আপনি যখন ফ্রিল্যান্সার তখন আপনার নিজের দায়িত্ব নিজের। পরিকল্পনা, কাজ খোজ করা, কাজ করা, পাওনা বুঝে নেয়া সবকিছুই। কাজগুলি ভিন্ন ভিন্ন ধরনের হওয়ার অনেকের জটিলতা সৃষ্টি হওয়া স্বাভাবিক ঘটনা। আপনি হয়ত একা বসে কাজ করতে পছন্দ করেন, যোগাযোগ তেমন পছন্দ করেন না, অথবা আপনি হয়ত মানুষের সাথে মিশতে পছন্দ করেন, একা কাজ করতে উতসাহ পান না। এর বাইরেও আরো নানা বিষয় আপনার কাজের কাজে প্রভাব ফেলতে পারে।
কিছু নিয়ম মেনে আপনি সবসময় ভাল করতে পারেন। এধরনের নিয়ম অবশ্যই একদিনে শেখার বিষয় না, নিয়মিত মেনে চলে একসময় অর্ভেসে পরিনত করতে হয়। নিয়মগুলি একবার জেনে নিন।
. তাড়াহুড়ো করবেন না
ফ্রিল্যান্সার যখন কোন কাজ হাতে নেন তারসাথে সময় লেগে থাকে। অমুক কাজ অমুক সময়ে করতে হবে, অমুক সময়ে দিতে হবে। তাড়াহুড়োর সাধারন ফল হচ্ছে কিছু বাদ পড়ে যাওয়া। কাজের গতি কিছুটা কমিয়ে আরেকবার দৃষ্টি দিন। প্রয়োজনে কম করে হলেও ভাল কাজ করুন। কমদামে বেশি কাজ এই নিয়মের বদলে কাজের মান যত ভাল পারিশ্রমিক তত বেশি এই নিয়মে কাজ করতে চেষ্টা করুন। নিয়ন্ত্রনের বাইরে কাজে হাত দেবেন না।
ফ্রিল্যান্সার যখন কোন কাজ হাতে নেন তারসাথে সময় লেগে থাকে। অমুক কাজ অমুক সময়ে করতে হবে, অমুক সময়ে দিতে হবে। তাড়াহুড়োর সাধারন ফল হচ্ছে কিছু বাদ পড়ে যাওয়া। কাজের গতি কিছুটা কমিয়ে আরেকবার দৃষ্টি দিন। প্রয়োজনে কম করে হলেও ভাল কাজ করুন। কমদামে বেশি কাজ এই নিয়মের বদলে কাজের মান যত ভাল পারিশ্রমিক তত বেশি এই নিয়মে কাজ করতে চেষ্টা করুন। নিয়ন্ত্রনের বাইরে কাজে হাত দেবেন না।
. সবকিছু গোছানো রাখুন
আপনি কি প্রতিটি কাজের জিনিষ গুছিয়ে রাখেন ? নাকি প্রয়োজনের সময় জরুরী কিছু খুজে পেতে সমস্যা হয়। প্রয়োজনের সময় কিছু কাগজ, কিংবা পেনসিল কিনতে যদি দোকানে যেতে হয় অথবা কাজ বন্ধ রাখতে হয় তাহলে আপনার যে সময় নষ্ট হচ্ছে সেকথা একবার ভেবে দেখুন।
কাজের জন্য যাকিছু প্রয়োজন সবকিছু তৈরী রাখুন। আগামীতে প্রয়োজন হবে এমন কিছু কাজ করে রাখুন। সেগুলি দিয়ে লাইব্রেরী তৈরী করুন যেন সময়ের সময় ব্যবহার করা যায়।
আপনি কি প্রতিটি কাজের জিনিষ গুছিয়ে রাখেন ? নাকি প্রয়োজনের সময় জরুরী কিছু খুজে পেতে সমস্যা হয়। প্রয়োজনের সময় কিছু কাগজ, কিংবা পেনসিল কিনতে যদি দোকানে যেতে হয় অথবা কাজ বন্ধ রাখতে হয় তাহলে আপনার যে সময় নষ্ট হচ্ছে সেকথা একবার ভেবে দেখুন।
কাজের জন্য যাকিছু প্রয়োজন সবকিছু তৈরী রাখুন। আগামীতে প্রয়োজন হবে এমন কিছু কাজ করে রাখুন। সেগুলি দিয়ে লাইব্রেরী তৈরী করুন যেন সময়ের সময় ব্যবহার করা যায়।
