Friday, August 10, 2012

ইলাষ্ট্রেটরে পানির ফোটার লোগো তৈরী


পানির ফোটা রঙিন হয় না। কিন্তু লোগো তৈরী যখন বিষয় তখন অনেক সময়ই সেটা করা হয়। সহজে কিভাবে একটি রঙচঙে পানির ফোটা লোগো তৈরী করা যায় দেখানো হচ্ছে এই টিউটোরিয়ালে।
এজন্য পেন টুল ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এছাড়া সহজে রঙ করার জন্য সেপ বিল্ডার ব্যবহার করা হয়েছে, কাজেই ইলাষ্ট্রেটর সিএস৪ অথবা পরের কোন ভার্শন ব্যবহার করতে হবে।

.          পানির ফোটার আউটলাইন তৈরী করুন। এজন্য পেন টুল ব্যবহার করতে পারেন। সহজ একটি পদ্ধতি হচ্ছে ইলিপটিক্যাল টুল (বৃত্ত) ব্যবহার করে একটি বৃত্ত আকা। একটি বৃত্তে ৪টি পয়েন্ট থাকে। ওপরের পয়েন্টকে কর্নার পয়েন্টে পরিনত করুন এবং ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে পয়েন্টগুলিকে সরিয়ে পানির ফোটার আকৃতি তৈরী করুন।
.          পেন টুল ব্যবহার করে বিভক্ত লাইনগুলি একে নিন। পৃথক রঙ দেয়ার জন্য লাইনের পয়েন্টগুলি অবশ্যই মুল সেপের আউটলঅইনের ওপর রাখতে হবে। উদাহরনের রেখাগুলি কিছুটা নিচের দিকে বাকানো, সেটাও লক্ষ করে নিন।
.          পুরো সেপটিকে সিলেক্ট করুন।
.          সেপ বিল্ডার টুল সিলেক্ট করুন।
.          কালার প্যালেট থেকে পছন্দের রঙ সিলেক্ট করে যেখানে সেই রঙ দিতে চান সেখানে ক্লিক করুন।
.          রিফ্লেকশন তৈরীর জন্য ফোটার মত আরেকটি সেপ তৈরী করুন। একে ধুসর (Gray) রং দিন। উদাহরনের ছবিতে গ্রাডিয়েন্ট এবং ট্রান্সপারেন্সি ব্যবহার করা হয়েছে।
.          টেক্সট টাইপ করুন, মানানসই ফন্ট সিলেক্ট করুন এবং মানানসই রঙ দিন।

এখানে পানির ফোটা  উল্লেখ করা হয়েও অন্য যে কোন সেপ ব্যবহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।

2 comments:

  1. This nice instructions
    Do outsourcing as seo expert
    add-a-url.blogspot.com

    ReplyDelete
  2. Thanks ekta confusion dur holo.Apnar somoy sujog thakle logo er aro tutorial diben please.

    ReplyDelete