Thursday, August 16, 2012

এডবি প্রিমিয়ারে ভিডিওর নির্দিষ্ট ঝাপসা করা


ভিডিও তৈরীর সময় অনেক কারনে ভিডিওর বিশেষ কোন অংশ ঝাপসা করা প্রয়োজন হয়। সহজ উদাহরন, নিরাপত্তার কারনে কারো মুখ ঝাপসা করে দেয়া বা বিভতস দৃশ্যের বিশেষ অংশ ঝাপসা করে দেয়া।
এডবি প্রিমিয়ারে ভিডিওকে ঝাপসা করার জন্য Blur ফিল্টার ব্যবহার করা হয়। ব্লার ফিল্টার ব্যবহারের সময় নির্দিস্ট অংশ সিলেক্ট করার ব্যবস্থা নেই। ফলে পুরো ভিডিও ঝাপসা হয়ে যায়। কাজটি করতে হয় বিশেষ ব্যবস্থায়।
প্রিমিয়ারে কিভাবে ভিডিওর নির্দিস্ট অংশ ঝাপসা করা যায় উল্লেখ করা হচ্ছে এই টিউটোরিয়ালে।


.          ভিডিওকে দুটি ট্রাকে এমনভাবে রাখুন যেন প্লে হওয়ার সময় একই সময়ে প্লে হয়।
.          ওভারলে টাকের ভিডিওতে (ওপরের ট্রাকে) ব্লার ফিল্টার প্রয়োগ করুন। উদাহরনে Gaussian blur ব্যবহার করা হয়েছে। কি পরিমান ব্লার ব্যবহার করতে চান সেটা ঠিক করে দিন।
.          Crop ফিল্টার প্রয়োগ করুন এবং যতটুকু ঝাপসা করতে চান ততটুকু সিলেক্ট করে দিন। বাকি অংশ দিয়ে নিচের ভিডিও দেখা যাবে।
.          রেন্ডার করুন।

ভিডিওতে মুভমেন্ট থাকলে কিফ্রেম ব্যবহার করে নির্দিস্ট যায়গা সরানো প্রয়োজন হয়।  সেক্ষেত্রে ওভারলে ভিডিওটি এনিমেটেড মাস্ক এর মত কাজ করবে।

No comments:

Post a Comment