Monday, December 5, 2011

ইলাষ্ট্রেটরে গ্রাডিয়েন্ট মাস্ক ব্যবহার

ইলাষ্ট্রেটরে মাস্ক ব্যবহারের টিউটোরিয়াল আগে লেখা হয়েছে। এভাবে মাস্ক ব্যবহার করলে আপনি নির্দিষ্ট সেপের মাস্ক পেতে পারেন, ক্রমাম্বয়ে ঘন থেকে হাল্কা হয়ে যাওয়া মাস্ক (ফটোশপে ফেদার নামে পরিচিত। ব্যবহার করতে পারেন না। ইলাষ্ট্রেটরে একাজ পদ্ধতি একেবারেই ভিন্ন। ভিন্ন বলতে বুঝানো হচ্ছে মেনু থেকে বা অন্য কোন কমান্ড ব্যবহার করে করা যায় না, প্যানেলের নির্দিস্ট একটি যায়গা থেকে ব্যবহার করতে হয়। বলা যেতে পারে রীতিমত লুকিয়ে রাখা পদ্ধতি।
এখানে গ্রাডিয়েন্ট মাস্ক ব্যবহার করে একটি ডিজাইনের প্রতিবিম্ব তৈরী করার পদ্ধতি উল্লেখ করা হচ্ছে।
উদাহরনে লিটল বিবা নামের একটি লোগো ব্যবহার করা হয়েছে। আপনি প্রতিবিম্ব তৈরীর জন্য আপনার ড্রইঙ ব্যবহার করতে পারেন।
.          ড্রইংকে রিফ্লেক্ট-কপি কমান্ড দিয়ে আরেকটি কপি করে নিন এবং প্রতিবিম্বের মত নিচে (বা অন্য কোনদিকে) রাখুন। ড্রইংকে সিলেক্ট করে তার ওপর রাইট-ক্লিক করে রিফ্লেক্ট কমান্ড পেতে পারেন।
.          কপির ওপর (এখানে নিচের অংশ) সাধারন রেকট্যাংগল টুল ব্যবহার করে একটি আয়তক্ষেত্র একে পুরোটাকে ঢেকে ফেলুন।
.          রেকট্যাংগলে গ্রাডিয়েন্ট ফিল ব্যবহার করুন। সাধারনভাবে গ্রাডিয়েন্ট ডান-বাম দিকে থাকে, একে -৯০ ডিগ্রীতে এনে ওপর-নিচে করুন। সাদা অংশ দিয়ে নিচের ড্রইঙ দেখা যাবে, কালো অংশে ঢাকা পড়বে। কাজেই সাদা-কালো এমনভাবে পরিবর্তণ করুন যেন আংশিক দেখা যায়।
.          সিলেকশন টুল ব্যবহার করে ড্রইং এবং গ্রাডিয়েন্ট রেকট্যাংগল সিলেক্ট করুন।
.          ট্রান্সপারেন্সি প্যানেলে ফ্লাইআউট মেনু থেকে (ওপরে ডানদিকের কোনে) Make Opacity Mask কমান্ড সিলেক্ট করুন। আর্টকে ডি-সিলেক্ট করলে গ্রাডিয়েন্ট মাস্ক এর ফল দেখা যাবে।
.          একবারে হয়ত পছন্দমত ফল নাও পেতে পারেন। এভাবে মাস্ক তৈরীর পর গ্রাডিয়েন্ট পরিবর্তন করা যায়। আর্ট সিলেক্ট করে ট্রান্সপারেন্সি প্যানেল  ওপেন করলে সেখানে দুটি আইকন পাওয়া যাবে, একটি আর্ট সিলেক্ট করে পরিবর্তনের জন্য অপরটি মাস্ক সিলেক্ট করে পরিবর্তনের জন্য।

ইলাষ্ট্রেটর টিউটোরিয়াল

  • ফটোশপ টিউটোরিয়াল
ফটোশপ কেন ব্যবহার করবেন
বিটম্যাপ বনাম ভেক্টর
ফটোশপ ইন্টারফেস পরিচিতি, প্রাথমিক কাজ
ফটোশপ সিলেকশন টুল ব্যবহার
ফটোশপ এডভান্সড সিলেকশন
ফটোগ্রাফির জন্য ফটোশপ
পোর্ট্রেট রিটাচিং, ছবির সমস্যা দুর করা
ফটোশপে টেক্সট ব্যবহার
লাইটিং ইফেক্ট
লেয়ার ব্যবহার
রং পরিবর্তন করা
ছবি থেকে কিছু বাদ দেয়া
ব্যাকগ্রাউন্ড বাদ দেয়া
টাক মাথায় চুল গজানো
ফটোশপ প্লাগইন, টোপাজ ডি-নয়েজ ব্যবহার
ছবির ফ্রেম তৈরী
ট্রান্সফরম
ফটোশপে এনিমেটেড জিফ তৈরী
ফটোশপে ওয়াটারমার্ক তৈরী
হিষ্টোরী ব্যবহার
একশন ব্যবহার
পাথ ব্যবহার
ফটোশপে ভিডিও ব্যবহার
ফটোশপে টেক্সট ইফেক্ট
ওয়েব পেজের জন্য এক্সপোর্ট
টেক্সট কাটআউট ইফেক্ট
পাথ টেক্সট এবং সেপ
লিকুইডিফাই ইফেক্ট
ফটোশপ প্লাগইন আইক্যান্ডি ব্যবহার
এডবি ব্রিজ ব্যবহার
ব্রিজ ব্যবহার করে স্লাইড শো কিংবা পিডিএফ তৈরী
থ্রিডি মডেল পেইন্টিং কাজে ফটোশপ
ফটোশপ পেইন্টিং
ফটোশপ পেইন্টিং : ব্রাশের নানারকম ব্যবহার
ফটোশপে স্ক্রিপ্ট ব্যবহার করে ইমেজ ব্যাচ প্রসেসিং 
চোখের রং পরিবর্তন
এক ছবির অংশে আরেক ছবি ব্যবহার 

No comments:

Post a Comment