কোরেল ভিডিও ষ্টুডিও, ইউলিড মিডিয়া ষ্টুডিও ইত্যাদি ভিডিও এডিটিং সফটঅয়্যারের এর সাথে হলিউড এফএক্স, এডোরেজ, এক্সপ্লোড সহ অন্যান্য প্লাগইন ব্যবহার করে বিপুল পরিমান ভিডিও এবং ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করা যায়। অনেক সময়ই প্লাগইনগুলি ইনষ্টল নিয়ে সমস্যায় পড়েন ব্যবহারকারী, কারন ইনষ্টলার ব্যবহার করে ইনষ্টল করার পর তাকে সফটঅয়্যারের ভেতর থেকে খুজে পাওয়া যায় না। এধরনের অবস্থায় পড়লে কি করতে হবে জেনে নিন।
. ইনষ্টলার ব্যবহার করে প্লাগইন ইনষ্টল করুন।
. প্রোগ্রাম ফাইলস \program files\ ফোল্ডার থেকে প্লাগইন এর ফোল্ডার ওপেন করুন।
. হোষ্ট প্লাগইন ফোল্ডারে বিভিন্ন ভিডিও এডিটিং সফটঅয়্যারের জন্য পৃথক পৃথক ফোল্ডার থাকার কথা। মিডিয়া ষ্টুডিও কিংবা ভিডিও ষ্টুডিও এর জন্য প্লাগইন ফোল্ডার থেকে ফাইলগুলি কপি করুন।
. ভিডিও এডিটিং সফটঅয়্যারের vfx-plug ফোল্ডারে পেষ্ট করুন।
এরপর ভিডিও এডিটিং সফটঅয়্যার চালু করলে প্লাগইনগুলি তার ভেদর থেকে কাজ করবে। ইউলিড মিডিয়া ষ্টুডিও কিংবা ভিডিও ষ্টুডিও (বর্তমানের কোরেল ভিডিও ষ্টুডিও) দুটি সফটঅয়্যারে একই প্লাগইন ব্যবহার করা যায়, এদের প্রোগ্রাম ফোল্ডারের গঠন একই রকম।
অন্যান্য এডিটিং সফটঅয়্যারের জন্য তাদের নিজস্ব প্লাগইন ফোল্ডারে কপি করুন।
No comments:
Post a Comment