লিক করা নিশ্চয়ই কাজ না। এটা আয়ের সবচেয়ে সহজ পথ। Clixsense এর মত সাইটের সদস্য হোন, তাদের সাইটে গিয়ে বিজ্ঞাপনের লিংকে ক্লিক করুন। টাকা পাওয়ার জন্য এলার্ট-পে এর একাউন্ট খুলুন।
এই পদ্ধতির সমস্যা হচ্ছে বিনামুল্যের সদস্য হলে মাসে বড়জোর ৫ ডলার আয় করতে পারেন। টাকা দিয়ে সদস্য হলে আয় বেশি। আর যদি পরিশ্রম করতে পারেন তাহলে রেফারেল ক্লিক থেকে আয় করতে পারেন কয়েকগুন বেশি। তাদের সাইটে সার্ভে এর মত কাজও যোগ করা হয়েছে, আগামীতে আরো ব্যবস্থা আনা হবে।
মোটকথা, যদি এই মুহুর্তেই আয় দেখতে চান (যত কমই হোক) তাহলে পিটিসি সাইট দিয়ে শুরু করতে পারেন। এমনকি অন্য কাজের সাথে এটা করলেও ক্ষতি নেই।
একেবারে কিছু না করে আয় করা যায় না। ইন্টারনেট ব্যবহার করাও একটা কাজ। একে যদি কাজ মনে না করেন তাহলে ক্লিক করা নিশ্চয়ই কাজ না। এটা আয়ের সবচেয়ে সহজ পথ। Clixsense এর মত সাইটের সদস্য হোন, তাদের সাইটে গিয়ে বিজ্ঞাপনের লিংকে ক্লিক করুন। টাকা পাওয়ার জন্য এলার্ট-পে এর একাউন্ট খুলুন।
এই পদ্ধতির সমস্যা হচ্ছে বিনামুল্যের সদস্য হলে মাসে বড়জোর ৫ ডলার আয় করতে পারেন। টাকা দিয়ে সদস্য হলে আয় বেশি। আর যদি পরিশ্রম করতে পারেন তাহলে রেফারেল ক্লিক থেকে আয় করতে পারেন কয়েকগুন বেশি। তাদের সাইটে সার্ভে এর মত কাজও যোগ করা হয়েছে, আগামীতে আরো ব্যবস্থা আনা হবে।
মোটকথা, যদি এই মুহুর্তেই আয় দেখতে চান (যত কমই হোক) তাহলে পিটিসি সাইট দিয়ে শুরু করতে পারেন। এমনকি অন্য কাজের সাথে এটা করলেও ক্ষতি নেই।
. সহজ কাজ করতে চাই
যে কোন কাজের জন্যই কিছু দক্ষতা প্রয়োজন। টাইপ করা (ডাটা এন্ট্রি) এমনই কাজ যা যেকারো পক্ষে করা সম্ভব। অবশ্য ধরে নেবেন না কাজটি খুব সহজ। এজন্য ইংরেজি জানতে হয়, নির্ভুল এবং দ্রুতগতির টাইপের দক্ষতা অর্জন করতে হয়। সহজ এই অর্থে যে আপনাকে গ্রাফিক ডিজাইনের মত তুলনামুলক জটিল কাজ শিখতে হচ্ছে না কিংবা প্রোগ্রামিং এর কোড শিখতে হচ্ছে না।
এধরনের কাজ করার আগে নিজের যোগ্যতা যাচাই করুন। সামনে একটি ইংরেজি কাগজ রেখে দেখে দেখে টাইপ করুন। হিসেব করে দেখুন সেখানে ভুলের পরিমান কতটা, কত দ্রুত টাইপ করতে পারেন। ক্লায়েন্টের কাজে কোন ভুল থাকা চলবে না। আর যত দ্রুত টাইপ করবেন তত বেশি আয় করতে পারবেন।
পরবর্তী পদক্ষেপ, কোন ফ্রিল্যান্সিং সাইট (ফ্রিল্যান্সার, স্ক্রিপ্টল্যান্স, কিংবা ওডেস্ক) এর সদস্য হোন। সেখানে কাজের লিষ্ট দেখে আবেদন করতে শুরু করুন। এবিষয়ে অনেকগুলি লেখা রয়েছে এই সাইটে।
যে কোন কাজের জন্যই কিছু দক্ষতা প্রয়োজন। টাইপ করা (ডাটা এন্ট্রি) এমনই কাজ যা যেকারো পক্ষে করা সম্ভব। অবশ্য ধরে নেবেন না কাজটি খুব সহজ। এজন্য ইংরেজি জানতে হয়, নির্ভুল এবং দ্রুতগতির টাইপের দক্ষতা অর্জন করতে হয়। সহজ এই অর্থে যে আপনাকে গ্রাফিক ডিজাইনের মত তুলনামুলক জটিল কাজ শিখতে হচ্ছে না কিংবা প্রোগ্রামিং এর কোড শিখতে হচ্ছে না।
এধরনের কাজ করার আগে নিজের যোগ্যতা যাচাই করুন। সামনে একটি ইংরেজি কাগজ রেখে দেখে দেখে টাইপ করুন। হিসেব করে দেখুন সেখানে ভুলের পরিমান কতটা, কত দ্রুত টাইপ করতে পারেন। ক্লায়েন্টের কাজে কোন ভুল থাকা চলবে না। আর যত দ্রুত টাইপ করবেন তত বেশি আয় করতে পারবেন।
