এক ছবির সাথে আরেক ছবির অংশ জুড়ে দিয়ে নতুন কিছু করতে চান ? কিংবা একজনের মুখের যায়গায় আরেজনের মুখ। ফটোশপে কাজটি করা যায় খুব সহজেই।
ভাল ফল পাওয়ার জন্য যে দুটি ছবিকে বদল করতে চান তাদের মধ্যে কিছু মিল থাকতে হবে। যেমন একজনের মুখের সাথে আরেকজনের মুখ বদলের সময় সঠিক কোন, চোখ-নাক-ঠোটের মাপ-দুরত্ব ইত্যাদি।
এখানে প্যাচ টুল ব্যবহার করে কাজটি করা হচ্ছে।
. যে দুটি ছবিকে এক করতে চান তাদেরকে দুটি লেয়ার আনুন।
. প্রয়োজনে ট্রান্সফরম কমান্ড ব্যবহার করে সাইজ, রোটেশন ইত্যাদি পরিবর্তণ করে দুটিকে কাছাকাছি আনুন।
. সুবিধাজনক দুরত্বে রেখে দুট লেয়ারকে একটি লেয়ারে পরিনত করুন। প্যাচ কমান্ড একাধিক লেয়ারে কাজ করে না।
. প্যাচ টুল সিলেক্ট করুন। এই টুল ফ্রিহ্যান্ড সিলেকশনের ত কাজ করে।
. যে যায়গায় পরিবর্তন করতে চান সেই যায়গাটুকু সিলেক্ট করুন।
. ড্রাগ করে যে যায়গার সাথে বদল করতে চান সেখনে নিয়ে যান। বদলকৃত ছবিসহ প্রিভিউ দেখা যাবে। সঠিক যায়গায় আসার পর মাউস বাটন ছেড়ে দিন।
দুটি অংশ এক হওয়ার সাথেসাথে কিনারাগুলি ঠিকভাবে মানিয়ে যাওয়া, প্রয়োজনে রং পরিবর্তণ এসব কাজ ফটোশপ নিজেই করে নেবে।
ফটোশপ টিউটোরিয়াল
- ফটোশপ কেন ব্যবহার করবেন
- বিটম্যাপ বনাম ভেক্টর
- ফটোশপ ইন্টারফেস পরিচিতি, প্রাথমিক কাজ
- ফটোশপ সিলেকশন টুল ব্যবহার
- ফটোশপ এডভান্সড সিলেকশন
- ফটোগ্রাফির জন্য ফটোশপ
- পোর্ট্রেট রিটাচিং, ছবির সমস্যা দুর করা
- ফটোশপে টেক্সট ব্যবহার
- লাইটিং ইফেক্ট
- লেয়ার ব্যবহার
- রং পরিবর্তন করা
- ছবি থেকে কিছু বাদ দেয়া
- ব্যাকগ্রাউন্ড বাদ দেয়া
- টাক মাথায় চুল গজানো
- ফটোশপ প্লাগইন, টোপাজ ডি-নয়েজ ব্যবহার
- ছবির ফ্রেম তৈরী
- ট্রান্সফরম
- ফটোশপে এনিমেটেড জিফ তৈরী
- ফটোশপে ওয়াটারমার্ক তৈরী
- হিষ্টোরী ব্যবহার
- একশন ব্যবহার
- পাথ ব্যবহার
- ফটোশপে ভিডিও ব্যবহার
- ফটোশপে টেক্সট ইফেক্ট
- ওয়েব পেজের জন্য এক্সপোর্ট
- টেক্সট কাটআউট ইফেক্ট
- পাথ টেক্সট এবং সেপ
- লিকুইডিফাই ইফেক্ট
- ফটোশপ প্লাগইন আইক্যান্ডি ব্যবহার
- এডবি ব্রিজ ব্যবহার
- ব্রিজ ব্যবহার করে স্লাইড শো কিংবা পিডিএফ তৈরী
- থ্রিডি মডেল পেইন্টিং কাজে ফটোশপ
- ফটোশপ পেইন্টিং
- ফটোশপ পেইন্টিং : ব্রাশের নানারকম ব্যবহার
- ফটোশপে স্ক্রিপ্ট ব্যবহার করে ইমেজ ব্যাচ প্রসেসিং
- চোখের রং পরিবর্তন
You said to make the two layers as one layer. I tried but couldn't. if possile, plz explain.
ReplyDeleteUse merge down or merge visible command from fly-out menu.
Delete