Tuesday, March 27, 2012

ছবির ফ্রেম তৈরীর জন্য Corel PhotoImpact

একসময় ফটোগ্রাফ বা ছবি বলতে কাগজের ছবি বুঝানো হত। সেগুলি ফ্রেমে করে সাজাতে হত। ডিজিটাল ফটোগ্রাফির যুগে এধরনের ফ্রেমের ব্যবহার কমে গেছে, বদলে ডিজিটাল ফ্রেম চালু হয়েছে। সেখানে মেমোরীতে ছবি রাখা যায়। অনেকে ছবিতের চারিদিকে সৌন্দর্যবর্ধত ফ্রেম তৈরী করে নেন। বিশেষ করে ফটো-স্লাইড শো কিংবা বিয়ের ভিডিও এডিটিং এর সময় চাহিদা বেশি।
ফটোশপে সরাসরি ফ্রেম ব্যবহারের সুযোগ নেই। প্লাগ-ইন ব্যবহার করে ফ্রেম তৈরী করা গেলেও অনেকের কাছে ফটোশপ সফটঅয়্যারটিই জটিল মনে হয়। তাদের জন্য সমাধান এই কাজের উপযোগি সহজ কোন সফটঅয়্যার।
ইউলিডের ফটো-ইমপ্যাক্ট এডবি ফটোশপের মত ফটো এডিটিং সফটঅয়্যার। কোরেল কর্পোরেশন কিনে নেয়ার পর এর নাম বর্তমানে কোরেল ফটো-ইমপ্যাক্ট। প্রতিযোগিতায় ফটোশপের সাথে কখনই সত্যিকারের প্রতিদ্বন্দিতা গড়ে তুলতে পারেনি। তারপরও কিছু কারনে অনেকেই সফটঅয়্যারটি পছন্দ করেন। একটি বড় কারন ছবির ফ্রেম তৈরী। ড্রাগ এন্ড ড্রপ পদ্ধতিতে তৈরী করা যায় নানা ধরনের ফ্রেম।
এর ব্যবহার খুব সহজ;
.          ইনষ্টল করা থাকলে সফটঅয়্যারটি চালু করুন।
.          যে ছবিতে ফ্রেম ব্যবহার করতে চান সেটি ওপেন করুন।
.          প্যানেলে Photo Frame  এক্সপান্ড করুন (ছবিতে Photo Frame – Classic দেখানো হয়েছে।
.          পছন্দের ফ্রেমটি ড্রাগ করে ছবির ওপর নিয়ে ছেড়ে দিন (অথবা ডাবল ক্লিক করুন)।

ক্লাসিক ফ্রেম যদি বেশি রংচঙে মনে হয় তাহলে Edge preset, magic ইত্যাদি ব্যবহার করতে পারেন।
ক্লাসিক ফ্রেম ব্যবহারের পর ফ্রেমটি সিলেক্টেড অবস্থায় থাকে। এর নির্দিষ্ট অংশ পরিবর্তণ করে বা মুছে দিয়েও বৈচিত্র আনতে পারেন।

অন্যান্য ফিচার
.          ছবিতে প্যাটার্ন ব্যবহার করে ফ্রেম তৈরী করতে চান। টুলবক্সে Stamp Tool সিলেক্ট করুন, প্যালেট থেকে প্রজাপতি, ফুল ইত্যাদি যা ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করুন, এরপর প্যাটার্ন ব্রাশ হিসেবে ব্যবহার করে ফ্রেম বা ডিজাইন তৈরী করুন।
.          ছবির সমস্যা দুর করতে চান ? রং, আলো ইত্যাদি পরিবর্তণ করতে চান ? পানির ফোটা বা আলোর ইফেক্ট ব্যবহার করতে চান ? প্যালেট থেকে নির্দিষ্ট টুল খূজে ডাবল ক্লিক করুন।
ফটো-ইমপ্যাক্ট এর ব্যবহার এতটাই সহজ যে কিছুক্ষন ব্যবহার করলে নিজেই জেনে যাবেন কোন কাজ কিভাবে করতে হয়। অন্যান্য সফটঅয়্যারের সাথে এটা ব্যবহার করে কাজে বৈচিত্র আনতে পারেন সহজেই।

No comments:

Post a Comment