Monday, August 22, 2011

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন : ব্যবহার করুন Submitstart

ইন্টারনেটে অর্থ উপার্জনের জন্যই হোক আর অন্য কারনেই হোক, ব্লগ বা ওয়েবসাইটের প্রচার জরুরী। প্রচার যত বেশি ভিজিটর যত বেশি। ভিজিটরের একটি বড় অংশ সাইটের খোজ পান সার্চ ইঞ্জিন এবং ব্যাকলিংক থেকে।
বিভিন্ন সার্চ ইঞ্জিনে তথ্য পাঠানোর জন্য নানারকম পদ্ধতি প্রচলিত। বিভিন্ন সার্চ ইঞ্জিন সাইটে গিয়ে আপনার সাইটের নাম লিখে দিতে পারেন, এজন্য বিভিন্ন সেবা আছে সেগুলি ব্যবহার করতে পারেন। কিছু সেবা আছে বিনামুল্যের। আপনার সাইটের নাম বিভিন্ন সার্চইঞ্জিনে যোগ করার কাজ করে দেয়। এধরনের একটি ব্যবস্থা সাবমিট-ষ্টার্ট।
এখানে নিজের নাম লেখানো খুব সহজ। এখানে দেয়া লিংকে যাবেন, আপনার সাইটের ঠিকানা এবং নিজের ইমেইল এড্রেস দেবেন। আপনাকে একটি ইমেইল পাঠানো হবে। আপনার ইমেইল থেকে কনফার্মেশন লিংকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে সাবমিট পেজ ওপেন হবে।
বিং এ অন্তভুক্তির জন্য ওয়ার্ড ভেরিফিকেশন প্রয়োজন হবে। এছাড়া ইয়াহু-র জন্য আরেকটি লিংকে ক্লিক করতে হবে। বাকি সাইটগুলিতে সরাসরি আপনার সাইটের নাম যোগ হবে।
আপনার সাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ব্যবস্থা এখনো না করে থাকলে এখান থেকেই শুরু করুন। সার্চ ইঞ্জিনে ভাল ফল পাওয়ার এবং অন্যান্য অপটিমাইজেশন বিষয়ে আরো লেখা আছে এই সাইটেই।
সাবমিট-ষ্টার্ট এর ঠিকানা : http://www.submitstart.com/


ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ তৈরী
কিভাবে ইমেইল একাউন্ট তৈরী করবেন
 ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও
বিনামুল্যের ওয়েব হোষ্টিং
ব্লগিং থেকে আয়ের মুলমন্ত্র
ফ্রিল্যান্স রাইটারদের সেরা ১০ ব্লগ
ব্লগ লিখুন হলিউড ষ্টাইলে
ব্লগারে কাষ্টম থিম ব্যবহার
ভাল ব্লগার হওয়ার ৭ উপায়
ভাল ব্লগার বনাম ভাল ভিজিটর
কেন নিজস্ব ব্লগ তৈরী করবেন
বিনামুল্যের ব্লগিং এর জন্য উইবলি
ব্লগারে বাংলা ব্লগ তৈরী
বেশি ভিজিটর পাওয়া এবং ভিজিটর ধরে রাখার উপায়
এডসেন্স ব্যবহার করতে চান ? গুগলের গাইডলাইন মেনে চলুন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় যে নিয়ম মেনে চলবেন
ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেসে ব্যবহার 
ফ্রিল্যান্সারের সাধারন কিছু নিয়ম 
ব্লগ টাইটেলের ৫ খারাপ উদাহরন 

No comments:

Post a Comment