আপনি কি চান গুগল আপনার ওয়েব সাইটকে নিষিদ্ধ করুক ?
গুগল নিষিদ্ধ করা কি যদি না জানা থাকে তাহলে সংক্ষেপে জেনে নিন, গুগল তাদের ইনডেক্স থেকে আপনার সাইটের নাম বাদ দেবে, সার্চ করে আপনার সাইট পাওয়া যাবে না এবং স্বাভাবিকভাবেই আপনার সাইটে ভিজিটর যাবে না।
আপনার স্বাভাবিক উত্তর, আপনি সেটা চান না। যদি ওয়েবসাইটের সাথে আয়ের সম্পর্ক থাকে তাহলে এই নিষেধাজ্ঞার অর্থ আপনার আয় বন্ধ হওয়া। আপনি চান বা না চান, ভুলক্রমেও সেটা হয়ে যেতে পারে। কিভাবে এবিষয়ে সাবধান থাকবেন জেনে নিন।
প্রথমেই জানা প্রয়োজন আপনার সাইট গুগল নিষিদ্ধ করেছে কি-না জানবেন কিভাবে ?
প্রথম পদ্ধতি, আপনার সাইটের এড্রেস টাইপ করে সার্চ করুন। যদি সেটা না পাওয়া যায় তার অর্থ আপনার তাদের তালিকায় আপনার সাইট নেই। নতুন সাইটের ক্ষেত্রে নাম অন্তর্ভুক্ত হওয়ার আগে এটা স্বাভাবিক, কিন্তু পরবর্তীতে এটা হওয়ার অর্থ সাইটটি নিষিদ্ধ করা হয়েছে।
দ্বিতীয় পদ্ধতি, গুগলের সাইট থেকে গুগল টুলবার (www.toolbar.google.com ) ডাউনলোড করে ইনষ্টল করুন। আপনার ওয়েব সাইটে যান। যদি টুলবার ধুসর রঙে পরিনত হয় জানবেন আপনার সাইট নিষিদ্ধ করা হয়েছে। যদি স্বাভাবিক রং থাকে জানবেন সাইট ঠিক আছে।
কি কি কারনে গুগল ওয়েব সাইট নিষিদ্ধ করে
এককথায়, গুগল সমর্থন করে না এমন কাজ করলে। ওয়েব পেজের ভেতরে এবং বাইরের বিভিন্ন কাজের কারনে এটা হতে পারে।
ভেতরের কারন;
. হিডেন টেক্সট ব্যবহার
হিডেন টেক্সট হচ্ছে যে টেক্সট দেখা যায় না। যে শব্দগুলি ভিজিটর বেশি সার্চ করে এমন শব্দকে যদি ওয়েবসাইটে এমনভাবে ব্যবহার করেন যা ভিজিটের সময় দেখা যাবে না অথচ সার্চ করার সময় থাকবে তাহলে সেই সাইট নিষিদ্ধ করা হয়।
হিডেন টেক্সট হচ্ছে যে টেক্সট দেখা যায় না। যে শব্দগুলি ভিজিটর বেশি সার্চ করে এমন শব্দকে যদি ওয়েবসাইটে এমনভাবে ব্যবহার করেন যা ভিজিটের সময় দেখা যাবে না অথচ সার্চ করার সময় থাকবে তাহলে সেই সাইট নিষিদ্ধ করা হয়।
. ইমেজ ট্যাগ স্প্যাম
ইমেজের সাথে অলট-ট্যাগ (বর্ননা) হিসেবে যদি অপ্রাসংগিক টেক্সট ব্যবহার করা হয়, মুলত কিওয়ার্ড ব্যবহারের জন্য তাহলে সাইট নিষিদ্ধ করা হয়।
ইমেজের সাথে অলট-ট্যাগ (বর্ননা) হিসেবে যদি অপ্রাসংগিক টেক্সট ব্যবহার করা হয়, মুলত কিওয়ার্ড ব্যবহারের জন্য তাহলে সাইট নিষিদ্ধ করা হয়।
. উদ্দেশ্যমুলক মেটা ট্যাগ ব্যবহারের কারনে
অনেকেই মেটাট্যাগে একই শব্দ বারবার ব্যবহার করেন। উদ্দেশ্য কিওয়ার্ড হিসেবে সেটা সহজে সার্চ ইঞ্জিন খুজে পাবে। এতে বিপরীত ফল হয়। প্রথমত এর ওপর ভিত্তি করে গুগল পেজ র্যাংকিং করে না, দ্বিতীয়ত ওয়েবসাইট নিষিদ্ধ করতে পারে।
অনেকেই মেটাট্যাগে একই শব্দ বারবার ব্যবহার করেন। উদ্দেশ্য কিওয়ার্ড হিসেবে সেটা সহজে সার্চ ইঞ্জিন খুজে পাবে। এতে বিপরীত ফল হয়। প্রথমত এর ওপর ভিত্তি করে গুগল পেজ র্যাংকিং করে না, দ্বিতীয়ত ওয়েবসাইট নিষিদ্ধ করতে পারে।
. টাইটেল ট্যাগে উদ্দেশ্যমুলক শব্দ ব্যবহার
টাইটেল ট্যাগে অনেকে একই শব্দ বারবার ব্যবহার করেন মুলত একই উদ্দেশ্যে। সেখানেও ফল একই, সাইট নিষিদ্ধ হতে পারে।
ওয়েব পেজের ভেতরের এই ৪টি বিষয় সম্পর্কে শতর্ক থাকুন। আগামী টিউটোরিয়ালে ওয়েবসাইটের বাইরের কি কি কারনে সাইট নিষিদ্ধ হতে পারে এবং কিভাবে সেটা এড়াবেন উল্লেখ করা হবে।টাইটেল ট্যাগে অনেকে একই শব্দ বারবার ব্যবহার করেন মুলত একই উদ্দেশ্যে। সেখানেও ফল একই, সাইট নিষিদ্ধ হতে পারে।
ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ তৈরী
কিভাবে ইমেইল একাউন্ট তৈরী করবেন
ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও
বিনামুল্যের ওয়েব হোষ্টিং
ব্লগিং থেকে আয়ের মুলমন্ত্র
ফ্রিল্যান্স রাইটারদের সেরা ১০ ব্লগ
ব্লগ লিখুন হলিউড ষ্টাইলে
ব্লগারে কাষ্টম থিম ব্যবহার
ভাল ব্লগার হওয়ার ৭ উপায়
ভাল ব্লগার বনাম ভাল ভিজিটর
কেন নিজস্ব ব্লগ তৈরী করবেন
বিনামুল্যের ব্লগিং এর জন্য উইবলি
ব্লগারে বাংলা ব্লগ তৈরী
বেশি ভিজিটর পাওয়া এবং ভিজিটর ধরে রাখার উপায়
এডসেন্স ব্যবহার করতে চান ? গুগলের গাইডলাইন মেনে চলুন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় যে নিয়ম মেনে চলবেন
ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেসে ব্যবহার
ফ্রিল্যান্সারের সাধারন কিছু নিয়ম
ব্লগ টাইটেলের ৫ খারাপ উদাহরন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সাবমিট-ষ্টার্ট ব্যবহার করুন
টাকা আয় করুন আমাজন থেকে
ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
এফিলিয়েট মাকেটিং এর জন্য লিংকশেয়ার
এফিলিয়েট মার্কেটি সাফল্যের ৫ সুত্র
পেইড ব্লগ রিভিউ এর ভাল-মন্দ
Fantastic it wil be helped to blogger.
ReplyDeletewww.ucebd.net