Monday, August 13, 2012

ফ্রিল্যান্সারের সবচেয়ে গুরুত্বপুর্ন প্রশ্ন


একজন ফ্রিল্যান্সারের কাছে সবচেয়ে গুরুত্বপুর্ন প্রশ্ন কি ?
সবসময় প্রচুর কাজ হাতে রয়েছে এমন ফ্রিল্যান্সারের সংখ্যা খুবই কম। এদের বাইরে যে বিপুল সংখ্যক ফ্রিল্যান্সার কাজ করছেন, কাজ করার চেষ্টা করছেন তাদের প্রধান সমস্যা কাজ না পাওয়া। ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন, যাকিছু করার কথা সবই নিয়মমাফিক করছেন কিন্তু কাজ পাচ্ছেন না।  এগুলি একসাথে করলে ফ্রিল্যান্সারের জন্য সবচেয়ে গুরুত্বপুর্ন যে প্রশ্ন সামনে এসে দাড়ায় তা হচ্ছে, আমি কাজ পাচ্ছি না কেন ?
এর পেছনে কারনের অভাব নেই। যে কোন একটি বা একাধিক কারনে কাজ পেতে সমস্যা হতে পারে। এখানে বিষয়গুলি তুলে ধরার হচ্ছে।


যথেস্ট প্রস্তুতি নেই
ফ্রিল্যান্সার হিসেবে সারা বিশ্বের ফ্রিল্যান্সারদের সাথে প্রতিযোগিতা করে কাজ পেতে হয়। আর প্রতিযোগিতা মানেই দক্ষতার পরীক্ষা। যে কাজের জন্য শতশত কিংবা হাজার হাজার প্রতিযোগি প্রতিযোগিতা করছেন সেখানে নিজেকে দক্ষ হিসেবে তুলে ধরা কঠিন কাজ। হয়ত আপনার শেখার সুযোগ নেই, কাজ করে দক্ষতা বাড়ানোর সুযোগ নেই, হয়ত আপনি যা করতে চান সেজন্য আরো বেশি কিছু প্রয়োজন।
কারন যাই হোক না কেন, নিজেকে যোগ্য করে তোলার বিকল্প নেই। নিজেকে প্রশ্ন করুন যাদের সাথে প্রতিযোগিতা করছেন তাদের তুলনায় আপনর অবস্থান কি। যদি ঘাটতি থাকে তাহলে সেটু পুরন করার চেষ্টা করুন। তুলনামুলক সহজ বিষয়ের দিকে যান। সেটা না করে ক্রমাগত চেষ্টা করে কাজ না পেলে হতাসা আসতে বাধ্য।

মানষিকভাবে বেমানান
কথাটা হাস্যকর মনে হতে পারে। আপনি মনেপ্রানে চান ফ্রিল্যান্সার হতে অথচ আপনার মানষিকতার সাথে ফ্রিল্যান্সিং বেমানান। উদাহরন দিয়ে বিষয়টি দেখা যাক।
যখন ফ্রিল্যান্সিং এর কথা ভাবেন তখন প্রত্যেকেই নিজের কথাই ভাবেন। এতে সময়ের স্বাধীনতা, কাজের স্বাধীনতা পাওয়া যাবে, ডলারে আয় বলে বেশি আয় হবে, ফ্রিল্যান্সারের মত স্বাধীন জীবনযাপন করা যাবে ইত্যাদি। বাস্তবতা হচ্ছে ক্লায়েন্ট কখনোই ফ্রিল্যান্সারের জীবনযাপন পদ্ধতি নিয়ে ভাবেন না। তার একটিই উদ্দেশ্য, তার কাজ সময়মত ভালভাবে বুঝে পাওয়া।
যদি কাজ পাওয়া সমস্যা হয় তাহলে নিজেকে প্রশ্ন করুন আপনি ক্লায়েন্টের কাজ করাকেই মুখ্য বিষয় মনে করেন কিনা। যদি এখনো না করে থাকেন তাহলে এই মুহুর্ত থেকেই অভ্যেস করুন।

পরিচিতি সমস্যা
ভাল ফলের জন্য ফ্রিল্যান্সারের নিজস্ব পরিচিতি থাকা প্রয়োজন। ক্লায়েন্ট অপরিচিত ব্যক্তিকে কাজ দিতে ইতস্তত করেন। নিজের পরিচিতি এমনভাবে তুলে ধরা প্রয়োজন যেন ক্লায়েন্ট নিশ্চয়তা পান। ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার সাধারন পদ্ধতি হচ্ছে  বিড করা, অথচ বিড না করে তুলনামুলক সহজে কাজ পাওয়া যায়। এজন্য কোনভাবে নিজের পরিচিতি তুলে ধরতে হয়।
ফ্রিল্যান্সিং সাইটগুলিতে নিজের পরিচিতি তুলে ধরার ব্যবস্থা থাকে। সেখানে কাজের উদাহরনও রাখা যায়। সেইসাথে দুকথায় নিজের সম্পর্কে লিখে রেখে যোগাযোগের লিংক দেয়া যায়।
পরিচিতি প্রকাশের সময় নিজের চেয়ে ক্লায়েন্টের কাজকে গুরুত্ব রদয়া জরুরী। আমি অত বছর ধরে অমুক কাজ করি, অত কোম্পানীর কাজ করেছি এধরনের বক্তব্য নিজেকে প্রকাশ করা। ক্লায়েন্টের কাজের বিষয়ে আগ্রহ দেখালে বক্তব্য হতে পারে, যারা অমুক বিষয়ে আকর্ষনীয় কাজ চান তাদের সেবা দিতে অমুক তৈরী আছেন। তার অভিজ্ঞতার নমুনা রয়েছে এখানে (লিংক)।

বিষয়গুলি একসাথে করে এক কথায় প্রকাশ করলে এমন হতে পারে, আপনার মাধ্যমে ক্লায়েন্ট কিভাবে উপকৃত হতে পারেন সেটা স্পষ্টভাবে তুলে ধরা। কাজ পাওয়ার এটাই মুল সুত্র।

1 comment: