বিজ্ঞাপনে ক্লিক করে আয় বা পিটিসি সাইটগুলির মধ্যে একটি নির্ভরযোগ্য সাইট আইকন-বাক্স। অন্যান্য পিটিসি সাইটের মত এখানেও বিনামুল্যের সদস্য হয়ে আয় করা যায়, টাকা দিয়ে সদস্য হয়ে আয় আরো বাড়ানো যায়। সেইসাথে রেফারেল ক্লিক, রেফারেল ভাড়া করা ইত্যাদির মাধ্য আরো বেশি আয় করা যায়। তাদের সাইটে হিসেব দেখানো হয়েছে একজন প্রিমিয়াম সদস্য দিনে ২০০ ক্লিক করে এবং ২০০ সদস্য সংগ্রহ করে দিনে ৪০২ ডলার আয় করতে পারেন (মসে ১২ হাজার ডলার)। এখানে অতিরঞ্জন রয়েছে এতে সন্দেহ নেই। শুধুমাত্র ক্লিকের ওপর নির্ভর করে মাসে ১২ হাজার ডলার আয় করা অস্বাভাবিক। তবে আয়ের অন্য পথ না থাকলে শুধুমাত্র ক্লিক করেও যথেষ্ট পরিমান আয় করা যায় এটা নিশ্চিত।
সদস্য হওয়ার নিয়ম অন্যদের মতই। নিজস্ব ইমেইল এড্রেস ব্যবহার করে ফরম পুরন করতে হবে। সদস্য হওয়ার পর লগ-ইন করে View Ads বাটনে ক্লিক করলে ক্লিক করার জন্য বিজ্ঞাপনগুলি দেখা যাবে। সেখানে প্রতিটি বিজ্ঞাপনের জন্য টাকার পরিমান এবং দেখার সময় উল্লেখ করা রয়েছে।
ক্লিক করা বিজ্ঞাপনগুলিতে টিক চিহ্ন দেখা যাবে। এগুলিতে ক্লিক করলে টাকা পাওয়া যাবে না। ক্লিক করার জন্য বিজ্ঞাপনে তারকা (ষ্টার) চিহ্ন থাকবে। ক্লিক করলে সেখানে আইকনবাক্সের আইকন পাওয়া যাবে। সেখানে আরেকবার ক্লিক করলে বিজ্ঞাপনটি ওপেন হবে। ওপরে টাইমার জানাবে কতক্ষন সেই পেজ ওপেন রাখতে হবে।
বামদিকের মেনুতে ব্যানারস লেখা লিংকে ক্লিক করে রেফারেল লিংক এবং ব্যানার বিজ্ঞাপনের কোড পাওয়া যাবে। এগুলি ব্লগ, ফেসবুক, ইমেইল ইত্যাদিতে ব্যবহার করে অন্যদের সদস্য বানাতে পারেন। তারা যা আয় করবেন তার অংশ আপনার নামে জমা হবে। রেফারেল আয় পাওয়ার জন্য প্রতিদিন তাদের সাইটে গিয়ে কমপক্ষে ৩টি বিজ্ঞাপনে ক্লিক করতে হয়। যেদিন নিজে ক্লিক করবেন না তার পরদিন আপনার নামে রেফারে আয় যোগ হবে না।
আইকনবাক্স ব্যবহার সহজ। একটি বিষয় সমস্যা মনে হতে পারে, তাদের ভেরিফিকেশন কোড কখনো কখনো এমন রঙে দেয়া হয় যা সহজে পড়া যায় না।
Vai per cliak e avarage koto earn hobe?
ReplyDeleteকোন বিজ্ঞাপনে ক্লিক করলে কত পাওয়া যাবে সেটা বিজ্ঞাপনের নিচে লেখা আছে। বিনামুল্যের সদস্য হিসেবে প্রতি ক্লিকে সর্বোচ্চ ১ সেন্ট।
Deletevai Premium member kivabe hobo?per day 200 click ki vabe korvo because tara per day 8ta add dy amake
ReplyDeleteUpgrade বাটনে ক্লিক করে টাকা দিয়ে প্রিমিয়াম সদস্য হওয়া যায়। ২০০ ক্লিকেত কথা তাদের সাইটে লেখা আছে। টাকা দিয়ে সদস্য হলে বেশি ক্লিক করার সুযোগ পাওয়া যায়, ক্লিকপ্রতি বেশি টাকা পাওয়া যায়। তারপরও, এধরনের সাইট সবসময়ই কিছুটা বাড়িয়ে বলে।
Deleteএকাউন্টে ২ ডলার জমা হলে টাকা উঠানো যায়।
Vi Taka Kevabay Hatay Pabo? Please Akto Bojeya Bolon Na!
Deletetaka 2dolor hola tola java?
ReplyDeletevie website ar kotie ge cesh out korbo
ReplyDeleteWithdraw বাটনে ক্লিক করে। টাকা পাওয়ার জন্য পে-জা (এলার্ট-পে) ব্যবহার করতে পারেন। ২ ডলার জমা হলে প্রথমবার টাকা উঠানো যায়। পরবর্তীবারের সময় ৫ ডলার হতে হবে।
DeleteFriends,do u want to earn money……..please see this blog
ReplyDeletehttp://sohansiddik.blogspot.com/2012/10/some-real-ptc-sites.html