কি দেখে
ক্যামেরা কিনবেন এই সিদ্ধান্ত নেয়া অনেকের জন্যই কঠিন। অনেক সময়ই দেখা যায়
ক্যামেরা কেনার পর মনে হয় সেটা না কিনে অন্য ক্যামেরা কিনলে ভাল হত।
.
বাজেট ঠিক করুন
বাংলা প্রবাদ আছে যত গুড় তত মিষ্টি। ক্যামেরার ক্ষেত্রে কথাটি শতভাগ প্রযোজ্য। ৫ হাজার টাকায় ক্যামেরা কিনতে পারে, ৫ লক্ষ টাকায়ও কিনতে পারেন। দাম যত বেশি ক্যামেরা তত ভাল। আপনার পক্ষে সর্বোচ্চ কত টাকা ব্যয় করা সম্ভব প্রথমেই ঠিক করে নিন। একেবারে সাধারন ক্যামেরা ১৫ হাজার টাকার মধ্যে পেতে পারেন, ভাল ক্যামেরার কথা ভাবলে দাম বাড়তে থাকবে। এসএলআর ক্যামেরা কিনতে হলে কমপক্ষে ৪০ হাজার টাকা ব্যয় করতে হয়।
বাংলা প্রবাদ আছে যত গুড় তত মিষ্টি। ক্যামেরার ক্ষেত্রে কথাটি শতভাগ প্রযোজ্য। ৫ হাজার টাকায় ক্যামেরা কিনতে পারে, ৫ লক্ষ টাকায়ও কিনতে পারেন। দাম যত বেশি ক্যামেরা তত ভাল। আপনার পক্ষে সর্বোচ্চ কত টাকা ব্যয় করা সম্ভব প্রথমেই ঠিক করে নিন। একেবারে সাধারন ক্যামেরা ১৫ হাজার টাকার মধ্যে পেতে পারেন, ভাল ক্যামেরার কথা ভাবলে দাম বাড়তে থাকবে। এসএলআর ক্যামেরা কিনতে হলে কমপক্ষে ৪০ হাজার টাকা ব্যয় করতে হয়।
.
কাজ ঠিক করুন
ক্যামেরা কোন কাজে ব্যবহার করা হবে সেটা ঠিক করুন। অর্থ উপার্জনের বিষয় থাকলে এসএলআর ক্যামেরা ছাড়া গতি নেই। ফটোগ্রাফি যদি শখ হয় তাহলে সুপারজুম, পকেট সুপার জুম ইত্যাদি ক্যামেরা সুবিধেজনক। জুম যত বেশি তত সহজে পাখির ছবি উঠানো তত সহজ। এজন্য অন্তত ১০ এক্স জুম দেখে কেনা উচিত। একেবারে পারিবারিক বা কোথাও বেড়াতে গেলে ছবি উঠানোর জন্য কমদামী সাধারন ক্যামেরা কেনা যেতে পারে। উচুমানের (৩+ মেগাপিক্সেল) ক্যামেরাসহ মোবাইল ফোন ব্যবহার করেও একাজ চালানো যায়।
ক্যামেরা কোন কাজে ব্যবহার করা হবে সেটা ঠিক করুন। অর্থ উপার্জনের বিষয় থাকলে এসএলআর ক্যামেরা ছাড়া গতি নেই। ফটোগ্রাফি যদি শখ হয় তাহলে সুপারজুম, পকেট সুপার জুম ইত্যাদি ক্যামেরা সুবিধেজনক। জুম যত বেশি তত সহজে পাখির ছবি উঠানো তত সহজ। এজন্য অন্তত ১০ এক্স জুম দেখে কেনা উচিত। একেবারে পারিবারিক বা কোথাও বেড়াতে গেলে ছবি উঠানোর জন্য কমদামী সাধারন ক্যামেরা কেনা যেতে পারে। উচুমানের (৩+ মেগাপিক্সেল) ক্যামেরাসহ মোবাইল ফোন ব্যবহার করেও একাজ চালানো যায়।
.
ক্যামেরা
সম্পর্কে জানুন
ইন্টারনেট থাকলে ক্যামেরা সম্পর্কে জানা কোন সমস্যা না। কোন ক্যামেরা সম্পর্কে নির্দিষ্ট তথ্য জানার জন্য ক্যামেরার মডেল লিখে সার্চ করাই যথেষ্ট। সেই ক্যামেরার বিস্তারিত তথ্য, ব্যবহারকারীর মন্তব্য সবই পাওয়া যাবে। কেনার আগে ক্যামেরার সুবিধা-অসুবিধা সম্পর্কে জেনে নিন।
ইন্টারনেট থাকলে ক্যামেরা সম্পর্কে জানা কোন সমস্যা না। কোন ক্যামেরা সম্পর্কে নির্দিষ্ট তথ্য জানার জন্য ক্যামেরার মডেল লিখে সার্চ করাই যথেষ্ট। সেই ক্যামেরার বিস্তারিত তথ্য, ব্যবহারকারীর মন্তব্য সবই পাওয়া যাবে। কেনার আগে ক্যামেরার সুবিধা-অসুবিধা সম্পর্কে জেনে নিন।
.
