কোন একটি ইমেজ থেকে টেক্সট-কাট-আউট ইফেক্ট তৈরী করতে চান? মনে হবে ইমেজ কেটে টেক্সট তৈরী করা হয়েছে। ফটোশপে কাজটি করা খুব সহজ। উদাহরনের ছবিতে ফুলবাগানের ছবি ব্যবহার করে Garden শব্দটি লেখা হয়েছে।
. যে ছবি ব্যবহার করে টেক্সট তৈরী করবেন তাকে ফটোশপে ওপেন করুন। ফুলের ছবি ব্যবহারের সময় ছোটছোট ফুলের ছবি বেশি সুবিধেজনক।
. যে টেক্সট ব্যবহার করতে চান সেটি টাইপ করুন। ইমেজের ওপর যায়গামত রাখুন।
. ইমেজ লেয়ারকে টেক্সট লেয়ারের ওপরে নিন।
. দুটি লেয়ারের মাঝখানের লাইনে Alt-Click করুন।
আপনার টেক্সট কাট-আউট ইমেজ তৈরী।
আপনার টেক্সট কাট-আউট ইমেজ তৈরী।
উদাহরনে অতিরিক্তভাবে টেক্সট এর জন্য Stroke এবং Drop Shadow লেয়ার ইফেক্ট যোগ করা হয়েছে।
No comments:
Post a Comment