ইন্টারনেট ব্যবহার করে আয় এখন সারা বিশ্বে আলোচিত বিষয়। অনেকের মতে বর্তমানের কাজের পদ্ধতি পাল্টে যাচ্ছে। আগামীতে মানুষ অফিসে গিয়ে চাকরী করার বদলে নিজের বাড়িতে কম্পিউটারের সামনে বসে কাজ করবে। সেখানে দেশ কোন বাধা না, যে কেউ যে কোন দেশ থেকে ভিন্ন দেশের কাজ করার সুযোগ পাবে। এই পদ্ধতি ক্রমেই জনপ্রিয় হচ্ছে। আপনার দক্ষতা যে বিষয়েই হোক, সেটা ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে আয় করা সম্ভব।
বর্তমানে ইন্টারনেটে আয় কারো কাছে পুরোপুরি পেশা, কেউ অন্য কাজের সাথে বাড়তি আয়ের জন্য ব্যবহার করছেন। এবং অবশ্যই বহু সংখ্যক মানুষ এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না এটা তার উপযোগি কি-না, কিংবা আসলেই এর ওপর নির্ভর করা যায় কি-না।
ইন্টারনেট ব্যবহার করে খুব সামান্য কাজ করে যেমন আয় করা যায় তেমনি বিশেষজ্ঞ পর্যায়ের কাজ করা যায়। কাজের ধরন যেমন ভিন্ন আয়ের পরিমানও তেমনই ভিন্ন। একেবারে সহজ যে সকল পদ্ধতি থেকে আয় করা যায় তার একটি ধারনা দেয়া হচ্ছে এখানে।
. বিজ্ঞাপন দেখে টাকা আয় (পেইড টু ক্লিক বা পিটিসি)
পিটিসি অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি পদ্ধতি। আপনি কোন পিটিসি সাইটের সদস্য হবেন (বিনামুল্যে)। এরপর তাদের সাইটে গিয়ে বিজ্ঞাপনের লিংকে ক্লিক করবেন। একেক ধরনের বিজ্ঞাপনের জন্য একেক পরিমান টাকা পাবেন। এই পদ্ধতির সুবিধে হচ্ছে সাথেসাথে জানার সুযোগ রয়েছে আপনার কত আয় হচ্ছে। কাজে উতসাহের জন্য বিষয়টি উপযোগি। আর মন্দ দিক হচ্ছে এভাবে আয়ের পরিমান অত্যন্ত কম। ১ ডলার আয়ের জন্য হয়ত কয়েকশত ক্লিক করা প্রয়োজন হতে পারে। আরেকটি সমস্যা হচ্ছে ভুয়া পিটিসি সাইট। অনেকে প্রতি ক্লিকে কয়েক ডলারের লোভ দেখিয়ে এই ব্যবসা করে, পরবর্তীতে টাকা দেয় না।
পিটিসি অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি পদ্ধতি। আপনি কোন পিটিসি সাইটের সদস্য হবেন (বিনামুল্যে)। এরপর তাদের সাইটে গিয়ে বিজ্ঞাপনের লিংকে ক্লিক করবেন। একেক ধরনের বিজ্ঞাপনের জন্য একেক পরিমান টাকা পাবেন। এই পদ্ধতির সুবিধে হচ্ছে সাথেসাথে জানার সুযোগ রয়েছে আপনার কত আয় হচ্ছে। কাজে উতসাহের জন্য বিষয়টি উপযোগি। আর মন্দ দিক হচ্ছে এভাবে আয়ের পরিমান অত্যন্ত কম। ১ ডলার আয়ের জন্য হয়ত কয়েকশত ক্লিক করা প্রয়োজন হতে পারে। আরেকটি সমস্যা হচ্ছে ভুয়া পিটিসি সাইট। অনেকে প্রতি ক্লিকে কয়েক ডলারের লোভ দেখিয়ে এই ব্যবসা করে, পরবর্তীতে টাকা দেয় না।
. ইমেইল পড়ার জন্য টাকা আয়
পিটিসি সাইটে যেমন টাকা দেয় বিজ্ঞাপন দেখার জন্য তেমনি তাদের সাইটে না গিয়ে আপনার ইমেইল এড্রেস ব্যবহার করেও টাকা পেতে পারেন। পিটিসির পদ্ধতিতেই কারো সদস্য হবেন। আপনার কাছে যতগুলি ইমেইল আসবে তাদের জন্য নির্দিস্ট হারে টাকা পাবেন। আপনি সত্যি সত্যি পড়েছেন কিনা সেটা যাচাই করার জন্য ইমেইলের লিংকে ক্লিক করতে হবে।
