Friday, August 5, 2011

ইন্টারনেট ব্যবহার করে সহজে আয়

ইন্টারনেট ব্যবহার করে আয় নিয়ে অনেকগুলি আর্টিকেল লেখা হয়েছে বাংলা-টিউটর সাইটে। বলা হয়েছে ব্লগ কিংবা ওয়েবসাইট তৈরীর কথা, ইমেইল মার্কেটিং কিংবা এফিলিয়েশন ব্যবহার করে আয়ের কথা। আপনি খুব সহজে একটি ওয়েবসাইট তৈরী করে অর্থ উপার্জন করতে পারেন। আপনার কিকি করা প্রয়োজন জেনে নিন।
.          একটি হোষ্টিং একাউন্ট
আপনি বিনামুল্যের হোষ্টিং ব্যবহার করতে পারেন। যখন একে ব্যবসার দৃষ্টিতে দেখবেন তখন বেশকিছু সীমাবদ্ধতা থেকে যায় বিনামুল্যের হোষ্টিং এ। হোষ্টিং খরচ তুলনামুলক কম। বছরে ১০ ডলারের নিচে বিশ্বসেরা হোষ্টিং ব্যবহার করা যায়।
.          একটি ডোমেন নেম।
আপনার সাইটের নিজস্ব নাম প্রয়োজন। এখানেই একই বক্তব্য, যেহেতু একে ব্যবসা হিসেবে ব্যবহার করবেন নিজস্ব নাম রেজিষ্টার করে নিন।
.          একটি সহজ ওয়েব সাইট
একটি মুল পেজ এবং একটি ডাউনলোড পেজ ব্যবহার করেই ওয়েবসাইট তৈরী করতে পারেন। সাধারন টেক্সট এডিটর কিংবা ওয়েবপেজ তৈরীর সহজ সফটঅয়্যার ব্যবহার করেই কাজ চালাতে পারেন। প্রয়োজনে ওয়েবডিজাইনারের সাহায্য নিন।
একটি পেজে থাকবে ভিজিটরদের জন্য কিছু বক্তব্য, অন্য পেজে ডাউনলোডের জন্য কিছু। বিনামুল্যে ডাউনলোডের জন্য বিনামুল্যের ই-বুক, বিনামুল্যের সফটঅয়্যার, বিভিন্ন ধরনের ড্রাইভার রাখতে পারেন। ভিজিটররা বিনামুল্যে ডাউনলোডের সুযোগ পেলে সেখানে ভিড় জমায়। কাজেই ভিজিটর পাওয়ার সমস্যা হওয়ার কথা না।
.          অটো রেসপন্ডার একাউন্ট
ইমেইল মার্কেটিং এর জন্য কোন অটোরেসপন্ডারের একাউন্ট ব্যবহার করুন। এবিষয়ে বিস্তারিত লেখা হয়েছে এখানে।
.          এফিলিয়েশন লিংক
কোন প্রতিস্ঠানের এফিলিয়েশন নিন। তাদের লিংক ব্যবহার করুন আপনার সাইটে। ভিজিটর সেই লিংকে ক্লিক করলেই আপনি অর্থ পাবেন।
অবশ্যই আপনি এরসাথে গুগল এডসেন্স, চিতিকা সহ ইন্টারনেটে আয়ের অন্যান্য নানাধরনের পদ্ধতি এরসাথে যোগ করতে পারেন। 


No comments:

Post a Comment