Sunday, May 27, 2012

ইলাষ্ট্রেটরে পানির ফোটা তৈরী


লোগো সহ বিভিন্ন ধরনের ডিজাইনে পানির ফোটার ছবি প্রয়োজন হয়। ইলাষ্ট্রেটরে কিভাবে পানির ফোটা তৈরী করা যায় দেখানো হচ্ছে এই টিউটোরিয়ালে।
.          ইলিপস টুল ব্যবহার করে নীল রঙের একটি বৃত্ত আকুন।
.          মেনু থেকে Object – Create Gradient Mesh কমান্ড দিয়ে গ্রাডিয়েন্ট মেস তৈরী করুন এবং ডিফল্ট সেটিং (ছবি) ব্যবহার করুন।
.          ডিরেক্ট সিলেকসন টুল ব্যবহার করে নিচ থেকে মাঝের দ্বিতীয় পয়েন্ট সিলেক্ট করুন এবং কালার প্যালেট থেকে সাদা রং প্রয়োগ করুন। ওপর থেকে দ্বিতীয় পয়েন্ট সিলেক্ট করে হালকা নিল রং ব্যবহার করুন।
.          মাঝখানের ৩টি পয়েন্ট সিলেক্ট করে গাঢ নিল রং ব্যবহার করুন।
.          সাদা পয়েন্ট সিলেক্ট করে তাকে নিচের দিকে টেনে নামান। উদ্দেশ্য তাকে গোলাকার সেপের বদলে ডিম্বাকার চেহারা দেয়া।
.          একইভাবে অন্যান্য পয়েন্ট টেনে সরিয়ে চকচকে পানির রঙ আনার চেষ্টা করুন।
.          বিভিন্ন পয়েন্ট সরিয়ে একে পানির ফোটার চেহারা দিন।

গ্রাডিয়েন্ট মেস এর মুল কাজ সেপকে পছন্দ মত লিকুইড সেপ দেয়া এবং একইসাথে মানানসই রঙ ব্যবহার করা। ব্যবহারে দক্ষতা অর্জণ করলে অনায়াসে পানির ফোটা সগ আকাশ/মেঘ সহ নানা ধরনের অর্গানিক সেপ (যেমন গাছের পাতা) তৈরী করতে পারেন।

3 comments:

  1. vaia, photoshop r illustrator er main difference ta kindly explain korun. Thanks for this article.

    ReplyDelete
    Replies
    1. দুটি সফটঅয়্যারের প্রথম দিকের টিউটোরিয়ালে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। সংক্ষেপে আরেকবার;
      ফটোশপে বিটম্যাপ ইমেজ নিয়ে কাজ করা হয়। যেমন ফটোগ্রাফ। দেখতে সুন্দর। বড়-ছোট করলে মান নষ্ট হয়।
      ইলাষ্ট্রেটর ভেক্টর ড্রইং নিয়ে কাজ করে। মান ঠিক রেখে বড়-ছোট করা যায়। একারনে লোগো, টেক্সট ইত্যাদিতে ব্যবহার করা হয়। ডিজাইনাররা দুটিকে একসাথে ব্যবহার করেন।

      Delete