পিটিসি সাইটে যেমন টাকা দেয় বিজ্ঞাপন দেখার জন্য তেমনি তাদের সাইটে না গিয়ে আপনার ইমেইল এড্রেস ব্যবহার করেও টাকা পেতে পারেন। পিটিসির পদ্ধতিতেই কারো সদস্য হবেন। আপনার কাছে যতগুলি ইমেইল আসবে তাদের জন্য নির্দিস্ট হারে টাকা পাবেন। আপনি সত্যি সত্যি পড়েছেন কিনা সেটা যাচাই করার জন্য ইমেইলের লিংকে ক্লিক করতে হবে।
. ইন্টারনেট ব্রাউজ করে টাকা আয়
একেও পিটিসির আরেক সংস্করন বলতে পারেন। আপনি নির্দিষ্ট সফটঅয়্যার ইনষ্টল করে তার মাধ্যমে বিভিন্ন সাইটে যাবেন, বিনিময়ে টাকা পাবেন।
একেও পিটিসির আরেক সংস্করন বলতে পারেন। আপনি নির্দিষ্ট সফটঅয়্যার ইনষ্টল করে তার মাধ্যমে বিভিন্ন সাইটে যাবেন, বিনিময়ে টাকা পাবেন।
. ফেসবুক ব্যবহার করে টাকা আয়
ফেসবুকে ভক্তের সংখ্যা যত বেশি তত বেশি আয় করতে পারেন এই পদ্ধতিতে। বিষয়টি খুব সহজ, আপনি তাদের সাইটের সদস্য হবে। ফলে আপনার যারা বন্ধু তাদের সাথে কোম্পানীর যোগাযোগ হবে, বিনিময়ে আপনি টাকা পাবেন।
ফেসবুকে ভক্তের সংখ্যা যত বেশি তত বেশি আয় করতে পারেন এই পদ্ধতিতে। বিষয়টি খুব সহজ, আপনি তাদের সাইটের সদস্য হবে। ফলে আপনার যারা বন্ধু তাদের সাথে কোম্পানীর যোগাযোগ হবে, বিনিময়ে আপনি টাকা পাবেন।
. ফরম পুরন করে টাকা আয়
বহু অনলাইন প্রতিস্ঠান রয়েছে যেখানে তাদের ফরম পুরন করে সদস্য হলে টাকা পাওয়া যায়।
বহু অনলাইন প্রতিস্ঠান রয়েছে যেখানে তাদের ফরম পুরন করে সদস্য হলে টাকা পাওয়া যায়।
এগুলি বিশেষ কোন কাজ না করে টাকা আয়ের কয়েকটি উদাহরন। অধিকাংশ ক্ষেত্রেই তাদের লিংক প্রচার করে নিয়মিত আয় করতে পারেন। প্রচারের জন্য ইমেইল, ফেসবুক, ব্লগ যে কোনকিছুই ব্যবহার করতে পারেন।
স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকতে পারে এধরনের কাজের জন্য কোথায় যোগাযোগ করবেন। তারা সত্যি টাকা দেয় কিনা কিভাবে যাচাই করবেন।
এই সাইটে কয়েকটি লেখা রয়েছে নির্দিষ্ট কিছু কোম্পানী সম্পর্কে। সেগুলি পরিক্ষীত। ক্লিকসেন্স, ফাষ্ট২আর্ন ইত্যাদি লেখার সাথে লিংক কিংবা পাশের বিজ্ঞাপনকে বিশ্বাস করতে পারে। এছাড়া সার্চ করে এমনকিছু সাইট পাবেন যেখানে বিভিন্ন ধরনের সেবার রিভিউ দেয়া রয়েছে (যেমন www.bestemoneys.com )।
যে কোন সাইটের সদস্য হওয়ার আগে তাদের সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করে নিন। বিভিন্ন যায়গা সেই সাইটের সম্পর্কে মতামত পড়ুন। তাদের টাকা দেয়ার পদ্ধতি কি জেনে নিন।
শুরুতেই টাকা দিয়ে কোথাও সদস্য হবে না। অনেক যায়গায় টাকা দিয়ে সদস্য হলে বেশি আয় করা যায়। বিনামুল্যে শুরু করে লাভ দেখলে পরে আয়ের টাকায় সদস্য হোন।
fine tune
ReplyDeletefor bangladesh job relaed plz visit
www.alljobsbd.com
this is very nice post.................
ReplyDeletethanks for post
ReplyDelete