যে বিষয়গুলি
দেখতে হয়
ক্যামেরা ব্রান্ড গুরুত্বপুর্ন। যত উচু মানের ক্যামেরা এর পেছনের কোম্পানীর ভুমিকা তত গুরুত্বপুর্ন। ক্যানন এবং নাইকন দুটি প্রধান ক্যামেরা নির্মাতা যাদের ক্যামেরা অনায়াসে কেনা যায়। অন্যান্য প্রতিষ্ঠিত কোম্পানীগুলির মধ্যে আছে প্যানাসনিক, সনি, পেনটাক্স, ফুজিফিল্ম, ক্যাসিও, স্যামসাং, ইত্যাদি। দামী ক্যামেরা কেনার সময় এদের মধ্যে থেকে কেনা উচিত। সাধারন ক্যামেরার ক্ষেত্রে অবশ্য কোম্পানীর কারনে তেমন হেরফের হয় না।
ক্যামেরা ব্রান্ড গুরুত্বপুর্ন। যত উচু মানের ক্যামেরা এর পেছনের কোম্পানীর ভুমিকা তত গুরুত্বপুর্ন। ক্যানন এবং নাইকন দুটি প্রধান ক্যামেরা নির্মাতা যাদের ক্যামেরা অনায়াসে কেনা যায়। অন্যান্য প্রতিষ্ঠিত কোম্পানীগুলির মধ্যে আছে প্যানাসনিক, সনি, পেনটাক্স, ফুজিফিল্ম, ক্যাসিও, স্যামসাং, ইত্যাদি। দামী ক্যামেরা কেনার সময় এদের মধ্যে থেকে কেনা উচিত। সাধারন ক্যামেরার ক্ষেত্রে অবশ্য কোম্পানীর কারনে তেমন হেরফের হয় না।
.
কোথায় কিনবেন
বাংলাদেশে ক্যানন, নাইকন, প্যানাসনিক, সনি ইত্যাদি কোম্পানীর অনুমোদিত বিক্রেতা আছে। তারপরও ক্যামেরা কম্পিউটারের মত পন্য থেকে আলাদা। সহজে নষ্ট হয় না বলে ওয়ারেন্টি নিয়ে ততটা মাথা ঘামাতে হয় না। সেকারনে তাদের থেকে অন্য বিক্রেতার কাছে কিনতে মানুষ বেশি আগ্রহি। ঢাকা শহরে আইডিবি ভবনে বেশকিছু ক্যামেরার দোকান রয়েছে। এছাড়া ষ্টেডিয়াম/বায়তুল মোকাররম মার্কেক ক্যামেরা কেনার উল্লেখযোগ্য যায়গা। সেখানে তুলনামুলক কমদামে ক্যামেরা কেনা যায়।
বাংলাদেশে ক্যানন, নাইকন, প্যানাসনিক, সনি ইত্যাদি কোম্পানীর অনুমোদিত বিক্রেতা আছে। তারপরও ক্যামেরা কম্পিউটারের মত পন্য থেকে আলাদা। সহজে নষ্ট হয় না বলে ওয়ারেন্টি নিয়ে ততটা মাথা ঘামাতে হয় না। সেকারনে তাদের থেকে অন্য বিক্রেতার কাছে কিনতে মানুষ বেশি আগ্রহি। ঢাকা শহরে আইডিবি ভবনে বেশকিছু ক্যামেরার দোকান রয়েছে। এছাড়া ষ্টেডিয়াম/বায়তুল মোকাররম মার্কেক ক্যামেরা কেনার উল্লেখযোগ্য যায়গা। সেখানে তুলনামুলক কমদামে ক্যামেরা কেনা যায়।
.
ব্যবহার করা
ক্যামেরা কেনা যেতে পারে
কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করা ক্যামেরা বিক্রি হয়। অনেকে অনেক কারনে ক্যামেরা বিক্রি করেন। ক্যামেরা যেহেতু কম নষ্ট হয় সেহেতু ব্যবহার করা ক্যামেরা কিনতে খুব আপত্তি থাকার কথা না। কেনার সময় ভালভাবে দেখে নেয়া, কিছুদিন ব্যবহার করে পুরো টাকা দেয়ার ব্যবস্থা করলে কম খরচে ভাল ক্যামেরা কেনা সম্ভব।
কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করা ক্যামেরা বিক্রি হয়। অনেকে অনেক কারনে ক্যামেরা বিক্রি করেন। ক্যামেরা যেহেতু কম নষ্ট হয় সেহেতু ব্যবহার করা ক্যামেরা কিনতে খুব আপত্তি থাকার কথা না। কেনার সময় ভালভাবে দেখে নেয়া, কিছুদিন ব্যবহার করে পুরো টাকা দেয়ার ব্যবস্থা করলে কম খরচে ভাল ক্যামেরা কেনা সম্ভব।
ইন্টারনেটে
সবসময়ই একেবারে নতুন ক্যামেরার তথ্য পাওয়া যায়। পুরোপুরি ইন্টারনেটের তথ্যের ওপর
নির্ভর না করে বাজারে কি পাওয়া যায় সেদিকেও দৃষ্টি রাখা প্রয়োজন। বাংলাদেশে
ক্যামেরার বাজার তুলনামুলক ছোট। ফলে সব মডেলের ক্যামেরা বাজারে পাওয়া যায় না।
acha koto tuku zoom nie sontusto howa jay? ar ar jonno koto budget korte hote pare? ami sokher kotha bolchi, apni 15000 bollen tar vitor ki beshi zoomer camera pawa jabe...naki beshi lagbe? jodi beshi lage tobe anumanik kotota?
ReplyDeleteসন্তুষ্টি বিষয়টি পুরোপুরি নিজের ওপর। বর্তমানে ১০০০ মিমি লেন্সের ক্যামেরা পাওয়া যায়, অনেকে তাতেও সন্তুষ্ট নন।
Delete১৫ হাজার টাকায় ১০ এক্স (মোটামুটি ৩০০ মিমি) ক্যামেরা পাওয়া সম্ভব। ২০-২২ হাজার টাকায় ১৮ এক্স পাওয়া যায়।
thanks................
ReplyDelete