Tuesday, July 31, 2012

ফ্রিল্যান্সারদের জন্য গুগল এডভান্সড সার্চ


একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সার সাধারনত গুগল ব্যবহার করে কাজ খোজ করেন না। নির্দিস্ট কিছু সাইট নিয়মিত ব্যবহার করেন। অধিকাংশ ফ্রিল্যান্সারের ক্ষেত্রেই এই নিয়ম বেশি কার্যকর। পছন্দমত সাইট খুজে বের করা এবং সেগুলি নিয়মত ব্যবহার করা। কিন্তু একজনের নিয়ম অন্যজনের জন্য কার্য্যকর নাও হতে পারে।
একজন নতুন ফ্রিল্যান্সারের কাছে সুবিধেমত কাজের যায়গা খুজে পাওয়া যেমন জরুরী তেমনি কাজের আওতা বাড়ানোর জন্যও সার্চ করা জরুরী। গুগল সার্চ এজন্য খুবই উপকারী।
গুগল সার্চ বিষয়টি কেমন নিশ্চয়ই জানেন। যাকিছু লিখে সার্চ করুন না কেন, লক্ষ লক্ষ ফল উপস্থিত হবে। এদের মধ্যে একে বারে নিজের প্রয়োজনীয় তথ্য বের করা কঠিন।
আপনি গুগলের এডভান্সড কিছু ফিচার ব্যবহার করে সার্চ করার কাজ সহজ করতে পারেন। এখানে এধরনের কিছু পদ্ধতি উল্লেখ করা হচ্ছে।

.          সঠিক কিওয়ার্ড খূজে করা
আপনি যদি নিশ্চিত থাকেন ঠিক কোন কিওয়ার্ড আপনি খুজে পেতে চান তাহলে তাকে কোটেশন মার্ক ব্যবহার করে টাইপ করুন।
যেমন
“graphic design” OR “logo design” jobs
এরফলে যে সাইটগুলির সাথে গ্রাফিক ডিজাইন অথবা লোগো ডিজাইন যে কোন একটি, অথবা দুটিই আছে সেগুলি পাওয়া যাবে।
এখানে জবস শব্দটির ব্যবহারকে নির্দিস্ট করে দিতে পারেন। যদি নির্দিস্টভাবে জবস শব্দটি অন্তর্ভুক্ত করতে চান তাহলে এর আগে যোগ চিহ্ন (+) ব্যবহার করুন।
.          কিওয়ার্ড নিশ্চিত না হলে ওয়াইল্ডকার্ড ব্যবহার করুন
সার্চ করার সময় ওয়াইল্ডকার্ড ব্যবহার হচ্ছে ডস অপারেটিং সিষ্টেম থেকেই। গুগলে সার্চ করার সময় অনায়াসে একই নিয়মে তারকা (*) ব্যবহার করতে পারেন ওয়াইল্ডকার্ড হিসেবে।
যেমন
“freelance * designer” লিখে সার্চ করলে আপনি পেতে পারেন freelance graphic designer, freelance logo designer, freelance web designer ইত্যাদি।
.          সিনোনিম ব্যবহার করে একই ধরনের অন্য শব্দ সার্চ করুন
ধরুন আপনি অর্থ বিষয়ক কিছু সার্চ করতে চান। কোন বিশেষ সাইটে বিষয়টি Finance লেখা হতে পারে, আরেক সাইটে commerce লেখা হতে পারে, আরেক সাইটে money লেখা হতে পারে।
সার্চ করার সময়
~চিহ্ন ব্যবহার করে একই অর্থবোধক যে কোন শব্দ বুঝাতে পারেন।
যেমন ~design jobs লিখলে যে কোন ধরনের ডিজাইন বিষয়ক তথ্য পাওয়া যাবে।

এই নিয়মগুলি মানার পরও কিছূ লিখে সার্চ করার সময় মনে রাখা ভাল, একেজন একই বিষয়কে একেভাবে প্রকাশ করেন।  jobs, wanted, needed, freelancers, position ইত্যাদি যে কোনটি আপনার আপনার প্রয়োজনীয় সাইট হতে পারে। কেউ freelancer ব্যবহার করেছেন কিওয়ার্ড হিসেবে, কেউ freelancers ব্যবহার করেছেন। হয়ত একাধিকবার ভিন্ন ভিন্ন কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করা প্রয়োজন হতে পারে।
গুগলে সার্চ বিষয়ে এগুলি একটি ধারনা। হয়ত আপনি নিজস্ব কোন পদ্ধতি ব্যবহার করে আরো ভাল ফল পেতে পারেন।

2 comments:

  1. আমি ফোরাম পোস্টিং করার জন্য কিছু ফোরাম সার্চ করেছিলাম । কিন্তু মন মত কোন ফোরাম খুজে পাইনি । প্রায় সব ফরামেই কিছু না কিছু সীমাবদ্ধতা রয়েছে । যেমন কোনটা ফ্রী নয় আবার কোনটাতে লিন্ক দেয়া যায়না । এধরনের কোন সীমাবদ্ধতা নেই এরকম অন্ততপক্ষে ফোরাম খুজে পেতে সঠিক কিওযার্ড কি হতে পারে ?

    ReplyDelete
    Replies
    1. forum শব্দটির সাথে যে বিষয়ের ফোরাম তার নামি লিখে সার্চ করলে পাওয়ার কথা। সাধারনত ফোরামের সমস্ত যোগাযোগ ফোরামের মাধ্যমেই করতে হয়। তাদের নিজস্ব নিয়ম থাকতেই পারে।

      Delete