ইমেইল মার্কেটিং হচ্ছে ইমেইলের মাধ্যমে ক্রেতা সংগ্রহ করা। ক্রেতা বলতে আপনি কোন পন্য বিক্রি করবেন এমন কথা নেই। আপনি এফিলিয়েট প্রোগ্রাম ব্যবহার করলে মেইলে দেয়া লিংকে ক্লিক করলেই আপনি টাকা পাবেন। কিন্তু কিভাবে ক্লিক করাবেন। অধিকাংশ মানুষই এধরনের বিষয় এড়িয়ে যায়।
অনেকে ইমেইল মার্কেটিং কে তুলনা করেন পাওনাদারের মত। আপনার যদি কোন বিল বাকি থাকে তাহলে তাদের দেয়া চিঠি কি লক্ষ্য করেছেন ? প্রথমবার একটি চিঠি দেয়া হয়, আপনাকে বকেয়া পরিশোধের জন্য অনুরোধ করা হল। যদি তার উত্তর না দেন কিছুদিন পর আরেক চিঠি দিয়ে সেটা মনে করিয়ে দেয়া হয়। যদি সেটারও উত্তর না দেন তাহলে বলা হয় চুড়ান্ত নোটিশ। তারা কেন সেটা করে ?
তারা ধরেই নেয় প্রথম চিঠির উত্তর পাওয়ার সম্ভাবনা কম। সেকারনে আরেকবার মনে করিয়ে দিতে হয়। ইমেইল মার্কেটিং এর সময় আপনি নিশ্চয়ই কাউকে চুড়ান্ত নোটিশ দিতে পারেন না। তবে বলতে পারেন, অমুক অফারের শেষ সুযোগ। আপনি যদি কোন কোম্পানীর ইমেইল সাবস্ক্রাইবার হন তাহলে এধরনের মেইলের সাথে আপনি নিশ্চয়ই পরিচিত।
এই পদ্ধতিকে ইমেইল মার্কেটিং এর কাজে লাগান। এখানে আপনি পাওনাদার, যাকে মেইল পাঠাচ্ছেন তারকাছে আপনি ধর্না দেবেন। প্রথমবার মেইল পাঠাবেন। উত্তর না পেলে পরের মেইলে আরেকবার মনে করিয়ে দেবেন। মাসখানেক পর আরেকবার।
একটি উদাহরন দেখুন। কোন এক কোম্পানী (নাম গুরুত্বপুর্ণ বিষয় না) প্রথম মেইল পাঠালো, উত্তর পাওয়া গেল শতকরা ১ ভাগের কম। দ্বিতীয় চিঠিতে সেটা বেড়ে দাড়াল ৭ ভাগ। তৃতীয় চিঠিতে আরো ৩ ভাগ। শতকরা ১১ ভাগ উত্তর অত্যন্ত ভাল ফল। সেই বিশেষ অফার শেষ হওয়ার চতুর্থ আরেকটি মেইল পাঠিয়ে উত্তরদাতার সংখ্যা বেড়ে হয়েছে ১৬ ভাগ।
এই নিয়ম মেনে ইমেইল মার্কেটিং করুন। মেইলটিকে আকর্ষনীয় রাখুন। ফ্রি শব্দটি অত্যন্ত জোড়ালো। এটা ব্যবহার করুন।
আপনার ইমেইল সংক্ষিপ্ত কিন্তু বক্তব্যসম্পন্ন রাখুন। এর কাঠামো হতে পারে এমন,
. আকর্ষনীয় হেডলাইন
কম সময়ে দ্রুত সফল হওয়ার নিশ্চিত পদ্ধতি, এই জাতিয় বক্তব্য। বিজ্ঞাপনের ভাষা নিশ্চয়ই লক্ষ্য করেছেন।
কম সময়ে দ্রুত সফল হওয়ার নিশ্চিত পদ্ধতি, এই জাতিয় বক্তব্য। বিজ্ঞাপনের ভাষা নিশ্চয়ই লক্ষ্য করেছেন।
. সমস্যা/সমাধান
প্রত্যেকেই নিজের সমস্যার সমাধান আশা করে। তাদের সমস্যার সমাধান হতে পারে এবিষয়ে আশাবাদি করুন।
প্রত্যেকেই নিজের সমস্যার সমাধান আশা করে। তাদের সমস্যার সমাধান হতে পারে এবিষয়ে আশাবাদি করুন।
. লাভ
তার সময় এবং অর্থ দুদিকেই লাভ হবে একথা জানান।
তার সময় এবং অর্থ দুদিকেই লাভ হবে একথা জানান।
. বিনামুল্যে/ফ্রি
একে বলা হয় পাওয়ার ওয়ার্ড। ফ্রি শব্দের মধ্যে এমন আকর্ষনীয় কিছু আছে যা প্রত্যেকেই আরেকবার দেখে নেয়। আরকিছু না হোক, বিনামুল্যে উপদেশ দিতেও তো পারেন।
