Monday, April 16, 2012

সহজে আয়ের সাইট Just Been Paid – JSS tripler রিভিউ

যারা ক্লিক করে আয় বা এধরনের সহজে আয়ের খোজ করেন তারা হয়ত এই সাইটের বিজ্ঞাপন দেখে থাকবেন। আগে জাষ্ট বিন পেইড নামে বিজ্ঞাপন দেয়া হত, বর্তমানে জেএসএস ট্রিপলার নামে বিজ্ঞাপন দেয়া হয়। মুল বক্তব্য হচ্ছে দৈনিক ২% লাভ পাবেন, মাসে ৬০%। আপনাকে বিনিয়োগ করতে হবে কমপক্ষে ১০ ডলার।
আপনি ইচ্ছে করলে প্রতিদিনের আয় উঠিয়ে নিতে পারেন। অথবা সেটা জমা রেখে তার ওপর আরো বেশি আয় করতে পারেন। আয় বাড়ার সাথে সাথে লেভেল ১ থেকে লেভেল ২, এরপর লেভেল ৩ পর্যন্ত যেতে পারেন।
জাষ্ট বিন পেইড থেকে নাম পরিবর্তন করে জেএসএস ট্রিপলার হলেও মুল নিয়ম একই।
আপনি তাদের সদস্য হতে পারেন বিনামুল্যেই। এর পেছনের ব্যক্তি ফ্রেডেরিক ম্যান অনলানে ট্রেনিং দেবেন। বিনামুল্যে সদস্য হলেও খুব দ্রুতই আপনাকে টাকা দিয়ে সদস্য হতে বলা হবে। ৩ মাসের সদস্য ফি ২০ ডলার। এর ৫ ডলার প্রশাসনিক খরচ। যার মাধ্যমে আপনি সদস্য হয়েছেন তার নামে বাকি ১৫ ডলার সরাসরি চলে যাবে। তাদের সদস্য থাকাকালীন এই হারে ফি দিয়ে যেতে হবে।
লেভেল ১ সদস্য হওয়ার পর আপনি অন্যদের সদস্য বানানোর সুযোগ পাবেন। তারা যে টাকা দেবে সেখান থেকে আপনার আয় হবে। ইচ্ছে করলে ৫ ডলার করে দিয়ে দুজন সদস্য কিনতে পারেন। এরফলে সরাসরি আপনার নামে টাকা আসতে শুরু করবে।
এটুকু থেকে হয়ত বুঝে গেছেন এটা এক ধরনের এমএলএম পদ্ধতি। আপনি যত বেশি সদস্য সংগ্রহ করবেন তত বেশি আয় পাবেন। তারা যত সদস্য সংগ্রহ করবেন সেখানে পরবর্তী লেভেলের আয় পাবেন। সাধারনভাবে একে বলা হয় রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম।
একে কতটুকু বিশ্বাস করা যায় কিংবা কতটা গ্রহনযোগ্য এনিয়ে সমালোচনা-সন্দেহের কমতি নেই। জাষ্ট বিন পেইড দাবী করে তারা অন্যান্য এমএলএম থেকে আলাদা। তাদের যাচাই করার জন্য সদস্য হতে হয়, কাজেই সদস্য না হয়ে জানার উপায় নেই। অন্য ভাষায় না ঠকে জানার উপায় নেই তারা ঠকায় কি-না।
তাদের প্রাথমিক সদস্য হওয়া যায় বিনামুল্যে কিন্তু কারো রেফারেন্স ছাড়া সদস্য হওয়া যায় না। নাম পরিবর্তনের বিষয়টিও ভাল উদাহরন না।
কাজেই এটা ব্যবহার করবেন কি-না একথার সহজ উত্তর হতে পারে, সাবধানে থাকা ভাল। যদি অল্প বিনিয়োগে লাভের আশা করেন তাহলে চেষ্টা করতে পারেন, ঠকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। সব এমএলএম এর বৈশিষ্ট হচ্ছে এরফলে কিছু ব্যক্তি লাভবান হন এবং অধিকাংশ ব্যক্তি ক্ষতিগ্রস্থ হন।

6 comments:

  1. ধন্যবাদ। শেয়ার করার জন্য।
    ভাই কিছু মনে করবেন না ১তা প্রশ্ন করছি । সর্বপ্রথম গ্লোবাল ফ্রিল্যান্স মার্কেটপ্লেস হিসেবে অনলাইনে আসে কোন সাইট টি ? এবং কখন ।

    ReplyDelete
    Replies
    1. আমার জানা নেই। এধরনের প্রতিষ্ঠান ধীরে ধীরে গড়ে ওঠে। কেউ সফল হয়, সেউ হয় না। ফ্রিল্যান্স মার্কেটপ্লেস জনপ্রিয় সাইটগুলিতে এখনও নিয়মিত পরিবর্তন হচ্ছে।

      Delete
    2. রিপ্লাই দেয়ার জন্য ধন্যবাদ।

      Delete
  2. just been paid a ami tader dewa 10$ dia shuru korsi. Ami nij theke kono tk di nai dibow o na.
    Tahole ora amar theke kivabe taka katbe and ata ki hare katbe ?
    Janale upokrito hoi.

    ReplyDelete
    Replies
    1. তাদের নিয়ম অনুযায়ী সদস্যপদ রাখার জন্য যে ফি দিতে হয় সেটা তাদের আয়। বাস্তবে সম্ভবত অন্য আয়েরও ভাগ নেয়। যেহেতু টাকা দিয়েছেন সেহেতু অন্যদের সদস্য বানানোর চেষ্টা করলে আপনার লাভ। তারা যে টাকা দেবেন তার অংশ আপনি পাবেন।

      Delete
  3. HERE IS SOME GOOD ONLINE MONEY EARNINGS SITES.EARN BY VIEWING ADVERTISEMENT.UNDERSTAND,CONCENTRATE AND FOCUS ON YOUR WORK,YOU WILL EARN 100-150$ PER DAY.CONFIRM YOUR PAYMENT PATH BY PAYZA ACCOUNT WHICH IS SUPPORTED BY BANGLADESHI BANK.AND REMEMBER 1 THINGS PATIENCE IS VERY IMPORTANT FOR YOUR WORK.
    http://www.clixsense.com/?6518297
    http://www.neobux.com/?r=sultana123
    http://www.probux.com/?r=EVA01

    ReplyDelete