পরবর্তী পদক্ষেপ, কোন ফ্রিল্যান্সিং সাইট (ফ্রিল্যান্সার, স্ক্রিপ্টল্যান্স, কিংবা ওডেস্ক) এর সদস্য হোন। সেখানে কাজের লিষ্ট দেখে আবেদন করতে শুরু করুন। এবিষয়ে অনেকগুলি লেখা রয়েছে এই সাইটে।
. ভাল কাজ করে ভাল আয় করতে চাই
মাসে ৫০০ ডলার আয় করে আপনি সন্তুষ্ট নন, ২ হাজার ডলার আয় করতে চান। স্বাভাবিকভাবেই আপনাকে সেই কাজের যোগ্য হতে হবে। আপনার পক্ষে কি শেখা সম্ভব সেটা আগে যাচাই করুন। হতে পারে ফটোশপ-ইলাষ্ট্রেটর ব্যবহার করে গ্রাফিক ডিজাইন, ফ্লাশ ব্যবহার করে এনিমেটেড বিজ্ঞাপন কিংবা ড্রিমওয়েভার ব্যবহার করে ওয়েব ডিজাইন। আপনার পক্ষে যেটা সেখা সম্ভব সেটা শিখতে লেগে যান। যখন মনে হবে আপনি কাজ নিয়ে ঠিকভাবে করতে পারবেন তখন আগের পদ্ধতিতে ফ্রিল্যান্সিং সাইটে যোগাযোগ করতে শুরু করুন।
মাসে ৫০০ ডলার আয় করে আপনি সন্তুষ্ট নন, ২ হাজার ডলার আয় করতে চান। স্বাভাবিকভাবেই আপনাকে সেই কাজের যোগ্য হতে হবে। আপনার পক্ষে কি শেখা সম্ভব সেটা আগে যাচাই করুন। হতে পারে ফটোশপ-ইলাষ্ট্রেটর ব্যবহার করে গ্রাফিক ডিজাইন, ফ্লাশ ব্যবহার করে এনিমেটেড বিজ্ঞাপন কিংবা ড্রিমওয়েভার ব্যবহার করে ওয়েব ডিজাইন। আপনার পক্ষে যেটা সেখা সম্ভব সেটা শিখতে লেগে যান। যখন মনে হবে আপনি কাজ নিয়ে ঠিকভাবে করতে পারবেন তখন আগের পদ্ধতিতে ফ্রিল্যান্সিং সাইটে যোগাযোগ করতে শুরু করুন।
. সবচেয়ে বেশি আয় করতে চাই
সবচেয়ে ভাল জিনিষ সবচেয়ে যোগ্যের জন্য। সবচেয়ে বেশি আয় করতে চাই একথা বলার সময় নিশ্চয়ই নিজেকে ততটা যোগ্য ধরে নিচ্ছেন। হয়ত প্রোগ্রামিং করতে চান, গেম তৈরী করতে চান। মোবাইল ডিভাইসের গেম তৈরী করে অনেকে লক্ষ ডলার আয় করে, আপনিও সেটা করতে চান।
অধিকাংশ ক্ষেত্রে যারা ভাল প্রোগ্রামার তারা প্রোগ্রামিং সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করেছেন। সবচেয়ে বেশি আয় করার কথা ভাবার সময় আগে সেই কাজ সম্পর্কে জেনে নিন, যারা কাজ করেন তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে জেনে নিন, তারপর আগ্রহ থাকলে কাজ শুরু করুন। কম্পিউটারে গেম খেলা আর গেম তৈরী এক বিষয় মনে করবেন না।
সবচেয়ে ভাল জিনিষ সবচেয়ে যোগ্যের জন্য। সবচেয়ে বেশি আয় করতে চাই একথা বলার সময় নিশ্চয়ই নিজেকে ততটা যোগ্য ধরে নিচ্ছেন। হয়ত প্রোগ্রামিং করতে চান, গেম তৈরী করতে চান। মোবাইল ডিভাইসের গেম তৈরী করে অনেকে লক্ষ ডলার আয় করে, আপনিও সেটা করতে চান।
অধিকাংশ ক্ষেত্রে যারা ভাল প্রোগ্রামার তারা প্রোগ্রামিং সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করেছেন। সবচেয়ে বেশি আয় করার কথা ভাবার সময় আগে সেই কাজ সম্পর্কে জেনে নিন, যারা কাজ করেন তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে জেনে নিন, তারপর আগ্রহ থাকলে কাজ শুরু করুন। কম্পিউটারে গেম খেলা আর গেম তৈরী এক বিষয় মনে করবেন না।
ইন্টারনেটে আয় এমনই একটি বিষয় যার কোন সিমাবদ্ধতা নেই। যে কোন বিষয়ে দক্ষতা থাকলে তারসাথে মানানসই আয় করা যায়। চেষ্টা করে দক্ষতা বাড়ানো যায়। কাজেই এখনই না পারলে আগামীতে পারবেন এই আত্মবিশ্বাস নিয়ে শেখা শুরু করতে পারেন।
যা করবেন না তা হচ্ছে, আপনাকে কেউ সহজে টাকা পাওয়ার পথ দেখিয়ে দেবে সেটা আশা করবেন না। সহজে টাকা পাওয়ার কোন পথ কোথাও নেই।
No comments:
Post a Comment