Friday, August 19, 2011

ব্লগ টাইটেলের ৫ খারাপ উদাহরন

আপনি ব্লগার, ব্লগিং করছেন অনেকদিন ধরে, কিংবা নতুন শুরু করেছেন। আপনার প্রধান লক্ষ বেশি ভিজিটর আকর্ষন করা। সাধারন ওয়েবসাইটের তুলনায় ব্লগ সহজে খুজের বের করে সার্চ ইঞ্জিনগুলি। এর প্রধান কারন, ব্লগ নিয়মিত আডেট করা হয়। প্রতিদিন তো বটেই, অনেক সময় তিনে কয়েকবার। ভিজিটরও একই ব্লগ দিনে কয়েকবার ভিজিট করেন সেখানে নতুন কি দেয়া হয়েছে দেখার জন্য।
প্রতিটি ব্লগপোষ্টে একটি টাইটেল বা শিরোনাম দেয়া থাকে। সার্চ ইঞ্জিন সেটাই দেখায়। এখানে সঠিক শব্দ ব্যবহার যেমন গুরুত্বপুর্ন তেমনি ভুলভাবে টাইটেল ব্যবহার ব্লগের জন্য ক্ষতিকর। একদিকে সার্চ ইঞ্জিনে ভাল ফল পাওয়া যায় না অন্যদিকে ভিজিটর ব্লগ সম্পর্কে খারাপ ধারনা পোষন করেন। ব্লগারের উদ্দেশ্য বেশি ভিজিটর আকর্ষন করা, সেকারনে তিনি এমন কিওয়ার্ড ব্যবহারে আগ্রহি যেগুলি বেশি ভিজিটর খোজ করে। ফল হিসেবে টাইটেল লেখার সময় বিভ্রান্ত হওয়া খুবই স্বাভাবিক।
ব্লগ টাইটেল অনেক কারনে খারাপ হতে পারে। সবচেয়ে বড় ধরনের ৫টি উদাহরন দেখে নিন।

.          সবসময় একই নিয়মে লেখা
ব্লগার সবসময়ই লক্ষ করেন তার কোন টাইটেল বেশি ভিজিটর পেয়েছে। তিনি হয়ত তাকেই ভিত্তি হিসেবে ধরে একই ধরনের টাইটেল ব্যবহার করতে শুরু করলেন।
বাস্তবতা হচ্ছে মানুষ নতুন কিছু আশা করে। একই বিষয় কিংবা একই ধরনের বিষয় থাকলে একসময় ভিজিটরের আগ্রহ কমতে বাধ্য। সার্চ ইঞ্জিনও নতুনত্ব আশা করে। সার্চ ইঞ্জিন সদা পরিবর্তশীল।
.          টাইটেলে অনুভুতি ব্যবহার করা
ব্লগারের কিংবা ভিজিটরের অনুভুতি প্রকাশ করা শব্দ (
Oh my) টাইটেলে ব্যবহার। এর সমস্যা হচ্ছে আপনি নিজেই ঠিক করে দিচ্ছেন ভিজিটরের অনুভুতি কি হবে।
সেটা না করে বরং সরলভাবে বক্তব্য প্রকাশ করুন, ভিজিটরকে তার অনুভুতি প্রকাশ করার সুযোগ দিন।
.          লম্বা টাইটেল ব্যবহার করা
লম্বা টাইটেলের সমস্যা অনেকদিকে। সার্চ ইঞ্জিন টাইটেলের প্রথম দিকের কয়েকটি শব্দ ব্যবহার করে। সেকারনে গুরুত্বপুর্ন শব্দগুলি পরপর সাজানো হয়। আপনি যদি সব কিওয়ার্ড এক টাইটেলে ব্যবহার করেন তাহলে সেই সুযোগ পাচ্ছেন না।
আর টাইটেলেই যদি সব বক্তব্য থাকে তাহলে ভিজিটর মুল লেখা পড়বেন কেন ?
.          ভুল ধারনা তৈরী করা টাইটেল ব্যবহার
ডিম বিষ্ফোরনে আহত, এধরনের টাইটেল চমক সৃষ্টি করে সন্দেহ নেই। কিন্তু খবরে যখন বলা হয় ডিম ভাজার সময় শব্দ হওয়ায় একজন চমকে উঠেছে, ফল হিসেবে দেয়ালে মাথা ঠুকে আহত হয়েছে তখন সেটা খবরের পরিবর্তে কৌতুকে পরিনত হয়। এমন ধরনের টাইটেল নিশ্চয়ই ব্যবহার করবেন না। কারন ভিজিটর পরবর্তীতে গুরুত্বপুর্ন বিষয়কেও কৌতুক মনে করবেন।
.          বিষয়ের বদলে টাইটেলকে প্রাধান্য দেয়া
টাইটেল সহজে ভিজিটর আকর্ষন করে। কিন্তু ভিজিটরকে ধরে রাখে মুল লেখা। আপাতত ভিজিটর পাওয়ার জন্য আকর্ষনীয় টাইটেল লিখে যদি সেখানে বিষয়বস্তু না রাখেন তাহলে ভিজিটর দ্বিতীয়বার ভিজিট করবেন না।

প্রশ্ন থাকতে পারে, তাহলে ভাল টাইটেল কেমন ?
টাইটেল ভাল হতে পারে, খারাপ হতে পারে। সাধারন ধারনা হচ্ছে শিরোনাম এমন হবে যা থেকে ভিজিটর ধারনা পাবেন সেখানে কি আছে, এবং তিনি সেটাই পাবেন। আপনার কি মনে হয় ? ভাল কিংবা মন্দ টাইটেল ব্যবহারের উদাহরন কি মনে করতে পারেন ?


ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ তৈরী
কিভাবে ইমেইল একাউন্ট তৈরী করবেন
 ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও
বিনামুল্যের ওয়েব হোষ্টিং
ব্লগিং থেকে আয়ের মুলমন্ত্র
ফ্রিল্যান্স রাইটারদের সেরা ১০ ব্লগ
ব্লগ লিখুন হলিউড ষ্টাইলে
ব্লগারে কাষ্টম থিম ব্যবহার
ভাল ব্লগার হওয়ার ৭ উপায়
ভাল ব্লগার বনাম ভাল ভিজিটর
কেন নিজস্ব ব্লগ তৈরী করবেন
বিনামুল্যের ব্লগিং এর জন্য উইবলি
ব্লগারে বাংলা ব্লগ তৈরী
বেশি ভিজিটর পাওয়া এবং ভিজিটর ধরে রাখার উপায়
এডসেন্স ব্যবহার করতে চান ? গুগলের গাইডলাইন মেনে চলুন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় যে নিয়ম মেনে চলবেন
ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেসে ব্যবহার 

1 comment:

  1. আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।

    ReplyDelete