Saturday, April 14, 2012

বিনামুল্যে ওয়েবসাইট তৈরীর বিভিন্ন ব্যবস্থা

বিনামুল্যের ব্লগিং এর জন্য গুগলের ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস অত্যন্ত পরিচিতি। এগুলি ছাড়াও আরো অনেকগুলি ওয়েবসাইট তৈরীর ব্যবস্থা রয়েছে যেগুলি একদিকে বিনামুল্যে ব্যবহার করা যায় (টাকা দিয়ে অতিরিক্ত সুবিধে পাওয়া যায়) অন্যদিকে এগুলি ব্যবহার খুব সহজ। একেবারে শুন্য থেকে ওয়েবসাইট তৈরী করতে হয় না। তাদের টেম্পলেট ব্যবহার করে সব ধরনের কাজ করা যায়।
এধরনের কিছু ওয়েবসাইট তৈরীর ব্যবস্থার তুলনামুলক পরিচিতি তুলে ধরা হচ্ছে এখানে।


jimdo
ব্যবহার সহজ। ব্যবহারের জন্য অনেকগুলি ডিজাইন রয়েছে। বিনামুল্যে ব্যবহার করা যায়, টাকা দিয়ে ব্যবহার করলে বেশি সুবিধে পাওয়া যায়।

weebly
ব্যবহার সহজ। সব ধরনের পরিবর্তন করা যায়। বিনামুল্যে ব্যবহারের সময়ও প্রায় সমস্ত সুবিধেই দেয়। বিভিন্ন লেভেলে নানা ধরনের পরিবর্তনের সুযোগ রয়েছে।

webnode
বড় ধরনের ওয়েবসাইটের জন্য উপযোগি। সব ধরনের ফিচার রয়েছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যবস্থা খুবই উন্নত। সাধারন ব্লগিং ব্যবস্থায় কিছুটা দুর্বলতা রয়েছে।

squarespace
নানা ধরনের টেম্পলেট রয়েছে ব্যবহারের জন্য। ব্লগ ব্যবহারের জন্য সুবিধেজনক। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যবস্থা উন্নত। খারাপ দিক হচ্ছে তাদের ফি তুলনামুলক বেশি।

webs
অনলাইন ষ্টোরের জন্য সুবিধেজনক। ডিজাইন আরো ভাল হতে পারত।

1&1
ব্যবহার অত্যন্ত সহজ। বিশেষ বিষয়ে সাইট তৈরীর জন্য সুবিধেজনক। ব্যবহারের খরচ তুলনামুলক বেশি। 

wix
ডিজাইন উচুমানের। এনিমেশন, মাল্টিমিডিয়া ব্যবহারের সুযোগ রয়েছে। ফ্লাশ ফরম্যাট ব্যবহার করে কিন্তু সার্চ ইঞ্জিনের উপযোগি না। তুলনামুলক খরচ বেশি।

yola
ব্যবহার সহজ। সাধারন ওয়েব সাইটের জন্য সুবিধেজনক। তাদের সাপোর্ট খুবই ভাল। সমালোচনার দিক হচ্ছে ফি তুলনামুলক বেশি।

এই টুলগুলির সবগুলিই বিনামুল্যে সীমিতভাবে ব্যবহার করা যায়। সেইসাথে ফি দিয়ে পুরোপুরি কর্তৃত্ব পাওয়া যায়। ব্লগার এবং ওয়ার্ডপ্রেস এর সাথে তুলনা করে উল্লেখ করা যেতে পারে, ব্লগার পুরোপুরি বিনামুল্যে ব্যবহারের জন্য, ওয়ার্ডপ্রেস বিনামুল্যে ব্যবহার করা গেলেও সেখানে কোনধরনের বিজ্ঞাপন ব্যবহার করা যায় না বা ব্যবসায়িক কাজে ব্যবহার করা যায় না। সেজন্য টাকা দিতে হয়।
যদি পুরোপুরি স্বাধীনভাবে বিনামুল্যের ব্লগ ব্যবহার করতে চান তাহলে ব্লগার অবশ্যই অতুলনীয়। বিনামুল্যের ব্যবহার সাথে ইচ্ছে হলে টাকা দিয়ে অন্যান্য সুবিধে পেতে চাইলে এই ব্যবস্থাগুলি যাচাই করতে পারেন।

No comments:

Post a Comment