Sunday, August 14, 2011

ফটোশপে স্ক্রিপ্ট ব্যবহার করে ব্যাচ ইমেজ প্রসেসিং

আপনার হয়ত অনেকগুলি ইমেজকে পিএসডি, জেপেগ কিংবা টিফ ফরম্যাটের একটি থেকে আরেকটিতে নেয়া প্রয়োজন। কিংবা তিনটির সবগুলিতেই। এজন্য প্রথমে একশন তৈরী না করে সরাসরি ফটোশপের ইমেজ প্রসেসর ব্যবহার করতে পারেন।
.          মেনু থেকে File - Scripts – Image Processor কমান্ড সিলেক্ট করুন।
.          Use Open Image অপশনে ক্লিক করুন এবং Select Folder ক্লিক করে ইমেজের ফোল্ডার সিলেক্ট করুন। ইচ্ছে করলে সাব-ফোল্ডার সহ ব্যবহার করতে পারেন।
.          Open First Image to Apply Setting সিলেক্ট করুন।
এখানে প্রথম ইমেজের জন্য সেটিং ঠিক করে নিতে পারেন। এই সেটিং বাকি ইমেজগুলির জন্য ব্যবহৃত হবে।
.          Save in Same Location ক্লিক করুন অথবা Select Folder ক্লিক করে ইমেজ ফাইলগুলি কোথায় থাকবে সিলেক্ট করে দিন। মুল ইমেজের ফোল্ডার-সাবফোল্ডার যেভাবে ছিল ঠিক সেভাবে রাখতে পারেন।
.          অপশন অংশে আপনার পছন্দের বিষয়গুলি ঠিক করে দিন। এখানে ইমেজ ফরম্যাট, কোয়ালিটি, এস-আরজিবি প্রোফাইল, ফটোশপ ফরম্যাটের জন্য কম্পাটিবিলিটি, টিফ ফাইলের জন্য কম্প্রেশন ইত্যাদি সেট করতে পারেন।
.          সেটিং সেভ করার জন্য Save ক্লিক করুন। একটি নাম টাইপ করে Save ক্লিক করুন।
.          সেভ করা সেটিং লোড করার জন্য Load ক্লিক করুন।
.          কাজগুলি করার জন্য Run ক্লিক করুন। 


ফটোশপ টিউটোরিয়াল

ফটোশপ কেন ব্যবহার করবেন
বিটম্যাপ বনাম ভেক্টর
ফটোশপ ইন্টারফেস পরিচিতি, প্রাথমিক কাজ
ফটোশপ সিলেকশন টুল ব্যবহার
ফটোশপ এডভান্সড সিলেকশন
ফটোগ্রাফির জন্য ফটোশপ
পোর্ট্রেট রিটাচিং, ছবির সমস্যা দুর করা
ফটোশপে টেক্সট ব্যবহার
লাইটিং ইফেক্ট
লেয়ার ব্যবহার
রং পরিবর্তন করা
ছবি থেকে কিছু বাদ দেয়া
ব্যাকগ্রাউন্ড বাদ দেয়া
টাক মাথায় চুল গজানো
ফটোশপ প্লাগইন, টোপাজ ডি-নয়েজ ব্যবহার
ছবির ফ্রেম তৈরী
ট্রান্সফরম
ফটোশপে এনিমেটেড জিফ তৈরী
ফটোশপে ওয়াটারমার্ক তৈরী
হিষ্টোরী ব্যবহার
একশন ব্যবহার
পাথ ব্যবহার
ফটোশপে ভিডিও ব্যবহার
ফটোশপে টেক্সট ইফেক্ট
ওয়েব পেজের জন্য এক্সপোর্ট
টেক্সট কাটআউট ইফেক্ট
পাথ টেক্সট এবং সেপ
লিকুইডিফাই ইফেক্ট
ফটোশপ প্লাগইন আইক্যান্ডি ব্যবহার
এডবি ব্রিজ ব্যবহার
ব্রিজ ব্যবহার করে স্লাইড শো কিংবা পিডিএফ তৈরী
থ্রিডি মডেল পেইন্টিং কাজে ফটোশপ
ফটোশপ পেইন্টিং

No comments:

Post a Comment