পাওয়ারপয়েন্ট ব্যবহার করে সাধারন কাজগুলি উল্লেখ করা হয়েছে প্রথম টিউটোরিয়ালে। প্রেজেন্টেশনকে আরো সুন্দর করার উপায়গুলি দেখে নেয়া যাক। প্রথমেই ইমেজের নানাবিধ ব্যবহার।
পাওয়ারপয়েন্টে ইমেজ আনা খুব সহজ। আপনি ইমেজ এডিটিং সফটঅয়্যারে নানারকম ইফেক্ট ব্যবহার করে তাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ব্যবহার করতে পারেন। তারপরও এর মধ্যে রয়েছে ইফেক্ট ব্যবহারের সুযোগ।
ব্রাইটনেস, কন্ট্রাষ্ট, সাদা-কালো ইত্যাদি
পাওয়ারপয়েন্টে ইমেজ আনার পর তাকে সিলেক্ট করলে Picture টুলবার পাওয়া যাবে। এখান থেকে ইমেজের ব্রাইটনেস-কন্ট্রাষ্ট কমবেশি করা থেকে শুরু করে ইমেজের নির্দিষ্ট অংশ রেখে বাকিটুকু বাদ দেয়া, সাদা-কালো ছবিতে পরিনত করা, বর্ডার দেয়া ইত্যাদি কাজ করা যাবে।
কালার টুল : এর সাহায্যে ছবিকে গ্রে-স্কেল বা সাদাকালো হিসেবে ব্যবহার করতে পারেন। Washout ব্যবহার করলে ছবিটি ঝাপসাভাবে দেখা যাবে। ব্যাকগ্রাউন্ডে ব্যবহারের জন্য এই ইফেক্ট কাজে লাগাতে পারেন।
ব্রাইটনেস এবং কন্ট্রাষ্ট : ব্রাইটনেস বাড়ানো, কমানো, কন্ট্রাষ্ট বাড়ানো এবং কমানো এই কাজগুলির জন্য পৃথক টুল রয়েছে।
ক্রপ টুল : এই সাহায্যে ছবি চারিদিক থেকে অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে পারেন। টুলটি ক্লিক করলেই ছবির চারিদিকে হ্যান্ডলার পাওয়া যাবে। সেগুলি ভেতরের দিকে এনে যতটুকু বাদ দিতে চান বাদ দিন।
রোটেট : আপনি অবশ্যই হ্যান্ডলার ব্যবহার করে ছবিকে ইচ্ছেমত ঘুরাতে পারেন। রোটেট টুল ব্যবহার করে ছবিকে ঠিক ৯০ ডিগ্রী মাপে ঘুরানো যাবে।
লাইন ষ্টাইল : ছবির চারিদিকে বর্ডার ব্যবহারের জন্য লাইনষ্টাইল টুল থেকে পছন্দের ষ্টাইল সিলেক্ট করুন।
ছবির ওপর ডাবল-ক্লিক করে Format Picture ডায়ালগ বক্স পাওয়া যাবে। এখানে কালার-লাইন, সাইজ, পজিশন, পিকচার ইত্যাদি ট্যাব ব্যবহার করে সবগুলি পরিবর্তন করা যাবে।
No comments:
Post a Comment