নতুন ক্যামেরা কেনার সময় নতুন ব্যবহারকারীদের একটি বড় প্রশ্ন, কি দেখে ক্যামেরা কিনবেন ? আরো স্পষ্ট করে বললে, ক্যামেরার কোন কোন বৈশিষ্ট থেকে ক্যামেরা যাচাই করবেন। কোন ক্যামেরায় কাজ হবে কোনটাতে কাজ হবে না সেটাই বা নিশ্চিত হবেন কিভাবে। আপনাকে সহায়তা করার জন্য বিষয়গুলি উল্লেখ করা হচ্ছে।
. মেগাপিক্সেল তত জরুরী না
ক্যামেরার পরিচয় হিসেবে প্রথমেই উল্লেখ করা হয় সেটা কত মেগাপিক্সেল। এমনভাবে প্রচার করা হয় যে ব্যবহারকারীর ধারনা হয় মেগাপিক্সেল যত বেশি সেই ক্যামেরায় তত ভাল ছবি পাওয়া যাবে। বাস্তবে মেগাপিক্সেল বেশি থাকলে ছবির আকার বড় হয়। ৮-১০ ইঞ্চি মাপের ছবি প্রিন্ট করার জন্য ৬ মেগাপিক্সেল ক্যামেরাই যথেষ্ট। যদি পোষ্টার প্রিন্ট করার জন্য ছবি উঠানো প্রয়োজন হয় তাহলে বেশি মেগাপিক্সেল প্রয়োজন হয়। বাস্তবে ব্যক্তিগতভাবে বড় প্রিন্ট করা প্রয়োজন হয় না।
. সেন্সর সাইজ গুরুত্বপুর্ন বিষয়
মেগাপিক্সেল বিষয়টি সেন্সরের। একে ডিজিটাল ফিল্ম বলতে পারেন। মোবাইল ফোনের সেন্সরের আকার ছোট, প্রফেশনাল ক্যামেরার সেন্সর বড়। সেটা প্রফেশনাল ক্যামেরার বড় আকার দেখেই ধারনা করতে পারেন। কমদামী এসএলআরের সেন্সর প্রফেশনাল থেকে ছোট, কম্প্যাক্ট ক্যামেরার সেন্সর তারথেকে ছোট। সাধারনভাবে ধরে নিতে পারেন সেন্সর যত বড় তত ভাল মানের ছবি পাবেন। ডিজিটাল ক্যামেরায় যে মানের ছবি পাবেন মোবাইল ফোনের ক্যামেরায় কখনোই সেই মানের ছবি পাবেন না। সহজভাবে হিসেবের জন্য যে নিয়ম মানতে পারেন, নিচের দিকে কম্প্যাক্ট, এরপর মাইক্রো ফোরথার্ড, এরপর কমদামী এসএলআর, এরপর মিডরেঞ্জ এসএলআর এরপর প্রফেশনাল এসএলআর। ক্রমেই দাম বাড়বে এবং ক্রমেই ভাল ক্যামেরা পাবেন।
মেগাপিক্সেল বিষয়টি সেন্সরের। একে ডিজিটাল ফিল্ম বলতে পারেন। মোবাইল ফোনের সেন্সরের আকার ছোট, প্রফেশনাল ক্যামেরার সেন্সর বড়। সেটা প্রফেশনাল ক্যামেরার বড় আকার দেখেই ধারনা করতে পারেন। কমদামী এসএলআরের সেন্সর প্রফেশনাল থেকে ছোট, কম্প্যাক্ট ক্যামেরার সেন্সর তারথেকে ছোট। সাধারনভাবে ধরে নিতে পারেন সেন্সর যত বড় তত ভাল মানের ছবি পাবেন। ডিজিটাল ক্যামেরায় যে মানের ছবি পাবেন মোবাইল ফোনের ক্যামেরায় কখনোই সেই মানের ছবি পাবেন না। সহজভাবে হিসেবের জন্য যে নিয়ম মানতে পারেন, নিচের দিকে কম্প্যাক্ট, এরপর মাইক্রো ফোরথার্ড, এরপর কমদামী এসএলআর, এরপর মিডরেঞ্জ এসএলআর এরপর প্রফেশনাল এসএলআর। ক্রমেই দাম বাড়বে এবং ক্রমেই ভাল ক্যামেরা পাবেন।
. জুম প্রয়োজন হয়
