ইলাষ্ট্রেটরে মুলত রেখা ব্যবহজার করে আপনি সেপ তৈরী করেন। অনেক সময়ই রেখাকে নির্দিষ্ট ধরনের সেপে আনতে পেনটুল দিয়ে বহু সময় ব্যয় করে কাজ করতে হয়। ইলাষ্ট্রেটরে লিকুইফাই ইফেক্ট ব্যবহার করে সহজে আপনি বেশকিছু পরিবর্তনের কাজ করতে পারেন অনেক সহজে। Warp, Twirl, Pucker, Bloat, Scallop, Crystallize, Wrinkle ইত্যাদি মোট ৮টি ভিন্ন ভিন্ন টুল রয়েছে এজন্য।
. প্রয়োজনীয় ড্রইং করে নিন।
. টুলবক্সে লিকুইফাই ইফেক্ট এর যে কোন টুল সিলেক্ট করুন।
. Alt কি চেপে ধরে ড্রাগ করে ব্রাশের মাপ ঠিক করে নিন। অথবা টুলের ওপর ডাবল-ক্লিক করে অপশন পরিবর্তন করে নিন।
. লাইনের ওপর ড্রাগ করে টুলটি ব্যবহার করুন।
ইলাষ্ট্রেটর টিউটোরিয়াল
No comments:
Post a Comment