. আগের কাজগুলি আরেকবার দেখুন
কাজ ক্লায়েন্ট দেয়ার পর অবশ্যই আপনার দায়িত্ব শেষ। আরেকবার সেই কাজের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন, আরেকটু অন্যভাবে কি সেটা করা যেত ? আপনি নিজেই যেহেতু কাজ করেছেন সেই অভিজ্ঞতা থেকে নতুন কিছু পেতে পারেন। একে পরবর্তী কাজে ব্যবহার করুন।
কাজ ক্লায়েন্ট দেয়ার পর অবশ্যই আপনার দায়িত্ব শেষ। আরেকবার সেই কাজের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন, আরেকটু অন্যভাবে কি সেটা করা যেত ? আপনি নিজেই যেহেতু কাজ করেছেন সেই অভিজ্ঞতা থেকে নতুন কিছু পেতে পারেন। একে পরবর্তী কাজে ব্যবহার করুন।
. আগেই প্রস্তুতি নিন
আপনার কাজের জন্য আরো কি থাকলে কাজ সহজ হবে আগেই সেবিষয়ে প্রস্তুতি নিন। হয়ত নতুন কোন সফটঅয়্যার, কোন প্লাগইন আপনার কাজকে অনেক সহজ করতে পারে।
আপনার কাজের জন্য আরো কি থাকলে কাজ সহজ হবে আগেই সেবিষয়ে প্রস্তুতি নিন। হয়ত নতুন কোন সফটঅয়্যার, কোন প্লাগইন আপনার কাজকে অনেক সহজ করতে পারে।
. সবসময় নতুন কিছু করুন
একই নিয়মে সবসময় কাজ করে যাবেন না। টাইডপ বলে একটি বিষয় আছে যা একসময় বিরক্তি তৈরী করে। অনেক জনপ্রিয় লেখকও সবসময় একই ধরনের লেখার কারনে বিরক্তি তৈরী করেন।
নিজের কাজকে অন্যের কাজের সাথে তুলনা করুন। সেখানে নতুন কিছু দেখলে আপনিও নিজের কাজে পরিবর্তন আনুন।
একই নিয়মে সবসময় কাজ করে যাবেন না। টাইডপ বলে একটি বিষয় আছে যা একসময় বিরক্তি তৈরী করে। অনেক জনপ্রিয় লেখকও সবসময় একই ধরনের লেখার কারনে বিরক্তি তৈরী করেন।
নিজের কাজকে অন্যের কাজের সাথে তুলনা করুন। সেখানে নতুন কিছু দেখলে আপনিও নিজের কাজে পরিবর্তন আনুন।
. নিজের জন্য কিছুটা সময় রাখুন
আপনি সবসময়ই পেশাগত কাজ নিয়ে ব্যস্ত থাকবেন না। মানুষের জীবন শুধুমাত্র অর্থ উপার্জন এবং দায়িত্ব পালনের জন্য না। যাকিছু করতে ভাল লাগে এমন বিষয় নিয়ে কিছু সময় কাটান। হাল্কা মেজাজের বই পড়ুন, গান শুরু, মুভি দেখুন। এধরনের কাজে সময় নষ্ট হয় এটা ভুল ধারনা। বরং এতে কর্মশক্তি বৃদ্ধি পায়।
আপনি সবসময়ই পেশাগত কাজ নিয়ে ব্যস্ত থাকবেন না। মানুষের জীবন শুধুমাত্র অর্থ উপার্জন এবং দায়িত্ব পালনের জন্য না। যাকিছু করতে ভাল লাগে এমন বিষয় নিয়ে কিছু সময় কাটান। হাল্কা মেজাজের বই পড়ুন, গান শুরু, মুভি দেখুন। এধরনের কাজে সময় নষ্ট হয় এটা ভুল ধারনা। বরং এতে কর্মশক্তি বৃদ্ধি পায়।
ফ্রিল্যান্সারের সফলতা নির্ভর করে নিয়ম মেনে চলার ওপর। কোন সময়ে কাজ করবেন, কোন সময়ে বিশ্রাম নেবেন এভাবে সময় ভাগ করে নিন। কাজ অনেক সহজ মনে হবে।
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