আপনি মনে করতে পারেন আমি দুরের ছবি উঠাব না, কাজেই আমার জুম প্রয়োজন নেই। বাস্তবে সাধারন ছবি উঠানোর জন্য জুম প্রয়োজন হয়। বলা হয় পোর্ট্রেট (ব্যক্তির ছবি) সবচেয়ে ভাল পাওয়া যায় ৮৫ মিমি লেন্সে, কেউ কেউ আরো বেশি ব্যবহার করেন। কাজেই অন্তত ৫এক্সজুম অপটিক্যাল দেখে কম্প্যাক্ট ক্যামেরা কিনুন, অথবা এসএলআর কেনার সময় এদিকে দৃষ্টি রাখুন।
আপনি মনে করতে পারেন আমি দুরের ছবি উঠাব না, কাজেই আমার জুম প্রয়োজন নেই। বাস্তবে সাধারন ছবি উঠানোর জন্য জুম প্রয়োজন হয়। বলা হয় পোর্ট্রেট (ব্যক্তির ছবি) সবচেয়ে ভাল পাওয়া যায় ৮৫ মিমি লেন্সে, কেউ কেউ আরো বেশি ব্যবহার করেন। কাজেই অন্তত ৫এক্সজুম অপটিক্যাল দেখে কম্প্যাক্ট ক্যামেরা কিনুন, অথবা এসএলআর কেনার সময় এদিকে দৃষ্টি রাখুন।
. ক্যামেরার সাইজ গুরুত্বপুর্ন
আপনি ভাল ছবি উঠানোর কারনে বড় ক্যামেরা কিনতে পারেন কিন্তু সেটা কিভাবে সাথে রাখবেন সেদিকেও লক্ষ রাখুন। প্রফেশনাল ফটোগ্রাফাররা বড় ব্যাগ ব্যবহার করেন। আপনি কি ব্যাগে ব্যবহারযোগ্য ক্যামেরা সাথে নেবেন ?
যদি না হয় তাহলে এমন ক্যামেরা বাছাই করুন যা প্রয়োজনে পকেটে রাখা যাবে। হাতের কাছে ক্যামেরা না থাকার চেয়ে কমদামী ক্যামেরা থাকা ভাল।
আপনি ভাল ছবি উঠানোর কারনে বড় ক্যামেরা কিনতে পারেন কিন্তু সেটা কিভাবে সাথে রাখবেন সেদিকেও লক্ষ রাখুন। প্রফেশনাল ফটোগ্রাফাররা বড় ব্যাগ ব্যবহার করেন। আপনি কি ব্যাগে ব্যবহারযোগ্য ক্যামেরা সাথে নেবেন ?
যদি না হয় তাহলে এমন ক্যামেরা বাছাই করুন যা প্রয়োজনে পকেটে রাখা যাবে। হাতের কাছে ক্যামেরা না থাকার চেয়ে কমদামী ক্যামেরা থাকা ভাল।
. শুরুতেই বাজেট ঠিক করে নিন
টাকা যত বেশি ক্যামেরা তত ভাল, ডিজিটাল ক্যামেরার জন্য একেবারে খাটি কথা। আপনি একটু করে টাকার পরিমান বাড়াবেন আরেকটু ভাল ক্যামেরা কেনার সুযোগ পাবেন। শুরুতেই ঠিক করে নিন আপনি সর্বোচ্চ কত টাকার ক্যামেরা কিনতে চান। তারপর সেই দামের ক্যামেরাগুলির দিকে দৃষ্টি দিন।
টাকা যত বেশি ক্যামেরা তত ভাল, ডিজিটাল ক্যামেরার জন্য একেবারে খাটি কথা। আপনি একটু করে টাকার পরিমান বাড়াবেন আরেকটু ভাল ক্যামেরা কেনার সুযোগ পাবেন। শুরুতেই ঠিক করে নিন আপনি সর্বোচ্চ কত টাকার ক্যামেরা কিনতে চান। তারপর সেই দামের ক্যামেরাগুলির দিকে দৃষ্টি দিন।
. ক্যামেরা কেনার আগে সেটা সম্পর্কে জেনে নিন
