ফটোগ্রাফারদের কাছে মডেল ফটোগ্রাফি সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। কোন পন্যের বিষয় যেমন তুলে ধরতে হয়, তেমনি মডেলের ভঙ্গির মধ্যে দিয়ে বিষয়কে আরো জোরালোভাবে প্রকাশ করতে হয়। বড় কোম্পানীগুলি বিজ্ঞাপনের জন্য বহুকোটি টাকা ব্যয় করে, অন্যদিকে বিজ্ঞাপন মডেল হিসেবে অনেকের রয়েছে বিশ্বখ্যাতি। খেলাধুলা বা অন্য কাজে যেমন কেউ তারকা হন তেমনি মডেল হিসেবে অনেকে তারকা হন। অনেক সময়ই সেখানে উল্লেখ থাকে না এর পেছনের গুরুত্বপুর্ন ব্যক্তির, ফটোগ্রাফারের। তার যোগ্যতার ওপর নির্ভর করে বিজ্ঞাপনের সাফল্য।
বহু বছর ধরে মানুষ নানা ধরনের গবেষনা করে কিছু নিয়ম তৈরী করেছে। এধরনের একটি নিয়ম হচ্ছে সিএসআই। ইংরেজি সি, এস এবং আই অক্ষরের মত ভঙ্গি, সেকারনেই এই নাম।
লোয়া এন্ডারসেন নামে একজন মডেল, পরে শিক্ষক এই পদ্ধতি উল্লেখ করে গেছেন। একে নেয়া হয়েছে আগেকার দিনের ইউরোপিয়ান শিল্পীদের আকা ছবির ধরন থেকে।
মুল কথা হচ্ছে, একজন দাড়ানোর সময় তার ভঙ্গির কাধ বরাবর প্রথম লাইন, কোমড় বরাবর দ্বিতীয় লাইন, কাধ এবং কোমড়ের মাঝখান দিয়ে তৃতীয় লাইন, শরীরের ঠিক মাঝ বরাবর চতুর্থ লাইন এবং কাধের মাঝবিন্দু থেকে মাথার মাঝখান পর্যন্দ পঞ্চম লাইন, এভাবে ৫টি লাইন আকলে ইংরেজি সি, এস অথবা আই অক্ষর পাওয়া যাবে। ছবিতে বিষয়টি দেখানো হয়েছে।
এই নিয়মের সুবিধে হচ্ছে খুব সহজেই এর সাহায্যে পায়ের অবস্থান, হাতের ভঙ্গি শরীর বাকানো সবকিছু প্রকাশ করা যায়।
এই নিয়মের আরো বর্ধিত কিছু বিষয় হচ্ছে, পায়ের একটি গোড়ালি দেখা যাবে (আরেকটি সোজাভাবে ক্যামেরার দিকে থাকবে, অন্যকথায় দুপা কিছুটা ফাকা রাখতে হবে ), পাশ থেকে উঠানো হলে পা ক্রশ করা অবস্থায় থাকবে, কোমড়ে হাত রাখলে বৃদ্ধাঙ্গুল পেছনে বাকি চার আঙুল সামনের দিকে থাকবে ইত্যাদি।
যদি মডেলের ছবি উঠাতে হয় তাহলে শরীরের প্রতিটি অংশ ঠিকভাবে আছে কিনা, বসেথাকা বা দাড়ানো অবস্থার অঙ্গি, হাত-পায়ের অবস্থান, দুরত্ব, দিক, চুল, পোষাক সবকিছু মানানসই করে তবেই ভাল ফল পেতে পারেন। এজন্য অবশ্যই ছবি উঠানোর পর সেগুলি বিশ্লেষন করে এবং বারবার চেষ্টা করে দক্ষতা বাড়াতে পারেন।
ফটোগ্রাফি টিউটোরিয়াল
ফটোগ্রাফি টিউটোরিয়াল
- ডিজিটাল ক্যামেরা এবং ডিজিটাল ফটোগ্রাফি
- ভাল ছবি উঠানোর নিয়ম-কানুন
- কখন কোন মোডে ছবি উঠাবেন
- সঠিক এক্সপোজার ব্যবহার
- ট্রাইপড কেন ব্যবহার করবেন
- ফ্লাশ কখন ব্যবহার করবেন না
- ডেপথ অব ফিল্ড ব্যবহার
- জেপেগ বনাম র মোড
- প্যানোরমা ছবি উঠানোর নিয়ম
- পোর্ট্রেট ফটোগ্রাফির নিয়ম
- ফোকাল লেন্থ, এঙ্গেল অব ভিউ এবং নানা ধরনের লেন্স
- ক্যামেরা ব্যাগ – কি দেখে কিনবেন
- সঠিক রঙের জন্য হোয়াইট ব্যালান্স
- মুভমেন্ট ফটোগ্রাফি
- ফটোগ্রাফির জন্য দৃষ্টিভঙ্গি
- ফটোগ্রাফির জন্য এডবি লাইটরুম
- ফটোগ্রাফি থেকে আয়
- ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহারের নিয়ম
- ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহার, মিটারিং মোড
- ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার
- ডিজিটাল ক্যামেরার ফার্মঅয়্যার আপগ্রেড করা
- ক্যানন ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহার
- এইচডিআর ফটোগ্রাফি
- ক্লোজআপ ফটোগ্রাফি
No comments:
Post a Comment