একে বলা হয় পাওয়ার ওয়ার্ড। ফ্রি শব্দের মধ্যে এমন আকর্ষনীয় কিছু আছে যা প্রত্যেকেই আরেকবার দেখে নেয়। আরকিছু না হোক, বিনামুল্যে উপদেশ দিতেও তো পারেন।
. সময় উল্লেখ করুন
নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করার বিষয়ে গুরুত্ব দিন।
নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করার বিষয়ে গুরুত্ব দিন।
- কিভাবে ইন্টারনেটে অর্থ উপার্জন করবেন
- টাকা কিভাবে হাতে পাবেন
- কিভাবে বেশি কাজ পাবেন
- গুগল এডসেন্স থেকে আয় করার পদ্ধতি
- ফাইল আপলোড করে উপার্জন
- ডাটা এন্ট্রি করে উপার্জন
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য – ১
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ২
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ৩
- পেইড টু ক্লিক, পিটিসি
- রিভিউ লিখে আয়
- এফিলিয়েট মার্কেটিং
- এডসেন্স ব্যবহারের নিয়ম-কানুন
- অন্যের সাইট থেকে উপার্জন
- ই-বুক বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজ কোথায় পাবেন
- গুগল কাষ্টম সার্চ (এডসেন্স ফর সার্চ) থেকে আয়
- এডসেন্স ব্যবহারের নিয়ম, যে ভুলগুলি করবেন না
- ইমেইল মার্কেটিং
- বই বিক্রি করুন গুগলের সাহায্যে
- ইন্টারনেটে আয় সম্পর্কে ১০টি ভুল ধারনা
- ইন্টারনেটে আয়ের ৫টি সেরা পথ
- ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন
- ফটোশপ ডিজাইন বিক্রি করে আয়
- ফেসবুক থেকে আয়
- যে কারনে এডসেন্স ব্যবহারের সুযোগ পাবেন না
- ফ্রিল্যান্সিং কাজে সবচেয়ে বড় ভুল
- ফ্রিল্যান্সিং কাজে সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে বেশি আয়
- পিটিসি এর অজানা তথ্য
- ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার ৫ কারন
- সময় বাচানোর সেরা উপায়
- ক্লায়েন্ট ধরে রাখার জন্য কি করবেন
- এডসেন্স এর বিকল্প বিজ্ঞাপন ব্যবস্থা চিতিকা
- ওয়ার্ডপ্রেস টেম্পলেট বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজে ভাল করার উপায়
- আস্থা অর্জনের ৩ উপায়
- কম সময়ে বেশি কাজ করা
- ফাইলসার্ভে ফাইল আপলোড করে আয়
- ইন্টারনেটে অর্থ আদান-প্রদানের বিভিন্ন পদ্ধতি
- আয় করুন ই-বে থেকে
- ভার্চুয়াল এসিষ্টেন্ট ব্যবহার করে বেশি কাজ করা
- ফ্রিল্যান্সার হিসেবে আপনি কখন ব্যর্থ
- কিভাবে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করবেন
- ফ্রিল্যান্সিং কাজের ভাল দিক-মন্দ দিক
- ফ্রিলান্সিং পরিকল্পনার ৩ ধাপ
- ফ্রিল্যান্সিং কাজে নিজেকে প্রফেশনাল হিসেবে তুলে ধরা
- ফ্রিল্যান্সার হতে চান ? নিজেকে প্রশ্ন করুন
- সাফল্যের ৪ সুত্র
- টাকা আয় করুন রিভিউ-মি তে রিভিউ লিখে
- ফ্রিল্যান্সারের প্রধান ৫ সমস্যা এবং সমাধান
- ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
- টাকা আয় করুন আমাজন থেকে
- আউটসোর্সিং-ক্রাউসসোর্সিং-ফ্রিল্যান্সিং বলতে কি বুঝায়
No comments:
Post a Comment