Tuesday, May 24, 2011

মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়াল : ক্লিপআর্ট, পিকচার, ওয়ার্ড আর্ট এবং ড্রইং, Word tutorial

অনেক কারনেই মাইক্রোসফট ওয়ার্ডে ছবি ব্যবহার করা প্রয়োজন হয়। আপনার প্রতিস্ঠানের লোগো সহ চিঠি প্রিন্ট করা প্রয়োজন হতে পারে, লেটারহেড যদি ইমেজ হিসেবে তৈরী করা থাকে তাহলে সেটা ব্যবহার প্রয়োজন হতে পারে, কিংবা কোন রিপোর্টের সাথে মিল রেখে ছবি বা ইলাষ্ট্রেশন ব্যবহার করা প্রয়োজন হতে পারে।
ওয়ার্ডে দুধরনের ছবি ব্যবহার করা হয়। ক্লিপআর্ট এবং ফটোগ্রাফ। মুলত ক্লিপআর্ট কোন বিষয়ে তৈরী করা ছবি। ওয়ার্ডের সাথে অনেকগুলি দেয়া থাকে, ইন্টারনেট থেকে ব্যবহার করতে পারেন। আর ফটোগ্রাফ বা ইমেজ হচ্ছে আপনার পছন্দের ছবি যা আপনি তৈরী করে নেবেন।
এর বাইরেও সরাসরি ক্যামেরা থেকে ছবি ব্যবহার করতে পারেন, স্ক্যানার থেকে স্ক্যান করতে পারেন, ডাটা থেকে গ্রাফ বা চার্ট ব্যবহার করতে পারেন অথবা ওয়ার্ডের ড্রইং টুল ব্যবহার করে ড্রইং করতে পারেন।
ডিস্ক থেকে কোন ফাইল ব্যবহার দিয়ে শুরু করা যাক। এজন্য সবচেয়ে সাধারন ফরম্যাট হচ্ছে জেপেগ। এছাড়া অধিকাংশ বিটম্যাপ ফরম্যাটই ব্যবহার করা যাবে।
.          যেখানে ইমেজ ব্যবহার করতে চান সেখানে ক্লিক করে কার্সর রাখুন
.          মেনু থেকে কমান্ড দিন Insert – Picture – From File
.          ইমেজ ফাইলটি ব্রাউজ করে সিলেক্ট করুন।

যেখানে কার্সর অবস্থান করছিল সেখানে ইমেজটি পাওয়া যাবে। যদি সঠিক যায়গায় নাও থাকে একে ড্রাগ করে অন্য যায়গায় সরানো যাবে।
ইমেজ পরিবর্তন করা
ওয়ার্ডে আনার পর সাইজ বড়-ছোট করা, ব্রাইটনেস-কন্ট্রাষ্ট পরিবর্তনসহ ইমেজের বেশকিছু পরিবর্তন করা যায়। ইমেজ এর ওপর ক্লিক করে সিলেক্ট করলেই Picture নামে একটি টুলবার পাওয়া যাবে এসব কাজের জন্য।
.          টুলবারে কোন টুল কি কাজ করে জানার জন্য সেখানে মাউস পয়েন্টার আনুন।
.          কাজগুলি করে দেখুন।
.          পুরো ইমেজ বড় কিংবা ছোট করার জন্য চার কোনায় অথবা পাশের লাইনের মাঝখানের হ্যান্ডলার ব্যবহার করুন।
বিটম্যাপ ইমেজ বড় করলে ছবির মান নষ্ট হয়। যতটা সম্ভব আগেই ইমেজ এর মাপ ঠিক করে তারপর ইমপোর্ট করুন।
.          ইমেজের চারিদিকে টেক্সট ব্যবহারের জন্য Text Wrapping টুলে ক্লিক করুন।

