ইন্টারনেট ব্যবহার করে আয় করার বহু পদ্ধতি এই সাইটে উল্লেখ করা হয়েছে। গুগলের এডসেন্স থেকে শুরু করে ইমেইল মার্কেটিং কিংবা এফিলিয়েট প্রোগ্রাম যেকাজই করুন না কেন, এদের মধ্যে একটি সাধারন মিল রয়েছে। সেটা হচ্ছে আপনার সাইটে ভিজিটরের সংখ্যা বাড়াতে হবে। ভিজিটর যত বেশি আয়ের সম্ভাবনা তত বেশি।
অনলাইনের বাইরে অফলাইন বা সাধারন বিজ্ঞাপন একাজে কিভাবে সহায়তা করতে পারে জেনে নিন।
অনলাইনের বাইরে অফলাইন বা সাধারন বিজ্ঞাপন একাজে কিভাবে সহায়তা করতে পারে জেনে নিন।
. আপনার সাইট ইন্টারনেটের মাধ্যমে পাওয়ার জন্য ইন্টারনেট সার্চ ইঞ্জিন বা ডিরেক্টরী ব্যবহার করতে হয়। যদি তুলনামুলক নতুন সাইট হয় তাহলে সার্চ রেজাল্টের শুরুতে যায়গা পাওয়া কষ্টসাধ্য। অন্যদিকে সাধারন বিজ্ঞাপন ব্যবহার করলে অনেকেই তাতে আকৃষ্ট হয়ে ওয়েবসাইটে যেতে পারেন। এরফলে সার্চ র্যাংকিং এ অবস্থান ভাল হতে পারে।
. অনেকে ইন্টারনেট ব্যবহারের সময় বুকমার্ক করা নির্দিষ্ট সাইটের বাইরে অন্য সাইট খোজ করেন না। তাদের দৃষ্টি আকর্ষনের জন্য এই পদ্ধতি কার্যকর।
. নিয়মিত ইন্টারনেট ব্যবহার করা অনেকেই সঠিকভাবে সঠিক কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করেন না। ফলে আপনি যত ভালভাবেই সাইট তৈরী করুন না কেন, যে ধরনের ভিজিটর আশা করছেন তাদের অনেকে বাইরে থেকে যান। প্রসংগত উল্লেখ করা যেতে পারে ডিজিটাল-বাংলা সাইটের বয়স আড়াই বছরের বেশি। এখনো নিয়মিতভাবে নতুন ভিজিটর এসে মন্তব্য করেন এটা নতুন হিসেবে ভাল সাইট।
. অনেকে নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন না। ব্যবহারের সময় আদৌ সার্চ করেন না। অফলাইন বিজ্ঞাপন তাদের জানার একমাত্র পথ।
অফলাইন বিজ্ঞাপন বা প্রথাগত বিজ্ঞাপনের অনেক পদ্ধতির সাথে সরাসরি খরচের বিষয় জড়িত। পদ্ধতিগুলি হতে পারে;
. পত্রিকায় বিজ্ঞাপন দেয়া
. বিলবোর্ড
. পোষ্টার বা ব্যানার
. ষ্টিকার
. অনুষ্ঠানের আয়োজন করা।
. প্রেস বিজ্ঞপ্তি দেয়া।
. আর্টিকেল লেখা
. ই-বুক ব্যবহার করে পরিচিতি প্রচার করা
. প্রতিযোগিতার আয়োজন করা
. পরিচিতদের মাধ্যমে প্রচার করা
. অন্যান্য আরো পদ্ধতি
আপনি যখন ইন্টারনেট থেকে আয় করাকে পেশা হিসেবে নিতে চান তখন সেটা ভালভাবে করবেন এটাই স্বাভাবিক। সেজন্য অন্যান্য ব্যবসার মত এখানেও পরিশ্রম, অর্থব্যয় এগুলিও নিশ্চয়ই করবেন।
- কিভাবে ইন্টারনেটে অর্থ উপার্জন করবেন
- টাকা কিভাবে হাতে পাবেন
- কিভাবে বেশি কাজ পাবেন
- গুগল এডসেন্স থেকে আয় করার পদ্ধতি
- ফাইল আপলোড করে উপার্জন
- ডাটা এন্ট্রি করে উপার্জন
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য – ১
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ২
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ৩
- পেইড টু ক্লিক, পিটিসি
- রিভিউ লিখে আয়
- এফিলিয়েট মার্কেটিং
- এডসেন্স ব্যবহারের নিয়ম-কানুন
- অন্যের সাইট থেকে উপার্জন
- ই-বুক বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজ কোথায় পাবেন
- গুগল কাষ্টম সার্চ (এডসেন্স ফর সার্চ) থেকে আয়
- এডসেন্স ব্যবহারের নিয়ম, যে ভুলগুলি করবেন না
- ইমেইল মার্কেটিং
- বই বিক্রি করুন গুগলের সাহায্যে
- ইন্টারনেটে আয় সম্পর্কে ১০টি ভুল ধারনা
- ইন্টারনেটে আয়ের ৫টি সেরা পথ
- ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন
- ফটোশপ ডিজাইন বিক্রি করে আয়
- ফেসবুক থেকে আয়
- যে কারনে এডসেন্স ব্যবহারের সুযোগ পাবেন না
- ফ্রিল্যান্সিং কাজে সবচেয়ে বড় ভুল
- ফ্রিল্যান্সিং কাজে সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে বেশি আয়
- পিটিসি এর অজানা তথ্য
- ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার ৫ কারন
- সময় বাচানোর সেরা উপায়
- ক্লায়েন্ট ধরে রাখার জন্য কি করবেন
- এডসেন্স এর বিকল্প বিজ্ঞাপন ব্যবস্থা চিতিকা
- ওয়ার্ডপ্রেস টেম্পলেট বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজে ভাল করার উপায়
- আস্থা অর্জনের ৩ উপায়
- কম সময়ে বেশি কাজ করা
- ফাইলসার্ভে ফাইল আপলোড করে আয়
- ইন্টারনেটে অর্থ আদান-প্রদানের বিভিন্ন পদ্ধতি
- আয় করুন ই-বে থেকে
- ভার্চুয়াল এসিষ্টেন্ট ব্যবহার করে বেশি কাজ করা
- ফ্রিল্যান্সার হিসেবে আপনি কখন ব্যর্থ
- কিভাবে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করবেন
- ফ্রিল্যান্সিং কাজের ভাল দিক-মন্দ দিক
- ফ্রিলান্সিং পরিকল্পনার ৩ ধাপ
- ফ্রিল্যান্সিং কাজে নিজেকে প্রফেশনাল হিসেবে তুলে ধরা
- ফ্রিল্যান্সার হতে চান ? নিজেকে প্রশ্ন করুন
- সাফল্যের ৪ সুত্র
- টাকা আয় করুন রিভিউ-মি তে রিভিউ লিখে
- ফ্রিল্যান্সারের প্রধান ৫ সমস্যা এবং সমাধান
- ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
- টাকা আয় করুন আমাজন থেকে
- আউটসোর্সিং-ক্রাউসসোর্সিং-ফ্রিল্যান্সিং বলতে কি বুঝায়
- ইমেইল মার্কেটিং এ কুশলী হোন
No comments:
Post a Comment