যে ক্যামেরা কিনবেন সেই ক্যামেরার বৈশিষ্ট, সুবিধা-অসুবিধা ইত্যাদি সম্পর্কে জেনে নিন ইন্টারনেট থেকে। ক্যামেরার মডেল নাম্বার টাইপ করে সার্চ করলে সে সম্পর্কে রিভিউ তো পাবেনই, ব্যবহারকারীরা কি ফল পেয়েছেন এধরনের বক্তব্যও জানার সুযোগ পাবেন। বিশেষ মডেল ক্যামেরার কোন সমস্যা আছে কিনা নিশ্চিত হওয়ার এটাই ভাল উপায়।
ডিজিটাল ক্যামেরা এবং ডিজিটাল ফটোগ্রাফি
ভাল ছবি উঠানোর নিয়ম-কানুন
কখন কোন মোডে ছবি উঠাবেন
সঠিক এক্সপোজার ব্যবহার
ট্রাইপড কেন ব্যবহার করবেন
ফ্লাশ কখন ব্যবহার করবেন না
ডেপথ অব ফিল্ড ব্যবহার
জেপেগ বনাম র মোড
প্যানোরমা ছবি উঠানোর নিয়ম
পোর্ট্রেট ফটোগ্রাফির নিয়ম
ফোকাল লেন্থ, এঙ্গেল অব ভিউ এবং নানা ধরনের লেন্স
ক্যামেরা ব্যাগ – কি দেখে কিনবেন
সঠিক রঙের জন্য হোয়াইট ব্যালান্স
মুভমেন্ট ফটোগ্রাফি
ফটোগ্রাফির জন্য দৃষ্টিভঙ্গি
ফটোগ্রাফির জন্য এডবি লাইটরুম
ফটোগ্রাফি থেকে আয়
ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহারের নিয়ম
ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহার, মিটারিং মোড
ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার
ডিজিটাল ক্যামেরার ফার্মঅয়্যার আপগ্রেড করা
ক্যানন ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহার
এইচডিআর ফটোগ্রাফি
যে ক্যামেরা কিনবেন সেই ক্যামেরার বৈশিষ্ট, সুবিধা-অসুবিধা ইত্যাদি সম্পর্কে জেনে নিন ইন্টারনেট থেকে। ক্যামেরার মডেল নাম্বার টাইপ করে সার্চ করলে সে সম্পর্কে রিভিউ তো পাবেনই, ব্যবহারকারীরা কি ফল পেয়েছেন এধরনের বক্তব্যও জানার সুযোগ পাবেন। বিশেষ মডেল ক্যামেরার কোন সমস্যা আছে কিনা নিশ্চিত হওয়ার এটাই ভাল উপায়।
ডিজিটাল ক্যামেরা এবং ডিজিটাল ফটোগ্রাফি
ভাল ছবি উঠানোর নিয়ম-কানুন
কখন কোন মোডে ছবি উঠাবেন
সঠিক এক্সপোজার ব্যবহার
ট্রাইপড কেন ব্যবহার করবেন
ফ্লাশ কখন ব্যবহার করবেন না
ডেপথ অব ফিল্ড ব্যবহার
জেপেগ বনাম র মোড
প্যানোরমা ছবি উঠানোর নিয়ম
পোর্ট্রেট ফটোগ্রাফির নিয়ম
ফোকাল লেন্থ, এঙ্গেল অব ভিউ এবং নানা ধরনের লেন্স
ক্যামেরা ব্যাগ – কি দেখে কিনবেন
সঠিক রঙের জন্য হোয়াইট ব্যালান্স
মুভমেন্ট ফটোগ্রাফি
ফটোগ্রাফির জন্য দৃষ্টিভঙ্গি
ফটোগ্রাফির জন্য এডবি লাইটরুম
ফটোগ্রাফি থেকে আয়
ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহারের নিয়ম
ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহার, মিটারিং মোড
ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার
ডিজিটাল ক্যামেরার ফার্মঅয়্যার আপগ্রেড করা
ক্যানন ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহার
এইচডিআর ফটোগ্রাফি
No comments:
Post a Comment