ফটোশপ লাইটরুম প্রথম টিউটোরিয়ালে সফটঅয়্যারের পরিচিতি, ইন্টারফেস এবং সাধারন কাজগুলি উল্লেখ করা হয়েছে। আপনার ছবিগুলি বাছাই করে সেগুলিকে ইমপোর্ট করার কাজ করে নিন সেখানে দেয়া তথ্য অনুযায়ী। 
এবারে দেখা যাক সেগুলিকে আরো উন্নত করা যায় কিভাবে। আপনি যত ভালভাবেই ছবি উঠান না কেন, সেখানে কিছু করার সুযোগ সবসময়ই থাকে। কখনো কখনো বড় ধরনের পরিবর্তন করা প্রয়োজন হয়। প্রতিটি ইমেজকে পৃথক পৃথকভাবে এডিট করার কাজটি সময়সাপেক্ষ সন্দেহ নেই, কিন্তু যেহেতু সেগুলি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট সম্পন্ন সেহেতু এভাবেই সবচেয়ে ভাল ফল পেতে পারেন।
.          ডেভেলপ ট্যাবে ক্লিক করুন
.          ট্যাবের বামদিকের বর্ডারে ড্রাগ করে যতটা সম্ভব বড় করে নিন।
.          প্যানেলে রাইট-ক্লিক করে সোলো মোড সিলেক্ট করে নিন। এরফলে স্ক্রল করা প্রয়োজন হবে না।
কাজের ধাপগুলি
ডেভেলপমেন্ট মডিউলে যে কাজগুলি করা হয় সেগুলি একবার জেনে নিন। যেভাবে উল্লেখ করা হয়েছে কাজের সময় এভাবেই ধাপগুলি সম্পন্ন করবেন।
.          গ্লোবাল রেন্ডারিং (সাধারন এডজাষ্টমেন্ট)
ডিফল্ট সেটিং এবং অটো সেটিং
ক্যামেরা ক্যালিব্রেশন
ডিফল্ট সেটিং এবং অটো সেটিং
ক্যামেরা ক্যালিব্রেশন
.          ক্রপ এন্ড ষ্ট্রেট
ইমেজের অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়া, বাকা থাকলে সোজা করা
ইমেজের অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়া, বাকা থাকলে সোজা করা
.          হোয়াইট ব্যালান্স
আলোর ধরন ঠিক করা
আলোর ধরন ঠিক করা
.          টোন এডজাষ্টমেন্ট
এক্সপোজার ঠিক করা
কালো অংশ ঠিক করা
ব্রাইটনেস ঠিক করা
কন্ট্রাষ্ট ঠিক করা
ক্লারিটি ঠিক করা
টোন কার্ভ ব্যবহার
এক্সপোজার ঠিক করা
কালো অংশ ঠিক করা
ব্রাইটনেস ঠিক করা
কন্ট্রাষ্ট ঠিক করা
ক্লারিটি ঠিক করা
টোন কার্ভ ব্যবহার
.          কালার এডজাষ্টমেন্ট
ভাইব্রান্স এন্ড স্যাচুরেশন
সিলেকটিভ কালার এডজাষ্টমেন্ট
ভাইব্রান্স এন্ড স্যাচুরেশন
সিলেকটিভ কালার এডজাষ্টমেন্ট
.          ডিটেল
নয়েজ কমানো
শার্প করা
নয়েজ কমানো
শার্প করা
.          লেন্স কারেকশন
ডিসটর্শন কারেকশন
ক্রোমাটিক এবারেশন এবং ফ্রিঞ্জিং
ডিসটর্শন কারেকশন
ক্রোমাটিক এবারেশন এবং ফ্রিঞ্জিং
.          লোকাল এডজাষ্টমেন্ট
গ্রাজুয়েটেড ফিল্টার
এডজাষ্টমেন্ট ব্রাশ ব্যবহার
গ্রাজুয়েটেড ফিল্টার
এডজাষ্টমেন্ট ব্রাশ ব্যবহার
.          স্পট রিমোভাল।
আপনি লক্ষ করবেন অধিকাংশ ইমেজে এই ধাপগুলি সম্পন্ন করে ভাল ফল পাওয়া যায়। এই ধাপগুলি সম্পর্কে যতটা সম্ভব বিস্তারিত জানানো হবে। লাইটরুমে যতটা প্রসেস করা যায় ততটা করুন।
মনে হতে পারে অনেক ধীর্ঘ কাজ করতে হবে। একথা ঠিক, পেশাদার ফটোগ্রাফাররা নিয়মিতভাবে এই কাজগুলি করেন। একারনেই তাদের ছবি দেখার মত সুন্দর হয়।
- ডিজিটাল ক্যামেরা এবং ডিজিটাল ফটোগ্রাফি
 - ভাল ছবি উঠানোর নিয়ম-কানুন
 - কখন কোন মোডে ছবি উঠাবেন
 - সঠিক এক্সপোজার ব্যবহার
 - ট্রাইপড কেন ব্যবহার করবেন
 - ফ্লাশ কখন ব্যবহার করবেন না
 - ডেপথ অব ফিল্ড ব্যবহার
 - জেপেগ বনাম র মোড
 - প্যানোরমা ছবি উঠানোর নিয়ম
 - পোর্ট্রেট ফটোগ্রাফির নিয়ম
 - ফোকাল লেন্থ, এঙ্গেল অব ভিউ এবং নানা ধরনের লেন্স
 - ক্যামেরা ব্যাগ – কি দেখে কিনবেন
 - সঠিক রঙের জন্য হোয়াইট ব্যালান্স
 - মুভমেন্ট ফটোগ্রাফি
 - ফটোগ্রাফির জন্য দৃষ্টিভঙ্গি
 - ফটোগ্রাফির জন্য এডবি লাইটরুম
 - ফটোগ্রাফি থেকে আয়
 - ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহারের নিয়ম
 - ডিজিটাল এসএলআর ক্যামেরা ব্যবহার, মিটারিং মোড
 - ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার
 


No comments:
Post a Comment