Sunday, December 25, 2011

যে ৫ কারনে সার্চ ইঞ্জিন আপনার বিপক্ষে যেতে পারে

অনলাইনে আয়ের প্রথম শর্ত হচ্ছে বেশি পরিমান ভিজিটর। ব্যবসায়িক সাইটের জন্য যেমন বেশি ভিজিটর মানে বেশি ক্রেতা তেমনি সাধারন ওয়েবসাইট বা ব্লগে বেশি ভিজিটরকে অনায়াশে লাভজনক কাজে ব্যবহার করা যায়। ভিজিটরের সবচেয়ে বড় উতস সার্চ ইঞ্জিন। গুগল-ইয়াহু-বিং যত সহজে আপনার সাইট খুজে পাবে, যত প্রাধান্য দেবে আপনার ভিজিটর এবং আয়ের সম্ভাবনা তত বেশি।
সার্চ ইঞ্জিনগুলি বিশেষ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে সাউটকে গুরুত্ব দেয়। তেমনিভাবে কিছু কারনে কোন সাইটের বিপক্ষে যায়। নির্দিস্টভাবে যে প্রধান ৫টি কারনে সার্চ ইঞ্জিন আপনার সাইটকে র‌্যাংকিং এ পেছনে রাখতে পারে সেগুলি জেনে নিন।
.          অপ্রয়োজনীয় ডোমেন
অপ্রয়োজনীয় ডোমেন হচ্ছে যে সাইটের মুল ভুমিকা নেই, বিশেষ সাইটে লিংক পাঠানোর জন্য যেগুলি ব্যবহার করা হয়। অনেকেই একাধিক সাইট ব্যবহার করেন নির্দিষ্ট একটি সাইটে ভিজিটর পাঠানোর জন্য। সার্চ ইঞ্জিন একে ভাল চোখে দেখে না।
.          অপ্রয়োজনীয় পেজ
অপ্রয়োজনীয় পেজ বলতে এমন পেজ বুঝায় যার মুল ভুমিকা তথ্যের জন্য না বরং অনেকগুলি কিওয়ার্ড রাখার জন্য। আপনি মনে করতে পারেন যে শব্দগুলি লিখে বেশি সার্চ করা হয় সেগুলি একটি পেজে লিখে সাইটের সাথে যোগ করবেন। একেও ভাল চোখে দেখা হয় না।
.          অতিরঞ্জিত কিওয়ার্ড
অনেকেই একই শব্দ বারবার লিখে সেটা সহজে পাওয়ার ব্যবস্থা হিসেবে ব্যবহার করতে চান। বাস্তবে সার্চ ইঞ্জিন একই শব্দ বারবার দেখলে সেখানে বিপরীত ব্যবস্থা নেয়।
.          একই তথ্য একাধিকবার ব্যবহার
একই পোষ্ট একাধিকবার ব্যবহার করে পোষ্ট সংখ্যা বাড়ানোকে খারাপ দৃষ্টিতে দেয়া হয়। যখন একই পেজের সাথে আরেক পেজের মিল থাকে তখন তাকে কপি বলে ধরে নেয়া হয়।
.          নষ্ট লিংক
কোন লিংকে ক্লিক করলে নির্দিষ্ট পেজে বা যায়গায় যাওয়ার কথা। কোন কারনে যদি সেই লিংক কাজ না করে তাতেও সার্চ ইঞ্জিন বিরক্ত হয়। এজন্য যে কোন পরিবর্তনের পর দেখে নিতে হয় সবগুলি লিংক ঠিক আছে কিনা।

আপনার প্রশ্ন থাকতে পারে সার্চ ইঞ্জিন এই কাজ করে কেন। বাস্তবে স্প্যামাররা সার্চ ইঞ্জিনের নানারকম পদ্ধতি বের করে তাকে ব্যবহার করে এবং অবৈধ যোগাযোগ তৈরী করে। তাকে প্রতিহত করার জন্যই এটা করা হয়। আপনার সাইট যদি সত্যিকার অর্থেই ভিজিটরদের উপকারের জন্য হয় তাহলে এই কাজগুলি আপনার উপকারে আসার কথা।
সার্চ ইঞ্জিন যদি আপনার সাইটের বিপক্ষে শাস্তিমুলক ব্যবস্থা নেয় তাহলে আপনার সাইট পিছিয়ে পড়বে অথচ আপনাকে কারন জানানো হবে না। আপনার নিজের দায়িত্ব এদিকে দৃষ্টি রাখা এবং আপনার সাইটের অগ্রগতি পর্যবেক্ষন করা। ব্যবসা, আর্থিক সাফল্য বা প্রচার যাই বলুন না কেন, সব সাফল্য নির্ভর করে এর ওপর।

ব্লগিং এবং ইন্টারনেট


ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ তৈরী
কিভাবে ইমেইল একাউন্ট তৈরী করবেন
 ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও
বিনামুল্যের ওয়েব হোষ্টিং
ব্লগিং থেকে আয়ের মুলমন্ত্র
ফ্রিল্যান্স রাইটারদের সেরা ১০ ব্লগ
ব্লগ লিখুন হলিউড ষ্টাইলে
ব্লগারে কাষ্টম থিম ব্যবহার
ভাল ব্লগার হওয়ার ৭ উপায়
ভাল ব্লগার বনাম ভাল ভিজিটর
কেন নিজস্ব ব্লগ তৈরী করবেন
বিনামুল্যের ব্লগিং এর জন্য উইবলি
ব্লগারে বাংলা ব্লগ তৈরী
বেশি ভিজিটর পাওয়া এবং ভিজিটর ধরে রাখার উপায়
এডসেন্স ব্যবহার করতে চান ? গুগলের গাইডলাইন মেনে চলুন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় যে নিয়ম মেনে চলবেন
ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেসে ব্যবহার 
ফ্রিল্যান্সারের সাধারন কিছু নিয়ম 
ব্লগ টাইটেলের ৫ খারাপ উদাহরন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সাবমিট-ষ্টার্ট ব্যবহার করুন
টাকা আয় করুন আমাজন থেকে
ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
এফিলিয়েট মাকেটিং এর জন্য লিংকশেয়ার 
এফিলিয়েট মার্কেটি সাফল্যের ৫ সুত্র
পেইড ব্লগ রিভিউ এর ভাল-মন্দ 
গুগলের নিষেধাজ্ঞা এড়াবেন কিভাবে  
যে ১০ কারনে গুগলে সাইট র‌্যাংকিং বাড়ানো হয় 
প্রচারের জন্য সোস্যাল মিডিয়া মার্কেটিং 
ওয়েব ডিজাইনের মুলনীতি ঠিক রাখুন 

No comments:

Post a Comment