ক্লিপআর্ট ব্যবহার
ওয়ার্ড ডকুমেন্টে ক্লিপআর্ট ব্যবহার করতে পারেন ওয়ার্ডের (অফিস) সাথে ইনষ্টল করা ফাইলগুলির মধ্য থেকে, হার্ডডিস্কের অন্য ফাইল থেকে অথবা ইন্টারনেট থেকে।
.          মেনু থেকে Insert – Picture – ClipArt কমান্ড দিন। ডানদিকের সাইডবারে ক্লিআর্টের অপশপ পাওয়া যাবে।
.          নির্দিষ্ট বিষয়ের ইমেজ খোজার জন্য সার্চবক্সে কিওয়ার্ড টাইপ করে সার্চ করুন।
.          কোথায় সার্চ করবে সেটা নির্দিস্ট করে দিন।
.          কোন ধরনের মিডিয়া (ক্লিপআর্ট, ফটোগ্রাফ, ভিডিও, সাউন্ড) সার্চ করবে সেটা নির্দিস্ট করে দিতে পারেন।
.          ইন্টারনেট থেকে সার্চ করার জন্য লিংকে ক্লিক করুন।
.          সার্চ শেষে ডানদিকে ক্লিপআর্টের প্রিভিউ দেখা যাবে। নির্দিষ্ট ইমেজের ওপর ক্লিক করলেই ইমেজটি ডকুমেন্টে পাওয়া যাবে।
.          ক্লিপআর্টে আগের ইমেজের মত সবধরনের পরিবর্তন করা যাবে।

ওয়ার্ড আর্ট ব্যবহার
ওয়ার্ড আর্ট ব্যবহার করে দৃষ্টিনন্দন টাইটেল তৈরী করা যায়। সাধারনত ডকুমেন্টের নাম তৈরীতে ব্যবহার করা হয় ওয়ার্ড আর্ট
.          মেনু Insert – Picture – WordArt থেকে কমান্ড দিন।
.          ওয়ার্ডআর্ট এর উদাহরন থেকে নির্দিষ্ট ষ্টাইল সিলেক্ট করুন।
.          যে টেক্সট ব্যবহার করবেন সেটা টাইপ করুন, অথবা আগে কপি করলে এখানে পেষ্ট করুন।
.          ওকে বাটনে ক্লিক করুন।

কার্সর এর যায়গায় বাছাই করা ষ্টাইলে লেখাটি পাওয়া যাবে। একে বড়ছোট করা বা যায়গামত সরানোর কাজ করা যাবে অন্যান্য অবজেক্ট এর মতই।

ড্রইং
সরল রেখা, বৃত্ত থেকে শুরু করে নানাধরনের তৈরী সেপ (অটোসেপ) ব্যবহার বা তৈরী করার জন্য ড্রইং টুলবার নামে পৃথক একটি টুলবার রয়েছে ওয়ার্ডে। যদি টুলবারটি না দেখা যায় তাহলে অন্য টুলবারে রাইট-ক্লিক করে ড্রইং সিলেক্ট করুন। সাধারনত একে নিচে রেখে ব্যবহার করা হয়।
.          সরলরেখা আকার জন্য Line টুল সিলেক্ট করুন। ডকুমেন্টে কার্সরের যায়গায় ড্রইং এর জন্য একটি যায়গা তৈরী হবে। সেখানে রেখা আকুন।
.          আকার পর যেকোন প্রান্ত ব্যবহার করে বড় ছোট করা বা ঘুরানো যাবে। নির্দিস্ট একটি ড্রইং অবজেক্ট সিলেক্ট করার জন্য সিলেকশন টুল ব্যবহার করুন।
.          অন্যান্য টুলগুলি ব্যবহার করে প্রয়োজনমত সেপ আকুন।
.          ব্যবহার করে লাইনের রং এবং ব্যবহার করে বৃত্ত, আয়তক্ষেত্র ইত্যাদির রং পরিবর্তন করুন।
.          অটোসেপ থেকে পছন্দমত সেপ ব্যবহার করুন।

ওয়ার্ডে ড্রইং করা যায় একথা ঠিক হলেও নিতান্ত প্রয়োজনে সামান্য কিছু ড্রইং করাই ভাল। সত্যিকারের ড্রইং সফটঅয়্যারের সুবিধে এখানে নেই। জটিল কাজ অন্য কোথাও করে তাকে এখানে ইমপোর্ট করাই ভাল।



অন্যান্য টিউটোরিয়াল


মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার
ওয়ার্ডে ক্যারেকটার, প্যারাগ্রাফ এবং পেজ ফরম্যাটিং
ওয়ার্ডে টেবিল ব্যবহার
হেডার-ফুটার, পেজ নাম্বারিং

ওয়ার্ড কাষ্টমাইজেশন
থিম-টেম্পলেট ব্যবহার


No comments:

Post a Comment