- কিভাবে ইন্টারনেটে অর্থ উপার্জন করবেন
- টাকা কিভাবে হাতে পাবেন
- কিভাবে বেশি কাজ পাবেন
- গুগল এডসেন্স থেকে আয় করার পদ্ধতি
- ফাইল আপলোড করে উপার্জন
- ডাটা এন্ট্রি করে উপার্জন
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য – ১
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ২
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ৩
- পেইড টু ক্লিক, পিটিসি
- রিভিউ লিখে আয়
- এফিলিয়েট মার্কেটিং
- এডসেন্স ব্যবহারের নিয়ম-কানুন
- অন্যের সাইট থেকে উপার্জন
- ই-বুক বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজ কোথায় পাবেন
- গুগল কাষ্টম সার্চ (এডসেন্স ফর সার্চ) থেকে আয়
- এডসেন্স ব্যবহারের নিয়ম, যে ভুলগুলি করবেন না
- ইমেইল মার্কেটিং
- বই বিক্রি করুন গুগলের সাহায্যে
- ইন্টারনেটে আয় সম্পর্কে ১০টি ভুল ধারনা
- ইন্টারনেটে আয়ের ৫টি সেরা পথ
- ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন
- ফটোশপ ডিজাইন বিক্রি করে আয়
- ফেসবুক থেকে আয়
- যে কারনে এডসেন্স ব্যবহারের সুযোগ পাবেন না
- ফ্রিল্যান্সিং কাজে সবচেয়ে বড় ভুল
- ফ্রিল্যান্সিং কাজে সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে বেশি আয়
- পিটিসি এর অজানা তথ্য
- ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার ৫ কারন
- সময় বাচানোর সেরা উপায়
- ক্লায়েন্ট ধরে রাখার জন্য কি করবেন
- এডসেন্স এর বিকল্প বিজ্ঞাপন ব্যবস্থা চিতিকা
- ওয়ার্ডপ্রেস টেম্পলেট বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজে ভাল করার উপায়
- আস্থা অর্জনের ৩ উপায়
- কম সময়ে বেশি কাজ করা
- ফাইলসার্ভে ফাইল আপলোড করে আয়
- ইন্টারনেটে অর্থ আদান-প্রদানের বিভিন্ন পদ্ধতি
- আয় করুন ই-বে থেকে
- ভার্চুয়াল এসিষ্টেন্ট ব্যবহার করে বেশি কাজ করা
- ফ্রিল্যান্সার হিসেবে আপনি কখন ব্যর্থ
- কিভাবে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করবেন
- ফ্রিল্যান্সিং কাজের ভাল দিক-মন্দ দিক
- ফ্রিলান্সিং পরিকল্পনার ৩ ধাপ
- ফ্রিল্যান্সিং কাজে নিজেকে প্রফেশনাল হিসেবে তুলে ধরা
- ফ্রিল্যান্সার হতে চান ? নিজেকে প্রশ্ন করুন
- সাফল্যের ৪ সুত্র
- টাকা আয় করুন রিভিউ-মি তে রিভিউ লিখে
- ফ্রিল্যান্সারের প্রধান ৫ সমস্যা এবং সমাধান
- ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
- টাকা আয় করুন আমাজন থেকে
- আউটসোর্সিং-ক্রাউসসোর্সিং-ফ্রিল্যান্সিং বলতে কি বুঝায়
- ইমেইল মার্কেটিং এ কুশলী হোন
- অনলাইন আয়ের জন্য অফলাইন প্রচার
- ফ্রিল্যান্সিং : গুপ্তধন খুজুন
No comments:
Post a Comment